বাংলা নিউজ > ঘরে বাইরে > Amritpal Singh is ISI Agent: খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিং আদতে ISI এজেন্ট, জানালেন গোয়েন্দা আধিকারিক

Amritpal Singh is ISI Agent: খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিং আদতে ISI এজেন্ট, জানালেন গোয়েন্দা আধিকারিক

খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিং আদতে ISI এজেন্ট, জানালেন গোয়েন্দা আধিকারিক (AFP)

এদিকে অমৃতপালের বাবার অভিযোগ, 'আমার ছেলে পঞ্জাবের যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার চেষ্টা করছিল। তরুণদের যদি মাদকের আসক্তি থেকে বাঁচানো যায়, তাহলে পঞ্জাবের অনেক উন্নতি হবে। পুলিশ অমৃতপালের পিছু নিচ্ছে কিন্তু মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে কিছুই করছে না। অমৃতপাল মাত্র কয়েক মাস আগে পঞ্জাবে এসেছে। সে আসার আগে যে সব অপরাধ হয়েছে, সেই বিষয়ে পুলিশ কী করছিল? তাকে গ্রেফতার করার জন্য রাজনৈতিক চাপ রয়েছে।'

'ওয়ারিস পাঞ্জাব দে' গোষ্ঠীর নেতা অমৃতপাল সিং একজন 'আইএসআই এজেন্ট'। পাকিস্তানি গুপ্তচর সংস্থা তাকে ভারতে নিয়ে এসেছে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন গড়ে তুলতে। দেশে সহিংসতা ছড়িয়ে দেওয়াই তার মূল উদ্দেশ্য। এমনই দাবি করলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। শনিবার অমৃতপালকে ধরার জন্য অভিযান শুরু করে পঞ্জাব পুলিশ। তার সহযোগীদের গ্রেফতার করতে সমর্থ হলেও অমৃতপাল নিজে নাটকীয় ভাবে পুলিশকে বোকা বানিয়ে পালিয়ে গিয়েছে। এদিকে এই ঘটনায় অমৃতপালের বাবার অভিযোগ, 'আমার ছেলে পঞ্জাবের যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার চেষ্টা করছিল। তরুণদের যদি মাদকের আসক্তি থেকে বাঁচানো যায়, তাহলে পঞ্জাবের অনেক উন্নতি হবে। পুলিশ অমৃতপালের পিছু নিচ্ছে কিন্তু মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে কিছুই করছে না। অমৃতপাল মাত্র কয়েক মাস আগে পঞ্জাবে এসেছে। সে আসার আগে যে সব অপরাধ হয়েছে, সেই বিষয়ে পুলিশ কী করছিল? তাকে গ্রেফতার করার জন্য রাজনৈতিক চাপ রয়েছে।' (আরও পড়ুন: ডিএ আন্দোলনের মাঝেই এবার সরকারি কর্মীদের নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী মমতার)

এদিকে গতকালকের অভিযানের পরই ঘিরে ফেলা হয়েছে 'ওয়ারিস পঞ্জাব দে'-র প্রধানের গ্রাম জাল্লুখেরায়। কোনও রকমের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অমৃতপাল সিংয়ের গ্রামে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। রিপোর্ট অনুযায়ী, আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে জাল্লুখেরা গ্রামে। পঞ্জাবের একাধিক জেলায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। রবিবার পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে রাজ্যের বহু জেলায়। এই আবহে নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা কর্তা হিন্দুস্তান টাইমসকে বলেন, 'অমৃতপাল সিং একজন অনাবাসী ভারতীয়। সে দুবাইতে ট্রাক ড্রাইভার হিসাবে কাজ করেছিল। সে একজন আইএসআই এজেন্ট। সংযুক্ত আরব আমিরাতে থাকার সময় সে পাকিস্তানি গুপ্তচর সংস্থা সংস্পর্শে এসেছিল। তাকে বলা হয়েছিল ধর্মের নামে নির্বোধ তরুণ শিখদের উদ্বুদ্ধ করতে। একটা বোঝাপড়া হয়েছিল যে আইএসআই টাকা খরচ করবে এবং খালিস্তানের নামে শিখদের উত্তেজিত করবে অমৃতপাল।'

আরও পড়ুন: হাওড়া থেকে চালু হবে আরও এক বন্দে ভারত, ৭৫০ কিমি দূরত্ব পার হবে মাত্র ৬ ঘণ্টায়

জানা গিয়েছে, জানা গিয়েছে, খালসা ওয়াহিরের অংশ হিসেবে অমৃতপালের একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল ভাতিন্ডার চৌকি গ্রামে। সেখানে যাওয়ার পথেই অমৃতপালকে গ্রেফতার করার প্রচেষ্টায় অভিযান চালায় পঞ্জাব পুলিশ। সেই সময় পুলিশের চোখে ধুলো দিয়ে বাইকে করে পালায় অমৃতপাল। তবে সেই অভিযানে অমৃতপালের ৭৮ জন অনুগামীকে গ্রেফতার করে পুলিশ। অমৃতপালের বিরুদ্ধে অভিযোগ, ফেব্রুয়ারি মাসে অমৃতপাল তাঁর সংগঠন 'ওয়ারিস পঞ্জাব দে'-র সদস্যদের নিয়ে অজনালা পুলিশ স্টেশনে সশস্ত্র আক্রমণ করেছে।

পরবর্তী খবর

Latest News

‘আমরা বিষপান করে লড়ে অপ্রিয় হচ্ছি, আর তুমি চৈতন্যদেব সাজছো,’দেবকে পাল্টা কুণাল শুধু সঠিক সিদ্ধান্তের জন্য নয়! ক্রিকেটারের খেলার উন্নতি জন্যেও DRS দরকারঃঅশ্বিন United Arab Emirates Women বনাম Zimbabwe Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? ‘‌বদ অভ্যাস আপনার, লক্ষ্মীলাভ পূর্ব রেলের’‌, স্টেশন পরিষ্কার রাখতে নয়া ট্যাগলাইন RG Kar কাণ্ডের প্রভাব ছবির ব্যবসায়, শাস্ত্রী-সন্তানের মুক্তির আগে মিঠুন বললেন… ‘আমি যাতে অভুক্ত না থাকি, তাই ও দুবেলা খেত না’! পদক জিতে স্ত্রীকে উৎসর্গ সেমার… কোন শিক্ষকদের স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে সরকার? জানালেন মোদী, দিলেন অনেক টিপসও ম্যাচে ৮ উইকেট মানবের! দলীপ ট্রফিতে KKR অধিনায়কের দলকে সহজেই হারাল রুতুরাজের দল… ১কোটির প্রশ্নের উত্তর দিতে গিয়ে স্টাম্পড, বাংলার বান্টিকে কী প্রশ্ন করেন অমিতাভ? জুয়ার টাকার বখরা নিয়ে ডোমকলে চলল গুলি, আহত হলেন ১ তৃণমূলকর্মী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.