বাংলা নিউজ > ঘরে বাইরে > জাতীয় পতাকা সরাইনি, লাল কেল্লায় প্রতীকী প্রতিবাদ করেছি, সাফাই দীপ সিধুর

জাতীয় পতাকা সরাইনি, লাল কেল্লায় প্রতীকী প্রতিবাদ করেছি, সাফাই দীপ সিধুর

অভিনেতা দীপ সিধু-ফাইল ছবি (PTI)

কৃষক সংগঠনগুলি ইতিমধ্যেই বলেছে তাদের সঙ্গে দীপ সিধুর কোনও সম্পর্ক নেই 

প্রজাতন্ত্র দিবসে বিশ্বের সামনে ভারতের ভাবমূর্তি কালিমালিপ্ত করে একদল কৃষক লাল কেল্লায় ঢুকে পড়ে। তারা শিখদের ধর্মীয় পতাকা নিশান সাহিব সেখানে উত্তোলন করে। দিল্লিতে ট্র্যাক্টর মিছিলে অশান্তির জেরে মৃত্যু হয়েছে এক চাষীর। আহত হয়েছেন ৮৩ পুলিশ। লালকেল্লা ঘটনায় যার ওপর অভিযোগের তীর উঠেছে, সেই অভিনেতা তথা সমাজকর্মী দীপ সিধু যদিও নিজেদের কাজের মধ্যে দোষ দেখছেন না। তার মতে লাল কেল্লায় নিশান সাহিব উত্তোলন নেহাতই প্রতীকী প্রতিবাদ ছিল। 

মঙ্গলবার বিকেলে ফেসবুকে একটি ভিডিওতে আত্মপক্ষ সমর্থন করে সিধু বলেন যে এটি পূর্বপরিকল্পিত ছিল না। তিনি বলেন যে চাষীরা যা করেছে সেটাকে কোনো সাম্প্রদায়িক রং দেওয়া উচিত নয়। এটি চরমপন্থীদের কাজ এমন ভাবেও দেখা উচিত নয়। তিনি বলেন প্রতীকী প্রতিবাদ হিসেবে নিশান সাহিব ও কৃষকদের পতাকা সেখানে উত্তোলন করা হয়। তারা কৃষকদের একতার স্লোগান দেন বলেন দীপ। 

প্রসঙ্গত, শিখদের অতি পবিত্র এই পতাকা সমস্ত গুরুদ্বারে দেখতে পাওয়া যায়। এই পতাকা দেশের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা দেয় বলে দাবি করেন দীপ সিধু। জাতীয় পতাকা যে সরানো হয়নি ও দেশের অখণ্ডতা ও ঐক্য নিয়ে যে কারো মনে কোনও সন্দেহ নেই, সেই দাবিও করেন চাপের মুখে থাকা কৃষক আন্দোলনকারী। 

তবে চাষীদের এই কাজ নিয়ে সমালোচনা করেছেন দলমত নির্বিশেষে নেতারা। শশী থারুর থেকে বিজেপির নেতারা, সবাই কৃষকদের তুলোধোনা করেন লাল কেল্লায় প্রবেস করার জন্য। তবে দীপ সিধু বলেন যে মানুষের দাবি শোনা হয়নি, তাই বিক্ষোভ ছড়িয়ে পড়ে কৃষকদের মধ্যে। প্রসঙ্গত গত লোকসভা ভোটের সময় সানি দিওলের হয়ে কাজ করেছিলেন দীপ সিধু। তবে পরে এই কৃষি আন্দোলনের সময় রাজনৈতিক ভাবে দুজনে দূরে সরে যান। যোগেন্দ্র যাদব বলেন যে দীপ সিধুকে তারা আগে থেকেই এই আন্দোলন থেকে দূরে সরিয়ে রেখেছেন। তাঁর কার্যকলাপ দেখেই এই সিদ্ধান্ত বলে জানান যোগেন্দ্র। সংযুক্ত কিষান মোর্চাও বলেছে যে যারা হিংসায় লিপ্ত হয়েছিল তাদের সঙ্গে কোনও যোগ নেই কৃষকদের। শান্তিপূর্ণ বিক্ষোভের ভিতর সমাজবিরোধীরা প্রবেশ করে গিয়েছে বলে কৃষক সংগঠনদের দাবি। 

তবে দীপ সিধু কিন্তু সেটা মানছেন না। তাঁর মতে একজনের পক্ষে এতটা সংগঠিত করা সম্ভব নয়। গত কিছু মাস ধরে যা চলছে, তারই বহিঃপ্রকাশ এটা বলে তাঁর দাবি। তবে বিক্ষোভকারীরা হিংসা করার জন্য দিল্লিতে যায়নি বলে তিনি জানান। শান্তিপূর্ণ প্রতিবাদ চলছিল বলে তিনি জানান। 

বাস্তব যদিও বেশ কিছুটা অন্য। প্রত্যক্ষদর্শীদের বয়ান ও ভিডিও ফুটেজ থেকে দেখা গিয়েছে যে ট্র্যাক্টর দিয়ে বিভিন্ন জায়গায় ব্যারিয়ার ভেঙে চাষীরা বিভিন্ন জায়গা দিয়ে দিল্লিতে প্রবেশ করে। হাতে লাঠি-সোঁটা নিয়ে পুলিশকে ক্রমশ দিশেহারা করে লাল কেল্লাতে চড়াও হয় একদল বিক্ষোভকারীরা। রীতিমত সেখানে হুলুস্থুল কাণ্ড করার পর লাল কেল্লা ছাড়ে তারা। আহত হয় ৮৩ পুলিশ। যারা আইন নিজেদের হাতে নিয়েছে, তাদের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। 

 

ঘরে বাইরে খবর

Latest News

শুক্রবার থেকে ৩ দিন ব্যাঙ্ক বন্ধ বহু জায়গায় !ভোটের দিন কোথায় কোথায় খোলা থাকবে না নিজের সম্পত্তি বাঁচাতে রাজীব গান্ধী তুলে দিয়েছিলেন উত্তরাধিকার আইন- মোদী হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বিসমাহ মারুফ বেআইনি নির্মাণ কিনা ফ্ল্যাট কেনার আগেই জানতে পারবেন ক্রেতারা, চালু হচ্ছে পোর্টাল তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু নরেন্দ্র মোদীর মন্তব্যের প্রতিবাদ করার ‘শাস্তি’, সংখ্যালঘু নেতাকে বহিষ্কার BJP-র 'আমরা কোথাও যাচ্ছি না'- বাইডেনকে চ্যালেঞ্জ ছুঁড়ে আমেরিকায় টিকটক টেকানোর বার্তা শেষ মুহূর্তে ফোন করেছিলেন ঋষি! ফোন তুলতে পারেননি, সেই আক্ষেপ আজও রয়েছে ঋদ্ধিমার Sri Lanka Women বনাম Thailand Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? সন্তান কোলে অরিজিৎকে বিয়ে কোয়েলের; রূপরেখা নন, কে ছিলেন গায়কের প্রথম স্ত্রী?

Latest IPL News

তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু IPL 2024-‘আমি গিরগিটি নই’, হঠাৎ কেন একথা বললেন আক্রম? ফাঁস করলেন গৌতির কুসংস্কার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.