উৎপল পরাশর
কুকি উপজাতির বিক্ষোভ ঘিরে সদ্য জ্বলে ওঠে মণিপুর। তাঁদের প্রতিবাদ মিছিলে পুলিশি গুলি চালনার ঘটনায় গর্জে ওঠেন উপজাতির সদস্যরা। এরপর সদ্য গত সপ্তাহে মণিপুরের ১০ জন বিধায়ক একটি যৌথ বিবৃতিতে আলাদা প্রশাসনের দাবি জানান সেই সমস্ত জায়গাগুলির জন্য, যেখানে কুকি, মার, জোমি উপজাতিরা বসবাস করে। সেই ১০ জন বিধায়কের মধ্যে ৭ জন বিজেপি সমর্থক ছিলেন। এরপরই দিল্লি থেকে আসে বার্তা। অমিত শাহ মণিপুর নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের কাছে।
সোমবার মণিপুরের পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। অমিত শাহ সাফ জানান যে, উত্তর পূর্বের রাজ্যের অখণ্ডতা নিয়ে কোনও আপস করা হবে না। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের মুখোমুখি হন এন বীরেন সিং। ইম্ফলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমিত শাহের সঙ্গে কী আলোচনা হয়েছে তা জানান মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং। তিনি বলেন, ‘গতকাল আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করি ও মণিপুরের পরিস্থিতি সম্পর্কে জানাই। তিনি ঘটনাক্রম নিয়ে দুঃখিত এবং জানিয়েছেন, কেন্দ্রের অগ্রাধিকারে রয়েছে রাজ্যের স্বাভাবিক ছন্দে ফিরে যাওয়ার বিষয়টি।’ মণিপুরের মুখ্যমন্ত্রী বলেন, অমিত শাহ আশ্বস্ত করেছেন যে ‘ রাজ্যের (মণিপুরের) অখণ্ডতা নিয়ে কোনও আপোস হবে না।’
( ঠোঁটের কালচে দাগ তুলতে, পায়ের পাতা আকর্ষণীয় করতে চিনির এই ঘরোয়া উপায় দারুন কাজের)
( Rajasthan Election: কর্ণাটকের পর পাখির চোখ রাজস্থানে, কী কৌশল নিতে পারে বিজেপি, কংগ্রেস?)
বীরেন সিং জানান, মণিপুরে শান্তি ফিরিয়ে আনতে রাজ্য থেকে কেন্দ্রের কাছে ও কেন্দ্রের তরফে রাজ্যে বিভিন্ন প্রতিনিধি পাঠানো হবে। যাতে এই বিষয়ে আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত হয়। এছাড়াও জয়েন্ট মনিটারিং কমিটি পরিস্থিতির দিকে নজর রাখছে। এই কমিটিতে মণিপুরের পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী রয়েছে। কেউ অস্ত্র সঙ্গে নিয়ে ঘোরাফেরা করছে কি না, তা খতিয়ে দেখছে কমিটি। উল্লেখ্য, এর আগে, জমির অধিকার নিয়ে রাস্তায় বিক্ষোভে নামে কুকি উপজাতি। ওই মিছিলের পর সমাবেশ ছিল। সেই সমাবেশে পাথর বর্ষণের পরই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup