বাংলা নিউজ > ঘরে বাইরে > Rajya Sabha: আদানি ইস্যুতে বিরোধীদের স্লোগানের মাঝেই ১৩ মার্চ পর্যন্ত রাজ্যসভা মুলতুবির ঘোষণা

Rajya Sabha: আদানি ইস্যুতে বিরোধীদের স্লোগানের মাঝেই ১৩ মার্চ পর্যন্ত রাজ্যসভা মুলতুবির ঘোষণা

রাজ্যসভা (ANI Photo/Sansad TV) (ANI)

১৩ ফেব্রুয়ারির অধিবেশনে মোট দু'বার করে রাজ্যসভার অধিবেশন মুলতুবি করা হয়। প্রথমে বেলা ১১.৫০ মিনিট পর্যন্ত অধিবেশন মুলতুবি হয়। পরে ১৩ মার্চ বেলা ১১ টা পর্যন্ত রাজ্যসভা মুলতুবি ঘোষণা করা হয়। এদিকে সংসদে আজ আদামি ইস্যুতে যৌথ সংসদীয় কমিটির ডাক দিয়ে সরব হয় বিরোধীরা। চলতে থাকে জোরদার স্লোগান।

আগামী ১৩ মার্চ বেলা ১১ টা  পর্যন্ত মূলতুবি হয়ে গেল রাজ্যসভার অধিবেশন। সোমবারই রাজ্যসভা মুলতুবি ঘোষণা করা হয় বেলা ১১.৫০ টা নাগাদ। সংসদে বাজেট অধিবেশনের পরবর্তী অংশ ১৩ মার্চের  বেলার ১১টার পর শুরু হবে। উল্লেখ্য, এদিন সংসদে কংগ্রেসের নেতৃত্বে বিরোধীরা আদানি ইস্যুতে স্লোগান দিতে থাকে। এর মাঝেই রাজ্যসভার মুলতুবি বার্তা জানানো হয়।

১৩ ফেব্রুয়ারির অধিবেশনে মোট দু'বার করে রাজ্যসভার অধিবেশন মুলতুবি করা হয়। প্রথমে বেলা ১১.৫০ মিনিট পর্যন্ত অধিবেশন মুলতুবি হয়। পরে ১৩ মার্চ বেলা ১১ টা পর্যন্ত রাজ্যসভা মুলতুবি ঘোষণা করা হয়। এদিকে সংসদে আজ আদামি ইস্যুতে যৌথ সংসদীয় কমিটির ডাক দিয়ে সরব হয় বিরোধীরা। চলতে থাকে জোরদার স্লোগান। এর আগে, একাধিক সদস্যের নোটিস খারিজ করেন চেয়ারম্যান। তারপরই বিরোধীরা সংসদে ক্ষোভে ফুঁসতে থাকেন। জোরদারভাবে ওঠে আদানিকে ঘিরে স্লোগান। বহু বিরোধী সাংসদের দাবি ছিল, যৌথ সংসদীয় কমিটিকে দিয়ে যেন আদানি ইস্যুতে ওঠা অভিযোগের তদন্ত করা হয়। কেন্দ্রকে কোণঠাসা করে একাধিক ইস্যুতে সরব হতে থাকেন রাজ্যসভায় বিরোধী সাংসদরা। বারবার সাংসদদের শান্ত হয়ে বসার আবেদন করেন চেয়ারম্যান। তবে তাতেও পরিস্থিতি স্বাভাবিকের দিকে যায়নি। ওরপরই ক্ষোভে ফেটে পড়েন সাংসদরা। (শুরু হয়ে গেল মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বিতরণ, গুরুত্বপূর্ণ তথ্য একনজরে)

এদিকে, সদ্য রাজ্য়সভার রেকর্ড থেকে বাতিল হয় কংগ্রেসের সভাপতি সাংসদ মল্লিকার্জুন খার্গের বক্তব্যের একাংশ। তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন তিনি। রাজ্যসভায় এই নিয়ে শুরু হয় হইচই। কংগ্রেসের সাংসদ রজনী পাতিলের সাসপেনশন নিয়েও চলে আলোচনা। তাঁর বক্তব্যের উত্তরে চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেন, ‘আপনি সব সময়ই এমন এক চেয়ারকে ঘিরে প্রশ্ন তোলেন, যে চেয়ার কঠিন চাপের মধ্যে সিদ্ধান্ত নেয়। ’ এরপরই সেখানে উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, ‘এটা সংসদের অপমান…’ তিনি দাবি তোলেন যাতে সভা মুলতুবি করা হয়। এর পরবর্তীতে ঘটনা পরম্পরার জেরে মুলতুবি হয় রাজ্যসভা। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

(বিস্তারিত আসছে)   

 

 

 

 

 

 

বন্ধ করুন