বাংলা নিউজ > ঘরে বাইরে > Amit Shah on OBC: ‘এখন ওঁকে কে বোঝাবে…’, সরকারে ওবিসি আমলাদের সংখ্যা নিয়ে রাহুলের মন্তব্যে পাল্টা শক্তিশেল শাহের

Amit Shah on OBC: ‘এখন ওঁকে কে বোঝাবে…’, সরকারে ওবিসি আমলাদের সংখ্যা নিয়ে রাহুলের মন্তব্যে পাল্টা শক্তিশেল শাহের

অমিত শাহ  (ANI Photo/Sansad TV) (ANI)

দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেরলের ওয়েনাদের সাংসদ রাহুলকে বলেন, ‘ আপনি ওবিসি নিয়ে কথা বলছেন, আর বিজেপি সরকার দেশকে প্রধানমন্ত্রী দিয়েছে ওবিসি শ্রেণি থেকে।’

সংসদের লোকসভায় পাশ হয়েছে মহিলা সংরক্ষণ বিল। মহিলা সংরক্ষণ বিলে সমর্থনের বার্তা সোনিয়ারা জানালেও, সোনিয়া পুত্র রাহুল সংসদে ঝড় তুলে এই বিল নিয়ে সরকারের সমালোচনায় একাধিক তোপ দাগেন। তিনি দাবি তোলেন মহিলা সংরক্ষণ বিলের আওতায় অনগ্রসর শ্রেণি বা ওবিসি সংরক্ষণের বন্দোবস্তও করা প্রয়োজন। ওবিসি ইস্যুতে রাহুল প্রশ্ন তোলেন, সরকারে থাকা ওবিসি শ্রেণি ভূক্ত সচিবদের সংখ্যা নিয়ে। রাহুলের সেই কটাক্ষের জবাবে পরে সংসদে বক্তব্য রাখতে উঠে অমিত শাহ বলেন, ‘সরকার দেশ চালায়, সচিবরা নন।’

এর আগে, সংসদে রাহুল গান্ধী বলেছিলেন, ‘ আমি জিজ্ঞাসা করেছিলাম যে, কতজন সচিব ওবিসি শ্রেণি থেকে রয়েছেন সরকারে? উত্তরটা শুনে চমকে উঠেছিলাম। মাত্র ৩ জন রয়েছেন ওবিসি শ্রেণি থেকে আর তাঁরা ভারতের মাত্র ৫ শতাংশ বাজেট নিয়ন্ত্রণ করেন।’ এর আগে রাহুলের ‘ডারো মত’ মন্তব্য নিয়ে ব্যাপক ঝড় ওঠে সংসদে। ওই শব্দ শেষে রাহুলকে ব্যবহার করতে বারণ করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এদিকে, মহিলা সংরক্ষণ বিল নিয়ে রাহুল আক্রমণ শানাতে থাকেন। তিনি বলেন,'এই আলোচনা মহিলাদের নিয়ে যাঁরাএকটি গোষ্ঠীভূক্ত মানুষ, আর ওবিসিরা হলেন দেশের আরও একটি গোষ্ঠী। ওবিসিদের সংখ্যাটা বিশাল বড়, যাঁরা দেশের ৫ শতাংশ বাজেটকে নিয়ন্ত্রণ করেন, এটা তাঁদের জন্য অপমানের, এটা কাছে লজ্জার।' এদিকে, রাহুলকে ধারালো জবাব দিতে পিছপা হননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ বলেন, ‘আমার এক সতীর্থ (রাহুল গান্ধী) বলছিলেন, যাঁরা দেশ চালান তাঁদের মধ্যে ৩ জন ওবিসি শ্রেণি থেকে রয়েছেন, এখন তাঁকে কে বোঝাবেন যে, দেশের সরকার দেশ চালায়। সচিবরা নন।’ অমিত শাহ বলেন, সংবিধান অনুযায়ী, দেশের সমস্ত নীতি নির্ধারিত হয় মন্ত্রিসভা দ্বারা, সংসদ দ্বারা। 

( Viral Brain Teaser: ৫ সেকেন্ডে বলুন দেখি এই অঙ্কের চ্য়ালেঞ্জের সঠিক উত্তর কী হবে? রইল ভাইরাল ব্রেন টিজার)

আক্রমণের মাত্রা আরও তেজ করে অমিত শাহ বলতে থাকেন, ‘ আপনি এখানে ছিলেন না শোনার জন্য (অমিত শাহের ভাষণ শোনার জন্য), তবে আপনাকে বলতে চাই যে, আমাদের দলের ২৯ শতাংশ সাংসদ ওবিসি। আপনি যদি তুলনা করতে চান, আমাদের কাছে আসুন।’ এরপরও তোপ দাগেন অমিত শাহ। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কেরলের ওয়েনাদের সাংসদ রাহুলকে বলেন, ‘ আপনি ওবিসি নিয়ে কথা বলছেন, আর বিজেপি সরকার দেশকে প্রধানমন্ত্রী দিয়েছে ওবিসি শ্রেণি থেকে।’   

 

 

 

 

 

 

 

 

 

পরবর্তী খবর

Latest News

‘ডাক্তাররাই আমাদের হিরো…’, কান্না পাচ্ছে সৌরভের, ফিল্ম ইন্ডাস্ট্রিকে খোঁচা রানার ডেভিস কাপে চাপে ভারত! প্রথম দিনেই জোড়া ম্যাচে হার বালাজি-রামকুমারের! ‘সন্দীপের গ্রেফতারির খবর পাওয়ায় হয়তো আমাদের সঙ্গে মিটিংয়ের সাহস হয়নি’ ‘‌ধরা যাক কলতান দার কথোপকথন সত্যি’‌, এবার বিস্ফোরক পোস্ট করলেন দীপ্সিতা সচিন-সৌরভ BCCI-কে বলুক দল পাঠাতে! চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আবেদন মঈন খানের… লাকের গল্প চুরি করে তৈরি ‘স্কুইড গেম', পরিচালকের অভিযোগের জবাব নেটফ্লিক্সের টাইগার বধে মুখিয়ে ভারত, চেন্নাইয়ে জোরকদমে চলছে প্রস্তুতি, ভিডিয়ো প্রকাশ্যে প্রথম শ্রেণির খেলায় পয়লা ফাইফার, হঠাৎ প্রচারের আলো অংশুল কম্বোজের ওপর আনোয়ার মামলা শুনানির সময় গাড়ি চালাচ্ছেন ডেপুটি চেয়ারম্যান! মঙ্গলবারই সিদ্ধান্ত? প্রতিষ্ঠাতার থেকেও ধনী ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা, কে তিনি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.