এনএমএসিসির অনুষ্ঠানে আম্বানিরা নিজেদের ঔজ্জ্বল্য তুলে ধরতে কোনও অংশে ফাঁক রাখেননি। আপনি কি এটা জানেন যে এই অনুষ্ঠানে মুকেশ ও নীতী আম্বানিদের আমন্ত্রিত অতিথিরা রুপোর থালায় খেয়েছেন। সেখানে এমনও একটি মিষ্টির ডিশ ছিল, যেখানে ৫০০ টাকার নোট হালুয়ার সঙ্গে দেওয়া হয়েছে।
এনএমএসিসির আড়ম্বর সম্পন্ন অনুষ্ঠানে একাধিক চমকের আয়োজন ছিল। তারই মধ্যে নজর কেড়েছে মিষ্টির ডিশটি। সেই মিষ্টির প্লেটে ছিল ৫০০ টাকার নোট। ভাবতে অবাক লাগছে? এক একটি বড় বড় হালুয়ার ডিশে মুখ বের করে ছিল ৫০০ টাকার নোট। তাও একটি নোট নয়, ছিল বেশ কয়েকটি নোট। সেই ছবি দিনভর মাত করেছে ইন্টারনেট দুনিয়া। যে খাবারের ছবিটি ভাইরাল হয়েছে, তাকে বলা হয়েছে, দৌলত কি চাট। এই দৌলত কি চাট রেসিপি খুবই জনপ্রিয় উত্তর ভারতে। সেই দৌলত কি চাট-এর মতো দেখতে এই মিষ্টিতে এভাবে ৫০০ টাকার অঙ্ক রাখা নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। তবে নেট দুনিয়ায় যে ছবি ভাইরাল হয়েছে, তাতে সামান্য টুইস্ট আছে! কারণ ওই ৫০০ টাকার নোটগুলি একটিও আসল নয়। অর্থাৎ টাকার অঙ্কের নিরিখে ওগুলি আসলে টাকাই নয়। একেবারেই ভুয়ো জিনিস। ১ এপ্রিল আয়োজিত হওয়া ওই অনুষ্ঠানে আমন্ত্রিতদের জন্য রাখা থালিতে ছিল, রুটি, ডাল, পালক পনির, কারি, হালুয়া, পাপড়, লাড্ডু। রুপোর থালায় ওই খাবার পরিবেশন করা হয়। উল্লেখ্য, ১ এপ্রিল যেহেতু এপ্রিল ফুলস ডে হিসাবে পালিত হয়, তাই সেইদিন এমন ভুয়ো ৫০০ টাকার নোট দিয়ে আম্বানিরা চমক দিলেন কি না তা নিয়ে উঠছে প্রশ্ন। ( সাময়িক স্বস্তি ফিরল রাহুল গান্ধীর! মানহানি মামলায় জামিনের মেয়াদ বাড়াল কোর্ট)
তবে গোটা খাবারের পর্বে সবচেয়ে বেশি চমক দেয় ওই হালুয়ার ডিশটি। একাধিক আমন্ত্রিত এই অনুষ্ঠানের আসরকে কার্যত চাঁদের হাট বানিয়েছেন। এই খাবারের সঙ্গে ছিল এক গ্লাস ওয়াইন। উল্লেখ্য, যে সেন্টারের উদ্বোধন করা হয়েছে, তার নাম নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার। তাকেই ছোট করে এনএমএসিসি বলা হয়। উল্লেখ্য, ৩১ মার্চ ওই সেন্টারের উদ্বোধন করা হয়। আর উদ্বোধনের দ্বিতীয় দিনে এই বিশাল ভোজের আয়োজন করা হয়।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup