উত্তরপ্রদেশে কার্যত পারদ চড়ছে বিধানসভা ভোট ঘিরে। ইতিমধ্যেই নির্বাচন কমিশন জানিয়েছে যে, যোগীরাজ্যে ভোট নির্দিষ্ট সময়ে সংগঠিত করার পক্ষে সায় দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। অন্যদিকে, বছর ঘুরলেই গোবলয়ের হাইভোল্টেজ এই নির্বাচন। তার আগে প্রচার ঝড় তুঙ্গে রয়েছে সমস্ত কয়টি দলের। আজ উত্তরপ্রদেশে দলীয় জনবিশ্বাস যাত্রায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির 'চাণক্য' অমিত শাহ। আর যোগী রাজ্যে পা রেখে তিনি বিরোধীদের নিশানা করতে ছাড়েননি।
এদিনের জনসভায় অমিত শাহ বলেন, 'আমাদের মা বোনেরা' এর আগে সমাজবাদী পার্টির সরকারের আমলে 'বাহুবলী'দের দ্বারা হেনস্থার শিকার হতেন। সেসময়ে 'জমি কেড়ে নেওয়া হয়েছে', এরপর সুর চড়িয়ে অমিত শাহ বলেন, 'কিন্তু বর্তমানে যোগী আদিত্যনাথের সরকার। বাহুবলীদের আর দেখা যাচ্ছে না। শুধুই বজরংবলী দেখা যাচ্ছে।' একই সঙ্গে কল্যাণ সিং সরকারের প্রশংসা করে তিনি বলেন, উত্তরপ্রদেশের এক উত্তাল পরিস্থিতিতে সরকার পরিচালনা কাকে বলে, তা দেখিয়েছিল কল্যাণ সিং সরকার। নির্বাচনী জনসভা থেকে জনতার উদ্দেশে বার্তা দিয়ে অমিত শাহ বলেন, 'আপনাদের কাছে রয়েছে দুটি অপশন। একটি হল সমাজের সর্বস্তরের উন্নয়ন। অন্যটি হল বিএসপি-এসপির বুয়া বাবুয়া।' সুর চড়া করে অমিত শাহ বলেন, 'এসপি যখন মসনদে এসেছে তখন একটি সম্প্রদায় এগিয়েছে, আর বিএসপি যখন এসেছে তখন আরেকটি। তবে বিজেপি সবকা সাথ, সবকা বিকাশ (সকলের সঙ্গে সকলের বিকাশ)-এ বিশ্বাসী।'
বৃহস্পতিবারের সভা থেকে অখিলেশ যাদবকে নিশানা করে অমিত শাহ বলেন, 'নির্বাচন এগিয়ে আসতেই অখিলেশ যাদবের কল্যাণ সিংকে মনে পড়ছে না। তাঁর জিন্নাহকে মনে পড়ছে।' রামজন্মভূমি প্রসঙ্গ তুলে অমিত শাহ বলেন, 'আদবানিজি রাম জন্মভূমির জন্য রথযাত্রা আয়োজন করেছিলেন, আর সমাজবাদী পার্টি তাতে গুলি মেরেছিল। লাঠির ব্যবহার করা হয়। আর আমাদের প্রধানমন্ত্রী মোদীজি রাম মন্দিরে ভূমিপুজো করেছেন।' এদিনের মঞ্চ থেকে জোরদার বার্তা দিয়ে অমিত শাহ সোচ্চার কণ্ঠে বলেন, 'বুয়া বাবুয়া (অখিলেশ -মায়াবতী) বা কংগ্রেস কেউই উত্তরপ্রদেশ থেকে বিজেপিকে সরাতে পারবে না।'