রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের বিরুদ্ধে বিরোধীদের অনাস্থা প্রস্তাব নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তাল রাজ্যসভা। এরই মাঝে শুক্রবার জগদীপ ধনখড়ের সঙ্গে কংগ্রেসের সভাপতি তথা রাজ্যসভার সাংসদ মল্লিকার্জুন খাড়গের বাগবিতণ্ডা তুঙ্গে ওঠে রাজ্যসভায়। তখনই খাড়গেকে উদ্দেশ্য করে একাধিক বক্তব্য তুলে ধরেন জগদীপ ধনখড়।
‘আমি কৃষকের ছেলে’
রাজ্যসভার চেয়ারম্যান পদে থাকা জগদীপ ধনখড় বলেন, ‘আমি একজন কৃষকের ছেলে, আমি কোনও দুর্বলতা দেখাব না। আমি নিজের জীবন উৎসর্গ করে দেব দেশের জন্য। আপনাদের (বিরোধীরা) শুধু একটাই কাজ ২৪ ঘণ্টা ধরে, কেন একজন কৃষকের ছেলে এখানে বসে আছেন… দেখুন আপনারা কী বলছেন। আমি অনেক সহ্য করেছি। আপনাদের অধিকার রয়েছে প্রস্তাব আনার, তবে আপনারা সংবিধানকে অপমান করছেন।’ ধনখড়ের প্রশ্ন, ‘কে ব্লক করেছে আপনাদের রেজোলিউশনকে? আপনাদের রেজোলিউশন ১৪ দিন পর তোলা হবে।’
‘আপনি কৃষকের ছেলে হলে, আমিও শ্রমিকের ছেলে’
এদিকে, জগদীপ ধনখড় নিজেকে কৃষকের ছেলে বলে বর্ণনা করতেই পাল্টা কংগ্রেসের খাড়গে বলেন, ‘আপনি যদি কৃষকের ছেলে হন, তাহলে আমিও শ্রমিকের ছেলে।’ এরই সঙ্গে খাড়গের বক্তব্য,'আমি আরও অনগ্রসর শ্রেণি থেকে এসেছি। আপনার তুলনায় অনেক বশি কঠিন পরিস্থিতি আমি কাটিয়ে এসেছি। আপনি বিরোধী নেতাকে অপমান করছেন।'
( Dhanu sankranti 2024 Tithi: রবিবার কখন পড়ছে সংক্রান্তি? কতক্ষণ থাকবে! রইল ধনু সংক্রান্তি ২০২৪র তিথি)
( Dhanu sankranti 2024 Tithi: রবিবার কখন পড়ছে সংক্রান্তি? কতক্ষণ থাকবে! রইল ধনু সংক্রান্তি ২০২৪র তিথি)
মুলতুবি সোমবার পর্যন্ত
এদিকে, দুই ব্যক্তিত্বের মধ্যেই তুমুল উত্তেজনার মাঝে রাজ্যসভা মুলতুবি হয়। রাজ্যসভা সোমবার পর্যন্ত মুলতুবি করা হয়। ধনখড় বলেন,'দেশ ও সমাজের স্বার্থে সংসদকে সুষ্ঠুভাবে পরিচালনার অনুরোধ করছি। আমাদের এই হাউসে কাজ করা দরকার।' তিনি বলেন, তিনি অচলাবস্থা কাটাতে দুপুরে তাঁর চেম্বারে সাংসদদের আসতে বলেন। ধনখড় বলেন,তাঁর বিরুদ্ধে প্রস্তাব আনা তাঁদের (বিরোধীদের) সাংবিধানিক অধিকার, কিন্তু তাঁরা সাংবিধানিক বিধান থেকে বিচ্যুত হচ্ছেন। দিন দিন অভিযোগ উঠছে চেয়ারম্যানের বিরুদ্ধে। সদ্য, রাজ্যসভায় পক্ষপাতিত্বের অভিযোগ এনে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ডাক দেন বিরোধীরা। আর সেই ইস্যুতেই রাজ্যসভায় এদিন বাক বিতণ্ডা তুঙ্গে ওঠে।