বাংলা নিউজ > ঘরে বাইরে > পর্যটনে রাশ টানতে চাইছে আমস্টারডাম

পর্যটনে রাশ টানতে চাইছে আমস্টারডাম

পর্যটনে রাশ টানতে চাইছে আমস্টারডাম। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এপি)

আমস্টারডামে পর্যটকরা মূলত খালে ভ্রমণ করতে ভালোবাসেন, ফুলের বাজার ঘোরেন, সুন্দর ছবি তোলেন এবং অবশ্যই কফি শপ ও লাল বাতি এলাকায় ঢুঁ মারেন৷ পর্যটনের ক্ষেত্রে নিয়ন্ত্রণ কায়েম করার প্রশ্নে মতানৈক্য রয়েছে৷

নেদারল্যান্ডসের আমস্টারডাম শহরের আকর্ষণ কম নয়৷ গোটা বিশ্বের পর্যটকরা সেখানে ঢুঁ মারেন৷ মাত্রাতিরিক্ত পর্যটনের ফলে স্থানীয় বাসিন্দাদের অসুবিধা দূর করতে পৌর কর্তৃপক্ষ বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে৷

আমস্টারডামে পর্যটকরা মূলত খালে ভ্রমণ করতে ভালোবাসেন, ফুলের বাজার ঘোরেন, সুন্দর ছবি তোলেন এবং অবশ্যই কফি শপ ও লাল বাতি এলাকায় ঢুঁ মারেন৷ পর্যটনের ক্ষেত্রে নিয়ন্ত্রণ কায়েম করার প্রশ্নে মতানৈক্য রয়েছে৷

শহরের পথচারীদের মধ্যও এ বিষয়ে নানা মত শোনা গেল৷ একজন বলেন, ‘আমার মতে পর্যটন আমস্টারডাম এবং নেদারল্যান্ডসের জন্য ভালো৷ আমি জানি, বার্সেলোনা এমন কিছু করার চেষ্টা করছে৷ এয়ারবিএনবি-র মাধ্যমে মানুষকে সহজে ফ্ল্যাট ভাড়া দিতে দেওয়া হচ্ছে না৷ তাদের লাইসেন্স নিতে হচ্ছে৷ আমার ধারণা, আরো বেশি হোটেল ঘরবাড়া বাড়িয়ে পর্যটকদের আওতার বাইরে চলে যাচ্ছে৷ শেষ পর্যন্ত দেশটির আরো ক্ষতি হবে৷'

অন্য এক পথচারী মনে করেন, স্থানীয় মানুষ যে পর্যটকদের ঢলে নিয়ন্ত্রণ চাইছে, আমরা সেটা তিনি পুরোপুরি বুঝতে পারছেন৷ আরেকজনের মতে, পৃথিবীটা ছোট হয়ে আসছে৷ ভ্রমণ অনেক সহজ হয়ে গেছে৷ ফলে সুন্দর জায়গাগুলিতে খুব বেশি ভিড় হচ্ছে৷

ডিনখেমান কোমো ‘এনাফ ইজ এনাফ' নামের নাগরিক উদ্যোগের সভাপতি৷ তিনি চান, পৌর কর্তৃপক্ষ মাত্রাতিরিক্ত পর্যটনে রাশ টানতে আরো উদ্যোগ নিক৷ তিনি বলেন, ‘বিদেশ থেকে মানুষ আসে৷ তারা টিকটকে দেখে, এখানে বিশেষ এক ধরনের কুকি পাওয়া যায়৷ তাই এই সব মানুষ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা ধরে অপেক্ষা করছে৷ এখানে অনেক যানের ভিড়৷ ফলে পথচারীরা নীরবে রাস্তার উপর হাঁটতে পারছে না৷'

মাত্রাতিরিক্ত পর্যটনের মোকাবিলা করতে পৌর কর্তৃপক্ষ ইতোমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে৷ বর্তমানে ছুটি কাটানোর জন্য স্বল্পমেয়াদী বাসাভাড়া অনেক বেড়ে গেছে৷ ইউরোপে প্রায় অন্য কোথাও রাত কাটানোর জন্য এত চড়া মূল্যের কর দিতে হয়না৷ শহরের কেন্দ্রস্থলে বিশাল টুরিস্ট বাসের প্রবেশ নিষিদ্ধ৷ রেড লাইট এলাকায় বার ও নাইটক্লাব আজকাল আগেই বন্ধ করে দিতে হয়৷ কিন্তু কর্তৃপক্ষ আরো পদক্ষেপ নিতে চায়৷

এলাকার মেয়র হিসেবে আমেলি স্টেন্স আমস্টারডাম পৌর কর্তৃপক্ষের প্রতিনিধি৷ তিনি জানান, ‘যেমন আমরা হোটেল নির্মাণ বন্ধ করছি৷ শহরের কেন্দ্রস্থলে কোনো নতুন হোটেল নেই৷ ফলে আরো কম পর্যটক সেখানে থাকতে পারছেন৷ ২০৩০ সালের মধ্যে নদীতে ক্রুজের সংখ্যা অর্ধেকে কমানোর বিষয়ে আমরা ভাবনাচিন্তা করছি৷ এর ফলেও চাপ কিছুটা কমবে৷ তা সত্ত্বেও পর্যটকদের সংখ্যা কমাতে শহরে আর কী করা যেতে পারে, সেটা স্থির করা কঠিন৷'

পৌর কর্তৃপক্ষ কেন্দ্রস্থলের বাইরে কয়েকটি ভবন অধিগ্রহণ করেছে৷ আমস্টারডামের যে সব বাসিন্দা কেন্দ্রস্থলে ভিড়ে ভরা এলাকায় আর যেতে চায় না, এর ফলে তাদের সুবিধা হবে বলে আশা করা হচ্ছে৷

রেড লাইট এলাকার কণ্ঠ তুলে ধরার জন্য এক রেডিও স্টেশন এমনই এক সৃজনশীল কনসেপ্ট৷ রেড লাইট জ্যাজ রেডিও-র মার্টেন ব্রুওয়ের বলেন, ‘পাড়ার সবাই যাতে নিজেদের কথা বলতে পারে, এটা মূলত তারই এক মঞ্চ৷ সে কারণে স্টেশনের জায়গাটিকে ট্যাবু বলা হয়৷ অর্থাৎ এখানে বাছবিচার না করে সব কিছু বলা যায়৷'

‘আই লিভ হিয়ার' নামের এক সৃজনশীল অভিযানের আওতায় রেড লাইট এলাকার বাসিন্দাদের ছবি জানালায় রাখা হয়, যাতে সবাই সেগুলি দেখতে পারে৷ পারস্পরিক শ্রদ্ধার পরিবেশ সৃষ্টি করাই এই উদ্যোগের লক্ষ্য৷

রেড লাইট এলাকায় পর্যটকদের পার্টির পরিবেশকে গুরুত্ব না দিয়ে পৌর কর্তৃপক্ষ সেই পাড়ার প্রকৃত চিত্র তুলে ধরতে চায়৷ বর্তমানে বোট ট্যুরে স্থানীয় বাসিন্দারাই গাইড হিসেবে পর্যটকদের জায়গাটির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন৷

আমস্টারডাম চিরকাল পর্যটকদের আকর্ষণ করবে৷ তবে পর্যটক এবং স্থানীয় বাসিন্দারা শহরের কেন্দ্রস্থলে স্বাচ্ছন্দ্য বোধ করবেন বলে পৌর কর্তৃপক্ষ আশা করছে৷ সেইসঙ্গে আরো কম পর্যটক মদ্যপ অবস্থায় বাসায় ফিরবেন বলেও মনে করা হচ্ছে৷

পরবর্তী খবর

Latest News

ধনু, মকর, কুম্ভ, মীনের মধ্যে আজ লাকি কারা? ১৩ ফেব্রুয়ারি ২০২৫র রাশিফল দেখে নিন সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিকের আজ দিনটি কেমন কাটবে? ১৩ ফেব্রুয়ারি ২০২৫র রাশিফলে মেষ, বৃষ, মিথুন, কর্কটের মধ্যে আজ লাকি কারা? ১৩ ফেব্রুয়ারি ২০২৫র রাশিফল রইল ইউপিআই লেনদেনে ১৫ ফেব্রুয়ারি থেকে আসছে কিছু নতুন নিয়ম, জানুন বিস্তারিত বৃষ্টি হবে বৃহস্পতিতে, পারদও পড়তে শুরু করবে, ঘন কুয়াশার দাপট কোন কোন জেলায়? একগুচ্ছ কর্মসূচি নিয়ে ফ্রান্সে মোদী.. ম্যাক্রোঁ জানালেন অভ্যর্থনা ৭০ বছরের বৃদ্ধার হাত-পা বেঁধে দুঃসাহসিক ডাকাতি! চাঞ্চল্য নদিয়ার কৃষ্ণনগরে মাঘী পূর্ণিমায় পূণ্যস্নানে গঙ্গাসাগরে নামল ভক্তদের ঢল চারদিন বন্ধ থাকবে কলকাতা মেট্রোর গ্রিন লাইন, বৃহস্পতিবার থেকে শুরু এখনই ভোট হলে বাংলায় তৃণমূলের আসন বাড়বে! সমীক্ষা দেখে দেবাংশু বললেন ‘আরজি কর…..’

IPL 2025 News in Bangla

দ্য হান্ড্রেড টুর্নামেন্টের সাউদার্ন ব্রেভ দলের মালিকানা ধরে রাখল GMR গ্রুপ ক্রিকেটে এবার বিনিয়োগ করল চেলসির মালিকরা! দ্য হান্ড্রেডে কোন দল কিনলেন? রাজস্থান রয়্যালস শিবিরে রিয়ানদের সঙ্গে ক্রিকেটে মাতলেন এড শিরান, চমক জার্সিতে ১টা IPL জিতলে যে টাকা মেলে, তা ১০ বার বিপিএল জিতেও মিলবে না! পুরস্কারমূল্য কত? WPL থেকে ছিটকে গেছেন হিলি! পরিবর্তে দীপ্তি শর্মাকে অধিনায়ক বাছল ইউপি ওয়ারিয়র্জ MIর সব দলের হয়েই ট্রফি জয়ের বিরল নজির বোল্টের! SA20র ফাইনালে হলেন ম্যাচের সেরা ILT20র ফাইনালে ডেজার্ট ভাইপার্স! ৭ উইকেটে জয়! বদলার ম্যাচ দুবাইয়ের বিপক্ষে T20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে BCCIর থেকে কোন পুরস্কার পেলেন রোহিতরা? দেখে নিন ছবি ফর্মে চলে আসব, একটু সময় লাগবে! রঞ্জির কোয়ার্টারে নামার আগে বলছেন সূর্যকুমার যাদব ‘রোহিত শর্মা বলেছিল ইংল্যান্ড ব্যাটারদের…’ ৩ উইকেটের নেপথ্য প্ল্যানিং বললেন রানা

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.