বাংলা নিউজ > ঘরে বাইরে > Dibrugarh-New Delhi Rajdhani express: সেনা জওয়ানকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দিল টিটিই! পা হারালেন জওয়ান

Dibrugarh-New Delhi Rajdhani express: সেনা জওয়ানকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দিল টিটিই! পা হারালেন জওয়ান

চলন্ত ট্রেন থেকে সেনা জওয়ানকে ফেলে দেওয়ার অভিযোগ। প্রতীকী ছবি

অভিযুক্ত টিকিট পরীক্ষকের নাম সুপন বোর। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করেছে পুলিশ। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বারেলি জংশন রেলওয়ে স্টেশনের দু’নম্বর প্লাটফর্মে। জানা গিয়েছে, ওই সেনা জওয়ান দিল্লির দিকে যাচ্ছিলেন। সেই সময় ওই ট্রেনে ওঠেন টিকিট পরীক্ষক সুপন বোর।

টিকিট নিয়ে বচসা। তার জেরে সেনাকর্মীর জওয়ানকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল টিকিট পরীক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ডিব্রুগড়-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসে। এই ঘটনায় পা হারিয়েছেন ওই সেনা জওয়ান। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে সেনা হাসপাতালে। আক্রান্ত সেনা জওয়ানের নাম সোনু। অন্যদিকে, অভিযুক্ত টিকিট পরীক্ষকের নাম সুপন বোর। তার বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করেছে পুলিশ।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বারেলি জংশন রেলওয়ে স্টেশনের দু’নম্বর প্লাটফর্মে। জানা গিয়েছে, ওই সেনা জওয়ান দিল্লির দিকে যাচ্ছিলেন। সেই সময় ওই ট্রেনে ওঠেন টিকিট পরীক্ষক সুপন বোর। টিকিট নিয়ে সেনা কর্মীর সঙ্গে তাঁর বচসা বাঁধে পরীক্ষকের। এর পরেই ট্রেনের দরজা দিয়ে সেনা জওয়ানকে ধাক্কা মেরে ফেলে দেন টিকিট পরীক্ষক। ঘটনায় তিনি ট্রেনের নিচে পড়েন। তার জেরে সোনুর দুটি পা কাটা পড়ে। উত্তর রেলওয়ের অধীনে মোরাদাবাদ বিভাগের সিনিয়র ফাইন্যান্স ম্যানেজার সুধীর সিং বলেন, ‘আমরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছি।’

রেল আধিকারিকদের মতে, টিকিট নিয়ে বোর ও সোনুর মধ্যে তর্ক হয়েছিল। সেই ক্ষোভেই ওই সেনা জওয়ানকে ধাক্কা দিয়ে ট্রেনের বাইরে বের করে দিতে চান ওই টিকিট পরীক্ষক। তখনই তিনি ট্রেনের নিচে পড়ে যান। রেলের একজন কর্মকর্তা বলেন, ‘সেনা জওয়ানকে একটি সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি তাঁর পা হারিয়েছেন এবং তার অবস্থা এখনও সংকটজনক।’

জিআরপির স্টেশন হাউস অফিসার অজিত প্রতাপ সিং বলেন, ‘টিকিট পরীক্ষকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারায় (খুনের চেষ্টা) মামলা রুজু হয়েছে। তবে অভিযুক্ত পলাতক এবং তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

বন্ধ করুন