বাংলা নিউজ > ঘরে বাইরে > তালিবানের 'নিষিদ্ধ' তেরঙ্গা উড়িয়ে জয় আফগানদের, নবি-রশিদদের কুর্নিশ সালেহর

তালিবানের 'নিষিদ্ধ' তেরঙ্গা উড়িয়ে জয় আফগানদের, নবি-রশিদদের কুর্নিশ সালেহর

শারজাহতে আফগান পতাকা উড়িয়ে জাতীয় দলের খেলা দেখছেন আফগানরা (ছবি এএনআই) (ANI)

জাতীয় দলের ক্রিকেটারদের কুর্নিশ জানালেন বিগত গণতান্ত্রিক আফগানিস্তান সরকারের উপরাষ্ট্রপতি আমরুল্লাহ সালেহ।

অগস্টে যখন এক এক করে আফগানিস্তানের শহর, অঞ্চল তালিবান দখলে যাচ্ছিল, তখন সেই সব এলাকা থেকে আফগান জাতীয় পতাকা নামিয়ে ফেলে তালিবানের সাদা পতাকা ওড়ানো হয়। পরবর্তীতে আফগান পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে রাস্তায় নেমে প্রাণ হারাতে হয় বহু আফগানকে। তবে সেই আফগান পতাকা উড়িয়েই বিশ্বমঞ্চে ক্রিকেট খেলতে নামেন নবি-রশিদরা। আর তাই জাতীয় দলের ক্রিকেটারদের কুর্নিশ জানালেন বিগত গণতান্ত্রিক আফগানিস্তান সরকারের উপরাষ্ট্রপতি আমরুল্লাহ সালেহ।

এদিন এক টুইটে আমরুল্লাহ লেখেন, 'আমি আমাদের ক্রিকেট বীরদের সাহস এবং আমাদের জাতীয় মূল্যবোধের প্রতি তাদের নিবেদনকে অভিনন্দন জানাই। তাঁরা জাতীয় সঙ্গীত গেয়েছেন এবং পাক মদদপুষ্ট তালিবান জঙ্গিদের অত্যাচারের বিরুদ্ধে অত্যন্ত স্পষ্টভাবে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করেন। তালিব শাসনের নিজস্ব কোনও কণ্ঠস্বর নেই। তাদের প্রধানমন্ত্রীরও কোনও সিভি বা কণ্ঠস্বরনেই।'

উল্লেখ্য, ১৯৯০-এর দশকে তালিবান শাসনকালে স্টেডিয়ামগুলি ব্যবহৃত হত গণহত্যার জন্য। তবে সময় বদলেছে। বিনোদোনের সব ক্ষেত্রকে 'হারাম' মনে করা তালিবানের মনে বিশেষ জায়গা করে নিয়েছে ক্রিকেট। তালিবান আফগানিস্তানের দখল নেওয়ার পর গতকাল বিশ্বকাপের মঞ্চে স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম বড় জয় পান নবি-রশিদরা। আর তাই আফগান জাতীয় দলের জয় উপভোগ করছে তালিবান।

আফগানিস্তানের পুরোনো পতাকা উড়িয়ে শারজার মাঠে অনেক আফগানকেই জাতীয় দলের সমর্থনে গলা ফাটাতে দেখা যায় গতরাতে। তবে তারপরও জাতীয় দলকে কুর্নিশ জানিয়ে টুইট করতে দেখা গিয়েছে তালিবান মুখপত্র জাবিহুল্লাহ মুজাহিদ, সুহেল শাহিনদের। মুজাহিদ টুইট করে লেখেন, 'দলকে অভিনন্দন এবং ভবিষ্যতে তাঁদের আরও সাফল্য কামনা করছি।' টুইট করে আফগান দলকে সমর্থন জানান আফগানিস্তানের বর্তমান ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির ছোট ভাই আনাস হাক্কানিও।

 

ঘরে বাইরে খবর

Latest News

ম্যালেরিয়ার ঝুঁকি বাড়ে এই কারণেই! বিশেষজ্ঞের পরামর্শ মতো এড়িয়ে চলুন এখন থেকেই লোকসভা ভোটের দ্বিতীয় দফার আসনগুলিতে ২০১৯-এর চেয়ে ভাল ফলের আশায় জেডিইউ 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু Sunrisers Hyderabad বনাম Royal Challengers Bengaluru ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? অগ্নিদগ্ধ হয়ে একসঙ্গে তিনজনের মৃত্যু হয়েছে, পাটনার হোটেলে বিধ্বংসী আগুনের জের মা হতে চান, মিলছে না পাত্র! প্রিয়াঙ্কার মতো ডিম্বাণু সংরক্ষণ করতে চান ম্রুনাল নিজেদের লাগেজ টেনে তুলতে হল লজ্ঝরে টেম্পোতে-নেপালে নেমে অবাক ক্যারিবিয়ান ব্রিগেড 'এখন তো শুধু মেরুকরণ,ধর্মীয় কাঠামো তৈরির জন্য আমি ১টাকা দেব না', সাফ কথা বিদ্যার মমতার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ, মামলা গ্রহণ করেও পদক্ষেপ স্পষ্ট করল না HC ‘‌আগে দেবাংশুর সঙ্গে লড়ুন’‌, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়লেন মমতা

Latest IPL News

'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.