ব্য়স্ততার জীবনে প্রায়সই অনলাইনে নানান খাবার অর্ডার করা হয়। অনেকেই প্যাকেটজাত খাবার পণ্যও অনলাইনে অর্ডার করে থাকেন। এমনই এক প্যাকেটজাত পণ্য অনলাইনে অর্ডার করে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েন এক ব্যক্তি। গজেন্দ্র যাদব নামে এক নেটিজেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এক খারাপ অভিজ্ঞতার কথা। গোটা ঘটনার কেন্দ্রে আমূল বাটার মিল্কের প্যাকেট।
গজেন্দ্র সিং তাঁর পোস্টে জানান, তিনি সদ্য অনলাইনে আমূল বাটার মিল্ক অর্ডার করেছিলেন। তার ডেলিভারি বক্স খুলতেই দেখা যায়, বাক্সের গায়ে ছড়িয়ে রয়েছে সাদা সাদা পোকা। এই হাইপ্রোটিন খাদ্যে এমন সাদা পোকারা কিলবিল করে বেড়াচ্ছে। গোটা ঘটনার ভিডিয়ো তিনি ক্যামেরা বন্দি করেন। ভিডিয়োয় দেখা যাচ্ছে, আমূল বাটার মিল্কের কার্টুন খুলতেই সেখানে সাদা পোকা কিলবিল করে বেড়াচ্ছে। সেই বাক্সেই রয়েছে আমূলের ছোট ছোট বাটারমিল্কের বক্স। ঘটনা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই হইচই পড়ে যায়। তিনি তাঁর পোস্টে লেখেন,'এই যে আমূল… আপনারা আপনাদের হাইপ্রোটিন পণ্যের সঙ্গে পোকাও পাঠিয়েছেন।' এরই সঙ্গে তিনি তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে ক্ষোভ উগরে দেন।
তবে এটাই প্রথম নয়। আমূলের পণ্য ঘিরে এমন অভিযোগ আগেও এসেছে। কিছুদিন আগে আমূল আইসক্রিমের ফ্যামিলি প্যাক ঘিরে এমন ধরনের অভিযোগ আসে। গজেন্দ্র যাদব বলছেন, তাঁর যে বাটার মিল্কের প্যাক এসেছিল তাতে ছিল পোকার সঙ্গে সঙ্গে বাজে গন্ধও। ছবিতে দেখা যায়, তারমধ্যে খাবারের অংশটিও ভালো অবস্থায় নেই এদিকে, আমূলের পণ্য নিয়ে ক্ষোভ জাহির করতেই কানপুরের আমূলের টিমের তরফ থেকে ফোন গজেন্দ্র পান বলে খবর। ফোন করে গজেন্দ্র যাদবের কাছে তাঁরা ক্ষমা প্রার্থনা করেন, ও টাকা রিফান্ড করে দেওয়ার বিষয়ে আশ্বাস দেয় আমূল। এদিকে, গজেন্দ্র সিংয়ের ঘটনায় সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক শোরগোল শুরু হয়। আমূলের পণ্যের মান নিয়ে চলে চর্চা।