বিমানে পাখির ধাক্কা নতুন কিছু নয়। কিন্তু, পাখির ধাক্কা খেয়ে বিমানের একটি ইঞ্জিন অকেজো হয়ে যাওয়া, কিংবা তার জন্য জরুরি অবতরণ করা, এমন ঘটনা সবসময় ঘটে না। যেমন ঘটল বৃহস্পতিবার রাতে।
মার্কিন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, নর্থ ক্যারোলিনার শার্লটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমান। উড়ানের মাঝপথে হঠাৎই একটি পাখি বিমানের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা খায়। তাতে ছোটখাটো একটা বিস্ফোরণের মতো শব্দও শোনা যায়। আগুনের ঝলক দেখা যায়!
অতঃপর জানা যায়, ওই বিমানের সংশ্লিষ্ট ইঞ্জিনটি বন্ধ হয়ে গিয়েছে। সেটি আর কাজ করছে না। বিপদ বুঝে অগত্যা জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হন পাইলট।
বৃহস্পতিবার রাতের সেই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এক্স হ্যান্ডেলে পোস্ট হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কীভাবে একটি পাখি বিমানের একটি ইঞ্জিনের উপর আছড়ে পড়ল এবং তার ঠিক পরেই ইঞ্জিন থেকে আগুনের হলকা বেরিয়ে এল।
সংশ্লিষ্ট এয়ারলাইন্স-এর তরফ থেকে জানানো হয়েছে, যে বিমানটির সঙ্গে এই ঘটনা ঘটেছে, সেটি এয়ারবাস এ৩২১। ঘটনার সময় ওই বিমানে মোট ১৯০ জন যাত্রী সওয়ার ছিলেন। সঙ্গে ছিলেন ছ'জন বিমানকর্মী।
বিমানটি সন্ধে ৭টা ৪৩ মিনিটে (স্থানীয় সময়) নিউ ইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দর থেকে উড়ান শুরু করে। এর কিছুক্ষণের মধ্যেই বিমানের ডানদিকের ইঞ্জিনে একটি পাখি প্রথমে ধাক্কা খায়। তারপর সেটি ওই ইঞ্জিনের ভিতরে ঢুকে গিয়ে আটকে যায়। যার ফলে সন্ধে ৭টা ৫২ মিনিটে বিমানচালক বিমানে জরুরি অবস্থা ঘোষণা করেন।
সংশ্লিষ্ট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে গোটা ঘটনা জানান পাইলট। এরপর এটিসি-র অনুমতি সাপক্ষে রাত ৮টা ০৩ মিনিটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদভাবে বিমানটির জরুরি অবতরণ করান তিনি।
এই ঘটনায় কোনও যাত্রী বা বিমানকর্মীর কোনও ক্ষতি হয়নি। একথা জানিয়েছে নিউ ইয়র্ক এবং নিউ জার্সির বিমানবন্দর কর্তৃপক্ষ।
এই ঘটনার জন্য যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে একটি লিখিত বিবৃতি প্রকাশ করে আমেরিকান এয়ারলাইন্স কর্তৃপক্ষ। একইসঙ্গে, বিমানের প্রত্যেক কর্মীকে তাঁদের কর্মদক্ষতা ও পেশাদারিত্বের জন্য প্রশংসাও করেছে তারা।
ওই উড়ানটি সেদিনের মতো বাতিল করা হয় এবং যাত্রীদের প্রত্যেকের জন্য হোটেলে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। পরদিন, অর্থাৎ - শুক্রবার সকালে ওই বিমানেই শার্লট রওনা দেন যাত্রীরা।