নির্দেশ এসেছিল অমিত শাহের দফতর থেকে। তারপরই মহারাষ্ট্রের অমরাবতীতে ৫৪ বছরের এক ব্যক্তির শিরোচ্ছেদের ঘটনায় তদন্তভার গ্রহণ করল এনআইএ। উল্লেখ্য, রাজস্থানের উদয়পুরের কাণ্ডের পর এবার মহারাষ্ট্রের অমরাবতীতে নুপূর শর্মার সমর্থনে সোশ্যাল মিডিয়া পোস্ট করার পর এক উমেশ কোলহা নামের এক ব্যক্তির শিরোচ্ছেদ করা হয়।
বিজেপির দাবি অমরাবতীর ঘটনার সঙ্গে জড়িত রয়েছে উদয়পুরের ঘটনা। উদয়পুরে কানহাইয়ালাল নামে যে ব্যক্তিকে হত্যা করা হয়েছে, তিনিও নুপূর শর্মার বক্তব্যের সমর্থনে পোস্ট করেন। তারপরই তাঁকে নৃশংসভাবে শিরোচ্ছেদ করে হত্যা করা হয়। এদিকে, অমরাবতীর ঘটনাতেও একই তথ্য উঠে আসছে। ইতিমধ্যেই অমরাবতীর ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম মদাস্সির আহমেদ, শাহরুখ পাঠান খান, শোয়েব খান, আবদুল তসলিম, আতিফ রশিদ। অমরাবতীতে ব্যক্তির শিরোচ্ছেদের সঙ্গে কি উদয়পুরকাণ্ডের যোগ রয়েছে? ময়দানে NIA
জানা গিয়েছে অমরাবতীর উমেশের মৃত্যুর সময় তাঁর সঙ্গে ২ টি ব্যাগ ছিল। আর সেই ব্যাগ, সঙ্গে থাকা মোবাইল, টাকা কোনওটাই নিয়ে যাওয়া হয়নি। শুধু শিরোচ্ছেদ করা দেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার হয়। এদিকে, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ধৃতদের একজন এলাকার রেইকে করে ঘটনার আগে। ধৃতদের মোবাইল ফোন ঘিরেও চলছে তল্লাশি।