বাংলা নিউজ > ঘরে বাইরে > 'Ambani Jab' to Adani from Mahua: 'রিলায়েন্সের থেকে কোনও টাকা নিইনি', আদানিকে বেনজির আক্রমণ মহুয়া মৈত্রর

'Ambani Jab' to Adani from Mahua: 'রিলায়েন্সের থেকে কোনও টাকা নিইনি', আদানিকে বেনজির আক্রমণ মহুয়া মৈত্রর

মহুয়া মৈত্র (PTI)

মহুয়া সংসদে বলেন, 'আমি আজ ভারতের সবচেয়ে বিখ্যাত ব্যক্তির কথা বলতে চাই... দুর্ভাগ্যবশত আমি মাননীয় প্রধানমন্ত্রীর বিষয়ে কথা বলব না। এটি এমন একজন ব্যক্তি যাঁর নাম 'a' দিয়ে শুরু হয় এবং 'i' দিয়ে শেষ হচ্ছে। তিনি আদবানি নন। এই বক্তৃতার উদ্দেশ্যে, আমি তাঁকে শুধু মিস্টার এ এবং তাঁর গ্রুপকে এ কোম্পানি বলে ডাকব।'

আদানি গোষ্ঠীকে ক্রমাগত আক্রমণ শানিয়ে চলেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। উল্লেখ্য, হিন্ডেনবার্গ রিপোর্ট সংক্রান্ত অভিযোগ সামনে আসতেই শেয়ার বাজার 'ম্যানিপুলেশনে'র অভিযোগ তুলে বিবৃতি প্রকাশ করেছিল আদানি গোষ্ঠী। এবার সেই অভিযোগর 'জবাব' দিলেন মহুয়া মৈত্র। তিনি নিজেকে 'অ্যান্টি মার্কেট ম্যানিপুলেশন' বলে আখ্যা দেন। অর্থাৎ, তিনি শেয়ার বাজারের সঙ্গে হস্তক্ষেপ করেন না। পাশাপাশি আদানিকে খোঁচা মেরে মহুয়া আরও বলেন, 'আমাকে রিলায়েন্স কোনও টাকা দিচ্ছে না।' এদিকে আদানির উদ্দেশে মহুয়ার আরও বার্তা, 'আনার পিছনে আপনার দিল্লির তোষামোদকারী পাঠাবেন না।'

মহুয়া সংসদে বলেন, 'আমি আজ ভারতের সবচেয়ে বিখ্যাত ব্যক্তির কথা বলতে চাই... দুর্ভাগ্যবশত আমি মাননীয় প্রধানমন্ত্রীর বিষয়ে কথা বলব না। এটি এমন একজন ব্যক্তি যাঁর নাম 'a' দিয়ে শুরু হয় এবং 'i' দিয়ে শেষ হচ্ছে। তিনি আদবানি নন। এই বক্তৃতার উদ্দেশ্যে, আমি তাঁকে শুধু মিস্টার এ এবং তাঁর গ্রুপকে এ কোম্পানি বলে ডাকব।'

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি মার্কিন শর্ট-সেলার হিন্ডেনবার্গ রিসার্চ একটি রিপোর্ট প্রকাশ করে। তাতে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ার কারচুপি, বিপুল অঙ্কের ঝুঁকিপূর্ণ ঋণের অভিযোগ তোলা হয়। সেই রিপোর্ট প্রকাশের পর থেকে দ্রুত নিম্নমুখী হয়েছে আদানি গোষ্ঠীর ৭টি সংস্থার শেয়ার। এদিকে আদানি গোষ্ঠীর শেয়ারে বিনিয়োগ রয়েছে LIC-র মতো রাষ্ট্রায়ত্ত সংস্থারও। এসবিআই সহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাঙ্কের থেকে কয়েক হাজার কোটি টাকার ঋণও নিয়েছে আদানি গোষ্ঠী। তাছাড়া একগুচ্ছ হেভিওয়েট সরকারি প্রকল্পের বরাত রয়েছে আদানি গোষ্ঠীর হাতে। এই আবহে আদানি ইস্যুতে রাজনৈতিক ভাবে চাপে রয়েছে শাসকদল বিজেপি।

এদিকে এই বিতর্ক প্রকাশ্যে আসতেই বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে তলব করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কোন ব্যাঙ্কের আদানি গোষ্ঠীতে কতটা বিনিয়োগ/ঋণ রয়েছে, তার হিসাব দিতে বলা হয়। কেন্দ্রীয় আধিকারিকরা এই নথি পরীক্ষার প্রক্রিয়া দায়িত্বে নিযুক্ত হন। ভারতের কোম্পানি আইনের ২০৬ নম্বর ধারার অধীনে সমগ্র প্রক্রিয়াটি শুরু হয়। এই ধারায় সরকার চাইলে কোনও সংস্থার বিগত কয়েক বছরের আর্থিক নথি, যেমন ব্যালেন্স শীট, অ্যাকাউন্টের খাতা পর্যালোচনা করতে পারে। এছাড়া বোর্ড মিটিং, সংস্থার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া ইত্যাদিও পর্যালোচনা করা যায়।

এদিকে ভারতীয় বাজারে ধসের মধ্যে মার্কিন বাজারেও জোরদার ধাক্কা খেয়েছে আদানি গ্রুপ। ডাও জোনসের তরফে জানানো হয়, জনপ্রিয় 'Sustainability Indices' সূচক থেকে আদানি এন্টারপ্রাইজকে হটিয়ে দেওয়া হয়। তবে সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টের পর ফিচ রেটিংয়ের তরফে জানানো হয়, আপাতত আদানি গ্রুপের রেটিংয়ে অবিলম্বে কোনও পরিবর্তন ঘটানো হয়নি। এই সবের মাঝেই ৪১৩ পৃষ্ঠার বিবৃতিতে পালটা মার্কিন সংস্থার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তুলেছিল আদানি গোষ্ঠী। আদানির সংস্থার অভিযোগ, শুধুমাত্র কোনও একটি নির্দিষ্ট কোম্পানির বিরুদ্ধে 'অযাচিত হামলা' চালানো হয়নি, বরং ভারতের উপর পরিকল্পিত হামলা চালিয়েছে হিন্ডেনবার্গ রিসার্চ। পাশাপাশি আদানির অভিযোগ, ভুয়ো বাজার তৈরির উদ্দেশ্যে এই কাজটা করা হয়েছে।

 

ঘরে বাইরে খবর

Latest News

স্বামী গৌতমানন্দজি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, রামকৃষ্ণ মঠ ও মিশন ঘোষণা করল FOMO, SLAY-এর অর্থ বলতে ঘেমেনেয়ে একশা ঋদ্ধিমান-কেন উইলিয়ামসন! স্বামীরা ছিলেন সব ডন! সেই বাহুবলীদের স্ত্রীরাই এবার টিকিট পেলেন বিহারে মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আগামিকাল শনিবার কেমন কাটবে আপনার? ৩০ মার্চের রাশিফল জেনে নিন আজ রাতেই বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫০০ টি-২০ ম্যাচের শিখরে নারিন, সেরা ১০-এ রয়েছেন কারা? ‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া স্টেশনে নেমে টুক করে শুলেন রেললাইনে, মাথার উপর ট্রেন, তারপর কী হল গোবরডাঙায় ? করণ জোহরের বান্দ্রার বাড়ির ভাড়াটে এবার ইমরান খান! প্রতি মাসের ভাড়া কত জানেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.