একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, বোরখা পরা এক মহিলা এক যুবকের কলার চেপে ধরেছেন। কালো রঙের টি শার্ট পরে রয়েছেন ওই যুবক। একেবারে কলার চেপে ধরেছেন ওই মহিলা। এরপর তার গালে একের পর এক থাপ্পড় মারছেন তিনি। চারপাশে লোকজনে একেবারে ভর্তি। তার মাঝেই শুরু হল থাপ্পড়ের পর থাপ্পড়। ওই যুবক মহিলার হাত থেকে রেহাই পাওয়ার জন্য নানা চেষ্টা করেন। কিন্তু কে শুনছে কার কথা।
একের পর এক চড়। একটা সময় ওই যুবক মহিলার হাত থেকে রেহাই পাওয়ার জন্য পা ধরারও চেষ্টা করেন। কিন্তু তারপরেও চড়। ৪৮ সেকেন্ডের মধ্য়ে ওই যুবককে ওই মহিলা ১৪টি চড় মারেন বলে খবর। উত্তরপ্রদেশের কানপুর শহরের বেকনগঞ্জ বাজার এলাকার ঘটনা বলে জানা গিয়েছে। ওই ভিডিয়ো ইতিমধ্য়েই ভাইরাল হয়েছে। তবে হিন্দুস্তান টাইমস বাংলা এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি।
একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক বজারিয়া থানা এলাকার বাসিন্দা। ভিডিয়োতে দেখা যায় তিনি হাতে একটা ব্যাগ নিয়ে রয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ ভরা বাজারে ওই যুবক মহিলার সঙ্গে খারাপ আচরণ করেন। তিনি নাকি খারাপভাবে ওই মহিলাকে স্পর্শ করেন। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই মহিলা। এরপর শুরু হয় চড়। একেবারে ভরা বাজারে থাপ্পড়। ওই মহিলা প্রাথমিকভাবে রুখে দাঁড়িয়েছিলেন। তারপর ওই যুবক বচসা শুরু করে দিয়েছিলেন বলে অভিযোগ। এরপর ওই মহিলা যুবকের টি শার্টটি চেপে ধরেন। তারপর শুরু হয় চড়-থাপ্পড়।
বোরখা পরিহিতা ওই মহিলাকে কেউ থামাতে আসেননি। কয়েকজন দেখেন। তবে কেউ তাঁকে থামাতে ভরসা পাননি। তবে এভাবে মহিলার রুখে দাঁড়ানোর ঘটনাকে ঘিরে নেট মাধ্য়মে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। একের পর এক থাপ্পড়। একটা সময় ওই যুবক মহিলার পা ধরতে চেয়েছিলেন। কিন্তু তখনও ওই মহিলা থামতে চাননি। তিনি একের পর এক চড় মারতে শুরু করেন।
এক্স নামে একটি এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে ওই ভিডিয়ো। সূত্রের খবর, পুলিশের নজরে গোটা বিষয়টি এসেছে। পুলিশও ওই যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে বলে খবর। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে জোর চর্চা নেট দুনিয়ায়।