মহিলা সংরক্ষণ বিল কবে লাগু হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কারণ তাঁর মতে, এই বিল লাগু করার জন্য জনগণনা, খসড়া তালিকা প্রকাশ করা দরকার। তবে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, ২০২৯ সালে এই আইন বাস্তবায়িত করা হবে। তবে ২০২৪ সালের পরেই জনগণনা ও খসড়া তালিকা প্রকাশ করা হবে।
সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, এই বিলে কোনও সমস্যা থাকলে সেটাও মেটানো হবে। তিনি জানিয়েছেন পরের সরকার এই মহিলা সংরক্ষণ বিল নিয়ে কাজ করবে। লোকসভা ও বিধানসভায় যাতে এই বিল লাগু করা যায় তা নিয়ে পরের সরকার কাজ করবে।
এদিকে ওবিসি ইস্যুতে ইতিমধ্য়েই মুখ খুলতে শুরু করেছে কংগ্রেস। ওবিসিদের অধিকার রক্ষা করা হয়নি বলেও তাদের অভিযোগ। তবে পালটা এনিয়ে তোপ দেগেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর মতে, ওরা ওবিসিদের মধ্যে থেকে কাউকে প্রধানমন্ত্রী বানাননি। কিন্তু বর্তমানে বিজেপি যাঁকে প্রধানমন্ত্রী করেছেন তিনি ওবিসি সম্প্রদায়ভুক্ত।
এদিকে মহিলা সংরক্ষিত আসন নিয়েও মুখ খুলেছেন অমিত শাহ। অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এই কাজ করা হবে বলে তিনি মতামত দিয়েছেন। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন ওয়েনাড় ও হায়দরাবাদকে যদি মহিলা সংরক্ষিত করা হয় তখনই বিজেপির উপর দোষ চাপানো হবে। প্রসঙ্গত হায়দরাবাদ হল মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসির নির্বাচনী ক্ষেত্র আর ওয়েনাড় হল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নির্বাচনী ক্ষেত্র।
এই দুটি কেন্দ্র মহিলা সংরক্ষিত হলে স্বাভাবিকভাবে বিপাকে পড়তে হবে ওই দুই নেতাকে। তাঁদের তখন অন্য জায়গা থেকে দাঁড়াতে হবে। এনিয়েই এবার মুখ খুললেন অমিত শাহ।
তিনি জানিয়েছেন বিলের মধ্যে যদি কোনও সমস্যা থেকে থাকে তবে সেটা পরে ঠিকঠাক করা হবে। প্রয়োজনীয় সংশোধন করা যাবে।
অমিত শাহ ওবিসি প্রসঙ্গে বলেন, নির্বাচনী বক্তব্য রাখাটা ঠিক আছে। এনজিও একটা কিছু লিখে দিলে সেটা পাঠ করা যায়। কিন্তু ওবিসিরদের জন্য হৃদয় দিয়ে কোনও কাজ করাটাই হল আসল জিনিস।