বাংলা নিউজ > ঘরে বাইরে > Amit Shah on Policing in India: আধিপত্য প্রতিষ্ঠা করেছি আমরা, ভারতকে আর কেউ উপেক্ষা করতে পারবে না: অমিত শাহ

Amit Shah on Policing in India: আধিপত্য প্রতিষ্ঠা করেছি আমরা, ভারতকে আর কেউ উপেক্ষা করতে পারবে না: অমিত শাহ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ  (PTI)

বিভিন্ন রাজ্যের ডিজিপি এবং আইজিপিদের তিন দিনের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিতে গিয়ে অমিত শাহ বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত এখন নিশ্চিতভাবে নিরাপদ, শক্তিশালী এবং ভালো অবস্থানে রয়েছে।'

ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলি তাদের আধিপত্য প্রতিষ্ঠা করতে সফল হয়েছে বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার এক অনুষ্ঠানে অমিত শাহ বলেন, 'ভারতকে কেউই আর কোনও ক্ষেত্রে উপেক্ষা করতে পারবে না। ভারতের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কেউ বাধা দিতে পারবে না।' বিভিন্ন রাজ্যের ডিজিপি এবং আইজিপিদের তিন দিনের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিতে গিয়ে অমিত শাহ বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত এখন নিশ্চিতভাবে নিরাপদ, শক্তিশালী এবং ভালো অবস্থানে রয়েছে।' (আরও পড়ুন: ফের গোয়াগামী রুশ বিমানে বোমাতঙ্ক, ঘুরিয়ে দেওয়া হল ২৪৭ যাত্রী বহনকারী উড়ানকে)

এদিকে পুলিশ কর্তাদের এই সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। অমিত শাহ এই নিয়ে বলেন, '২০১৪ সাল থেকেই প্রধানমন্ত্রী ডিজিপি সম্মেলনের ব্যাপারে গভীর আগ্রহ দেখিয়ে আসছেন। প্রধানমন্ত্রীদের প্রতীকী ভাবে উপস্থিত থাকেন না। বরং তিনি সম্মেলনের সমস্ত গুরুত্বপূর্ণ অধিবেশনে বসেন। প্রধানমন্ত্রী ধৈর্য সহকারে সমস্ত ইনপুট শোনেন। মুক্ত ও অনানুষ্ঠানিক আলোচনাকেও উৎসাহিত করেন তিনি। নতুন ধারণা যাতে উঠে আসতে পারে সেদিকে নজর দেন তিনি। এর ফলে দেশের শীর্ষ পুলিশ কর্মকর্তারা ঘরোয়া নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে প্রধানমন্ত্রীকে সরাসরি ব্রিফ করতে পারেন। এবং খোলামেলা ভাবে সুপারিশ দেওয়ার জন্য একটি অনুকূল পরিবেশ প্রদান করেন প্রধানমন্ত্রী।'

এদিকে সম্মেলনের প্রথম দিনে স্বরাষ্ট্রমন্ত্রী সেবার জন্য যোগ্য পুলিশকর্মীদের মেরিট মেডেল প্রদান করেন এবং দেশের শীর্ষ তিনটি থানাকেও ট্রফি দিয়ে ভূষিত করেন। সম্মেলনের সঙ্গে যুক্ত কর্তারা জানান, নেপাল এবং মায়ানমারের সাথে স্থল সীমান্তে নিরাপত্তা চ্যালেঞ্জ, ভারতে বসবাসকারী বিদেশিদের চিহ্নিত করার কৌশল এবং মাওবাদীদের শক্ত ঘাঁটি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার মতো বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে অধিবেশনে। স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, 'আগে আমাদের সিঙ্গেল ডাইমেনশনাল সমস্যা ছিল। কিন্তু এখন সমস্যাগুলো বহুমাত্রিক। তাদের মোকাবিলা করতে হলে যারা অপরাধ করে তাদের থেকে দুই ধাপ এগিয়ে থাকতে হবে। শহুরে এলাকায় আমাদের পুলিশিং পদ্ধতি দ্রুত পরিবর্তন করতে হবে। এমনকি পুলিশের সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রেও অনেক মনোযোগ দিতে হবে।'

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন