বাংলা নিউজ > ঘরে বাইরে > Khushbu Sundar Viral Tweet: মোদী পদবী মন্তব্যে রাহুলকে ঘিরে পারদ চড়তেই খুশবুর পুরনো টুইট ভাইরাল! কেন জানেন?

Khushbu Sundar Viral Tweet: মোদী পদবী মন্তব্যে রাহুলকে ঘিরে পারদ চড়তেই খুশবুর পুরনো টুইট ভাইরাল! কেন জানেন?

খুশবু সুন্দরের পুরনো পোস্ট ভাইরাল।

দক্ষিণী অভিনেত্রী তথা নেত্রী খুশবু সুন্দর এককালে ছিলেন কংগ্রেসে। পরে দল পরিবর্তন করে তিনি বিজেপিতে যোগ দেন। এদিকে, বর্তমানে বিজেপির সদস্য হলেও কংগ্রেসে থাকাকালীন খুশবু মোদীকে কটাক্ষ করে একটি টুইট করেন। উল্লেখ্য, ওই টুইট ২০১৮ সালের। সেই সময় খুশবু ছিলেন কংগ্রেসের সদস্য। 

‘মোদী’ পদবী নিয়ে এক মন্তব্যের জেরে দায়ের হওয়া ফৌজদারি মানহানি মামলায় রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করেছে মোদীগড় গুজরাটের সুরাট কোর্ট। ২০১৯ সালের সেই মামলায় ২ বছরের কারাদণ্ডের সাজা প্রাপ্ত রাহুল গান্ধী সদ্য সাংসদ পদ খুইয়েছেন। আপাতত তিনি রয়েছেন ১ মাসের জামিনে। এদিকে, মোদী পদবী ঘিরে মন্তব্যে যখন রাহুলের সাংসদ পদ খারিজ হয়েছে, তখন বিজেপির খুশবু সুন্দরের পুরনো একটি টুইটকে সামনে রেখে মানহানির মামলা নিয়ে পাল্টা বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে কংগ্রেস। উল্লেখ্য, খুশবুর সেই পুরনো টুইটও ছিল মোদীকে কটাক্ষ করে।

উল্লেখ্য, দক্ষিণী অভিনেত্রী তথা নেত্রী খুশবু সুন্দর এককালে ছিলেন কংগ্রেসে। পরে দল পরিবর্তন করে তিনি বিজেপিতে যোগ দেন। এদিকে, বর্তমানে বিজেপির সদস্য হলেও কংগ্রেসে থাকাকালীন খুশবু মোদীকে কটাক্ষ করে একটি টুইট করেন। সেখানে একটি লাইনে মোদী পদবী নিয়ে ব্যাপক কটাক্ষ বাণ দাগতে দেখা যায় খুশবুকে। উল্লেখ্য, ওই টুইট ২০১৮ সালের। সেই সময় খুশবু ছিলেন কংগ্রেসের সদস্য। আর সেই টুইটকে সামনে রেখে কংগ্রেসের বর্ষীয়ান নেতা দিগ্বিজয় সিংয়ের পাল্টা প্রশ্ন,' মোদী জি আপনি কি খুশবু সুন্দরের বিরুদ্ধেও মানহানির মামলা করছেন আপনার কোনও শিষ্যের দ্বারা? এখন তো উনি বিজেপিরও সদস্য। দেখা যাক। ধন্যবাদ।' (রাহুলের আগে দেশের এই হেভিওয়েট বিধায়ক, সাংসদদের পদও খারিজ হয়েছে! তালিকা একনজরে)

প্রসঙ্গত, রাহুল গান্ধীর বিরিদ্ধে ওঠা সুরাট কোর্টে ওই মামলা চলাকালীন রাহুলের পক্ষের আইনজীবী ক্ষমা চাননি রাহুলের হয়ে। তিনি জানান, অনিচ্ছাকৃতভাবে ওই মন্তব্য করা হয়েছে। কাউকে আঘাত করতে এটি করা হয়নি। উল্লেখ্য, যিনি রাহুলের বিরুদ্ধে মানহানির মামলাটি দায়ের করেন তিনি পূর্ণেশ মোদী। এদিকে, মোদী পদবী নিয়ে একই রকমের মানহানির মামলা পাটনা কোর্টে দায়ের করেন বিজেপির নেতা তথা বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী। এদিকে, গোটা ইস্যুতে রাহুলকে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। বিজেপি বলছে, ‘কিছুদিন আগেই রাহুল বলেছিলেন তিনি দুর্ভাগ্যজনকভাবে একজন সাংসদ। আর এই কথাই সত্যি হল।’

 

 

 

 

 

 

পরবর্তী খবর

Latest News

‘তৃণমূলের পা ধর, মমতার পা ধর, ১টা বডি লোপাট করে শান্তি হয়নি?’, রোষের মুখে পুলিশ বোলাররা রাজত্ব করবে নাকি রানের ঝড় উঠবে? কেমন হচ্ছে পিচ? কী বললেন তৌহিদ হৃদয়? দ্রুত স্থায়ী সরকার গড়তে ইউনুসের 'রোড ম্যাপ' কী? তা জানাতে বললেন বিএনপি নেতা হার্দিককে ডিভোর্স দিতে না দিতেই সুখবর ভাগ নাতাশার! কোন কাজ দিয়ে কামব্যাক করছেন? 'চড় মারতে ইচ্ছে করছে...' হঠাৎ ক্ষেপে গেলেন কেন নুসরত? কী হল পুজোর আগে? 'বহুরূপী'তে ধরা দেবেন ‘পরী’ হয়ে, তার আগে ক্যাটরিনার সঙ্গে কী করছেন ঋতাভরী? 'অল্প বাজেটের পুজো, পাড়ার ছেলে হিসেবে …', উৎসবে ফেরা নিয়ে সাফাই সনাতন দিন্দার পুলিশের ব্যর্থতারই ফসল জয়নগরর ঘটনা? কী বললেন আরজি করের নির্যাতিতার বাবা-মা? বাংলার ইতিহাস নিয়ে ছবি, এদিকে নাম দিল্লি ফাইলস! কেন? কারণ প্রকাশ্যে আনলেন বিবেক সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা! চোটের কারণে ছিটকে গেলেন শিবম দুবে, টিমে MI-এর তরুণ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.