বাংলা নিউজ > ঘরে বাইরে > সুস্থ হয়ে মন্ত্রিসভার বৈঠকে হাজির শাহ, প্রণববাবুর প্রয়াণে করলেন শোকপ্রকাশ

সুস্থ হয়ে মন্ত্রিসভার বৈঠকে হাজির শাহ, প্রণববাবুর প্রয়াণে করলেন শোকপ্রকাশ

ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে শাহ (ছবি সৌজন্য টুইটার @AmitShah)

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা।

করোনাভাইরাস পরবর্তী অসুস্থতার জেরে হাসপাতালে ভরতি ছিলেন। সুস্থ হয়ে সোমবার বাড়ি ফেরেন। পরদিন বাড়ি থেকেই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

মঙ্গলবার দুপুরে একটি টুইটবার্তায় শাহ বলেন, 'ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়জি'র প্রয়াণে গভীরভাবে শোকপ্রকাশের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপস্থিতিতে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে যোগ দিয়েছিলাম।' কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, মঙ্গলবারের বৈঠকে প্রণববাবুর স্মরণে দু'মিনিট নীরবতা পালন করেন মন্ত্রিসভার সদস্যরা।

তার আগে, গত ২ অগস্ট একটি টুইটবার্তায় শাহ জানিয়েছিলেন, ‘করোনার উপসর্গ দেখা দেওয়ার পর আমি করোনা টেস্ট করিয়েছিলাম। রিপোর্ট পজিটিভ এসেছে। আমার শরীর ঠিক আছে। তা সত্ত্বেও চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভরতি হচ্ছি। গত কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁরা দয়া করে নিজেদের আইসোলেশনে রেখে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিন।’

মাঝে একদিন শাহরে করোনা মুক্তির খবর দিয়েছিলেন দিল্লি বিজেপির প্রাক্তন সভাপতি মনোজ তিওয়ারি। পরে সেই টুইট ডিলিট করে দিয়েছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফেও জানানো হয়েছিল, শাহের আরও করোনা পরীক্ষাই হয়নি। পরে স্বাধীনতা দিবসের আগেরদিন গুরুগ্রামের বেসরকারি হাসপাতাল থেকে তাঁকে ছাড়া হয়েছিল। তবে চিকিৎসকরা তাঁকে বাড়িতেই নিভৃতবাসে থাকার পরামর্শ দিয়েছিলেন।

করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর এক সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ১৭ অগস্ট রাতে শাহকে দিল্লির এইমসে ভরতি করা হয়েছিল। পরদিন সকালে হাসপাতালের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছিল, গত তিন-চারদিন ধরে ক্লান্তি বোধ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। গায়ে ব্যথাও হচ্ছে। তবে তিনি করোনায় আক্রান্ত হননি। করোনা পরবর্তী চিকিৎসার জন্য এইমসে ভরতি করা হয়েছে। শারীরিক অবস্থাও স্থিতিশীল রয়েছে। শাহ হাসপাতাল থেকেই কাজ করবেন বলেও জানানো হয়েছিল। এইমসের অধিকর্তা রণদীপ গুলেরিয়ার নেতৃত্বাধীন চিকিৎসকদের একটি দল শাহের শারীরিক অবস্থার উপর পর্যবেক্ষণ রেখেছিলেন। অবশেষে সোমবার তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন।

পরবর্তী খবর

Latest News

'বহুরূপী'তে ধরা দেবেন ‘পরী’ হয়ে, তার আগে ক্যাটরিনার সঙ্গে কী করছেন ঋতাভরী? 'অল্প বাজেটের পুজো, পাড়ার ছেলে হিসেবে …', উৎসবে ফেরা নিয়ে সাফাই সনাতন দিন্দার পুলিশের ব্যর্থতারই ফসল জয়নগরর ঘটনা? কী বললেন আরজি করের নির্যাতিতার বাবা-মা? বাংলার ইতিহাস নিয়ে ছবি, এদিকে নাম দিল্লি ফাইলস! কেন? কারণ প্রকাশ্যে আনলেন বিবেক সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা! চোটের কারণে ছিটকে গেলেন শিবম দুবে, টিমে MI-এর তরুণ 'শ্যুট অ্যাট সাইট করো', জয়নগরের বালিকার ধর্ষণ-হত্যা ঘটনায় বিধান দেবের আরজি কর কাণ্ডের পর বিনীত গোয়েলের ‘কনফিডেন্স’ জয়নগর কাণ্ডে বারুইপুরের SPর মুখে উৎসবে নয় বিক্ষোভে থাকতে আমরণ অনশনে বসছেন ৬ ডাক্তার, থাকবেন না আরজি করের কেউ সুকন্যা, অনুব্রতর পর গরুপাচার মামলায় এবার জামিন হল সায়গল হোসেনের শ্রীলঙ্কা সফরের জন্য উইন্ডিজের ODI ও T20I দল ঘোষণা, টিমে নেই এই চার সুপারস্টার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.