বাংলা নিউজ > ঘরে বাইরে > Suicide in Bangalore: বিবাহ বিচ্ছেদের নোটিশ পেয়ে আত্মঘাতী মহিলা, সুইসাইড নোটে স্বামীকে শাস্তির দাবি

Suicide in Bangalore: বিবাহ বিচ্ছেদের নোটিশ পেয়ে আত্মঘাতী মহিলা, সুইসাইড নোটে স্বামীকে শাস্তির দাবি

আত্মঘাতী মহিলা। (প্রতীকী ছবি)

একটি বেসরকারি সংস্থায় এইচআর ম্যানেজার হিসাবে কাজ করতেন উপাসনা। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। সুইসাইড নোটে তিনি লিখেছেন, ‘আমার স্বামীর মানসিক নির্যাতন ও শারীরিক নির্যাতনের কারণে আমি আত্মহত্যার পথ বেছে নিলাম। ওর শাস্তি হোক।’

মর্মান্তিক ঘটনা! স্বামীর কাছ থেকে বিবাহ বিচ্ছেদের নোটিশ পেয়ে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন মহিলা। ঘটনাটি বেঙ্গালুরুর ভার্থুর এলাকায় ঘটেছে। বেঙ্গালুরুতে একটি বিল্ডিংয়ের ১০ তলা থেকে ঝাঁপ দেন ওই মহিলা। এর ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃতের নাম উপাসনা রাওয়াত। পরিবারের অভিযোগের ভিত্তিতে মহিলার স্বামী নীহার রঞ্জন রাওয়াতকে পুলিশ গ্রেফতার করেছে।

থানায় আত্মঘাতী তরুণী, হেমতাবাদ থেকে তুলে নিয়ে গিয়েছিল পুলিশ, নেপথ্যে কারণ কী?‌

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বেসরকারি সংস্থায় এইচআর ম্যানেজার হিসাবে কাজ করতেন উপাসনা। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। সুইসাইড নোটে উপাসনা তার আত্মহত্যার জন্য স্বামীকে দায়ী করেছেন। সুইসাইড নোটে তিনি লিখেছেন, ‘আমার স্বামীর মানসিক নির্যাতন ও শারীরিক নির্যাতনের কারণে আমি আত্মহত্যার পথ বেছে নিলাম। ওর শাস্তি হোক।’

পুলিশ জানিয়েছে, তাদের বিয়ে হয়েছিল ৮ বছর আগে। তবে তাদের কোনও সন্তান নেই। দু'বছর ধরে তাদের দাম্পত্য সম্পর্ক ক্রমেই শিথিল হয়ে পড়েছিল। প্রায়ই তাদের মধ্যে ঝামেলা হত। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, নীহারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৬ ধারায় আত্মহত্যায় প্ররোচনার মামলা রুজু হয়েছে। এছাড়াও তদন্তে নীহার ও উপাসনার কিছু ভিডিয়ো রেকর্ডিং উদ্ধার হয়েছে। যেখানে তাকে স্বামীর সঙ্গে মারপিট করতে এবং গালিগালাজ করতে দেখা গিয়েছে। যদিও ধৃতের দাবি, তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হয়েছে। তার কাছে একাধিক প্রমাণ রয়েছে।

বন্ধ করুন