সংসদের লোকসভায় পাশ হয়েছে মহিলা সংরক্ষণ বিল। মহিলা সংরক্ষণ বিলে সমর্থনের বার্তা সোনিয়ারা জানালেও, সোনিয়া পুত্র রাহুল সংসদে ঝড় তুলে এই বিল নিয়ে সরকারের সমালোচনায় একাধিক তোপ দাগেন। তিনি দাবি তোলেন মহিলা সংরক্ষণ বিলের আওতায় অনগ্রসর শ্রেণি বা ওবিসি সংরক্ষণের বন্দোবস্তও করা প্রয়োজন। ওবিসি ইস্যুতে রাহুল প্রশ্ন তোলেন, সরকারে থাকা ওবিসি শ্রেণি ভূক্ত সচিবদের সংখ্যা নিয়ে। রাহুলের সেই কটাক্ষের জবাবে পরে সংসদে বক্তব্য রাখতে উঠে অমিত শাহ বলেন, ‘সরকার দেশ চালায়, সচিবরা নন।’
এর আগে, সংসদে রাহুল গান্ধী বলেছিলেন, ‘ আমি জিজ্ঞাসা করেছিলাম যে, কতজন সচিব ওবিসি শ্রেণি থেকে রয়েছেন সরকারে? উত্তরটা শুনে চমকে উঠেছিলাম। মাত্র ৩ জন রয়েছেন ওবিসি শ্রেণি থেকে আর তাঁরা ভারতের মাত্র ৫ শতাংশ বাজেট নিয়ন্ত্রণ করেন।’ এর আগে রাহুলের ‘ডারো মত’ মন্তব্য নিয়ে ব্যাপক ঝড় ওঠে সংসদে। ওই শব্দ শেষে রাহুলকে ব্যবহার করতে বারণ করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এদিকে, মহিলা সংরক্ষণ বিল নিয়ে রাহুল আক্রমণ শানাতে থাকেন। তিনি বলেন,'এই আলোচনা মহিলাদের নিয়ে যাঁরাএকটি গোষ্ঠীভূক্ত মানুষ, আর ওবিসিরা হলেন দেশের আরও একটি গোষ্ঠী। ওবিসিদের সংখ্যাটা বিশাল বড়, যাঁরা দেশের ৫ শতাংশ বাজেটকে নিয়ন্ত্রণ করেন, এটা তাঁদের জন্য অপমানের, এটা কাছে লজ্জার।' এদিকে, রাহুলকে ধারালো জবাব দিতে পিছপা হননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ বলেন, ‘আমার এক সতীর্থ (রাহুল গান্ধী) বলছিলেন, যাঁরা দেশ চালান তাঁদের মধ্যে ৩ জন ওবিসি শ্রেণি থেকে রয়েছেন, এখন তাঁকে কে বোঝাবেন যে, দেশের সরকার দেশ চালায়। সচিবরা নন।’ অমিত শাহ বলেন, সংবিধান অনুযায়ী, দেশের সমস্ত নীতি নির্ধারিত হয় মন্ত্রিসভা দ্বারা, সংসদ দ্বারা।
আক্রমণের মাত্রা আরও তেজ করে অমিত শাহ বলতে থাকেন, ‘ আপনি এখানে ছিলেন না শোনার জন্য (অমিত শাহের ভাষণ শোনার জন্য), তবে আপনাকে বলতে চাই যে, আমাদের দলের ২৯ শতাংশ সাংসদ ওবিসি। আপনি যদি তুলনা করতে চান, আমাদের কাছে আসুন।’ এরপরও তোপ দাগেন অমিত শাহ। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কেরলের ওয়েনাদের সাংসদ রাহুলকে বলেন, ‘ আপনি ওবিসি নিয়ে কথা বলছেন, আর বিজেপি সরকার দেশকে প্রধানমন্ত্রী দিয়েছে ওবিসি শ্রেণি থেকে।’