বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘তদন্ত চলছে’, সংসদে দাঁড়িয়ে ওয়াইসিকে Z ক্যাটাগরির নিরাপত্তা গ্রহণের আর্জি শাহের

‘তদন্ত চলছে’, সংসদে দাঁড়িয়ে ওয়াইসিকে Z ক্যাটাগরির নিরাপত্তা গ্রহণের আর্জি শাহের

অমিত শাহ (ছবি সৌজন্যে পিটিআই) (PTI)

সংসদে অমিত শাহ এদিন জানান যে ওয়াইসিকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হলেও তা তিনি গ্রহণ করেননি।

এআইএমআইএম নেতা তথা হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসির উপর হামলার প্রেক্ষিতে এদিন রাজ্যসভায় বিবৃতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংসদে অমিত শাহ এদিন জানান যে ওয়াইসিকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হলেও তা তিনি গ্রহণ করেননি। পাশাপাশি এদিন ওয়াইসিকে ফের একবার নিরাপত্তা গ্রহণের আর্জি জানালেন শাহ। সংসদে এদিন শাহ বলেন, ‘কেন্দ্র তাঁকে নিরাপত্তা প্রদানের নির্দেশ দিয়েছে কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছেন। তাই দিল্লি পুলিশ এবং তেলাঙ্গানা পুলিশ তাঁকে নিরাপত্তা দিতে পারেনি। দিল্লিতে তাঁকে বুলেট প্রুফ গাড়ি এবং নিরাপত্তা দেওয়া হয়েছিল। আমি তাঁকে অনুরোধ করতে চাই, যাতে দয়া করে তিনি নিরাপত্তা গ্রহণ করেন।’ পাশাপাশি তিনি জানান, ওয়াইসির উপর হামলার ঘটনার তদন্ত চলছে।

অমিত শাহ সংসদে এদিন আরও বলেন, ‘এই ধরনের আক্রমণ সম্পর্কে কোনও লিড বা টিপ-অফ ছিল না। ঘটনাস্থল পরিদর্শন করে দুই জনকে আটক করা হয় এবং একটি গাড়ি ও দুটি পিস্তল উদ্ধার করে পুলিশ। ফরেনসিক দল ঘটনাটি তদন্ত শুরু করছে এবং উত্তরপ্রদেশ পুলিশ ধৃত দুই জনকে জিজ্ঞাসাবাদ করছে।’

এদিকে ওয়াইসিকে খুনের চেষ্টার অভিযোগে ধৃত দুই ব্যক্তি হলেন সচিন এবং শুভম। তারা যথাক্রমে গৌতম বুদ্ধ নগর এবং সাহারানপুরের বাসিন্দা। পুলিশ জানিয়েছে যে হামলাকারীদের কাছ থেকে দু’টি পিস্তল বাজেয়াপ্ত করা হয়েছে এবং এই ঘটনায় ব্যবহৃত একটি মারুতি অল্টো গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে।

এর আগে শুক্রবার সংসদে ওয়াইসি বলেছিলেন, ‘আমি মরতে ভয় পাই না তবে আমি সরকারের কাছে আবেদন করতে চাই যে যা বলা হয়েছে (হরিদ্বার এবং প্রয়াগরাজে) তা তারা খতিয়ে দেখুক। আমি জেড নিরাপত্তা চাই না, আমি স্বাধীনতা নিয়ে বাঁচতে চাই। এবং আটকে থাকা জীবন নয়, আমি একজন এ ক্যাটাগরির নাগরিক হতে চাই।’

বন্ধ করুন