বাংলা নিউজ > ঘরে বাইরে > National Database On Terrorism: 'সন্ত্রাস রুখতে জাতীয় ডেটাবেস তৈরির কাজ চলছে, লাভবান হবে গোটা দেশ', জানালেন শাহ

National Database On Terrorism: 'সন্ত্রাস রুখতে জাতীয় ডেটাবেস তৈরির কাজ চলছে, লাভবান হবে গোটা দেশ', জানালেন শাহ

ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির ১৩তম প্রতিষ্ঠা দিবসে বক্তব্য রাখেন অমিত শাহ (PTI)

National Database On Terrorism: ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির ১৩তম প্রতিষ্ঠা দিবসে অমিত শাহ জানান, বোমা বিস্ফোরণ, সন্ত্রাসের অর্থায়ন, জাল মুদ্রা, মাদকদ্রব্য, হাওয়ালা, অস্ত্র চোরাচালান এবং সন্ত্রাসবাদ সংক্রান্ত একটি জাতীয় ডেটাবেস তৈরি করার কাজ চলছে।

নীরজ চৌহান

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সম্পর্কিত সাতটি ক্ষেত্রে একটি জাতীয় ডেটাবেস তৈরির কাজ চলছে। বৃহস্পতিবার এমনটাই জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ জানান, বোমা বিস্ফোরণ, সন্ত্রাসের অর্থায়ন, জাল মুদ্রা, মাদকদ্রব্য, হাওয়ালা, অস্ত্র চোরাচালান এবং সন্ত্রাসবাদ সংক্রান্ত একটি জাতীয় ডেটাবেস তৈরি করা হচ্ছে। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির ১৩তম প্রতিষ্ঠা দিবসে অমিত শাহ বলেন, ‘এই ডেটাবেস শুধুমাত্র কেন্দ্রীয় সংস্থাগুলিকেই নয় রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পুলিশকেও সহায়তা করবে৷’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের উপর একটি ডেটাবেস থাকলে সন্ত্রাসবাদের অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত আরও দ্রুত করা যাবে এবং তাদের দোষী সাব্যস্ত করার ক্ষেত্রে তদন্তকারীদের কাজ অনেকটা সহজ হবে। এই কারণেই কেন্দ্রীয় সন্ত্রাসবিরোধী তদন্ত সংস্থা, (ন্যাশনাল ইন্টেলিজেন্স গ্রিড (NATGRID) এবং ইন্টেলিজেন্স ব্যুরো এই ডেটাবেস তৈরির কাজ করছে। অমিত শাহ বলেন, ‘যেকোন তথ্য যদি এটি সাইলোতে রক্ষণাবেক্ষণ করা হয়, তাহলে সেটি কোনও কাজে আসে না। তবে এটি যদি একে অপরের সাথে ভাগ করে নেওয়া হয় এবং সঠিকভাবে বিশ্লেষণ করা হয় তবে তা দেশের জন্য খুব সহায়ক হবে।’

২৬/১১ মুম্বই হামলার পর গঠিত হয়েছিল এনআইএ। এরপর থেকে বিগত ১৩ বছরে সংস্থার সাফল্যের হারের প্রশংসা করেন অমিত শাহ। বিগত ১৩ বছরে কেন্দ্রীয় সংস্থাটি চারশো মামলাযর তদন্ত করেছে এবং তার মধ্যে থেকে ৯৩টি মামলায় দোষীদের খুঁজে বের করেছে। এই ক’বছরে কমপক্ষে ৩৪৯টি মামলায় চার্জশিট দাখিল করেছে এনআইএ। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসে আর্থিক মদত দেওযার মামলার তদন্তের জন্যও এনআইএ-র প্রশংসা করেন শাহ।

বন্ধ করুন