আরজিকরের ক্ষত এখনও দগদগে। গোটা দেশ জুড়ে প্রতিবাদের ঝড়। এবার তার মধ্যে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশন অথবা FIAMA-র প্রতিষ্ঠাতা বা প্রধান উপদেষ্টা চিকিৎসক মণীশ জাংরা একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেই সঙ্গেই দাবি করা হচ্ছে এই ভিডিয়োটি পশ্চিমবঙ্গের।
কী দেখা গিয়েছে সেই ভিডিয়োতে?
সেই ভিডিয়োতে দেখা গিয়েছে যে একজন যুবক দরজার আড়ালে দাঁড়িয়ে রয়েছে। এরপর সে সামনে এগিয়ে আসে। আর তখনই দেখা যায় তার তার প্যান্টের চেইন খোলা রয়েছে। পুরুষাঙ্গটি উন্মুক্ত রয়েছে বলেও দেখা যায়। এরপরই যে মহিলা কথা বলছিলেন তিনি বাংলাতেই কথা বলছেন। এরপর সাইকেলে চেপে পালিয়ে যায় ওই যুবক।
ডাঃ মণীশ জাংরা লিখেছেন, মমতার সরকারের আমলে মহিলা চিকিৎসকদের বাংলায় কাজ করা খুব কষ্টের। একজন রোগী তার গোপন অঙ্গ মহিলা চিকিৎসকের সামনে খুলছেন। কলকাতা পুলিশকেও ট্যাগ করা হয়েছে এই ভিডিয়োতে। তবে এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।
তবে এই ঘটনাকে কার্যত বাংলার বলে উল্লেখ করা হয়েছে। কেন ওই যুবক ওইভাবে মহিলা চিকিৎসকের সামনে তার পুরুষাঙ্গ দেখানোর চেষ্টা করলেন তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে।
এই ভিডিয়োর নীচে একাধিক মন্তব্য করা হয়েছে।
একজন প্রশ্ন করেছেন অভিযুক্তকে কি গ্রেফতার করা হয়েছে? এই ভিডিয়ো দেখে হতবাক। পুলিশ গ্রেফতার করুক। অপর একজন লিখেছেন বিজেপি শাসিত রাজ্যে এই ঘটনা হলে একেবারে সবাই নেমে পড়ত। কিন্তু মমতা দিদির রাজ্যে বলে সবাই চুপ। চূড়ান্ত দ্বিচারিতা।
অপর একজন লিখেছেন, কোথায় গেল পশ্চিমবঙ্গ পুলিশ?
অপর এক নেটিজেন লিখেছেন, পশ্চিমবঙ্গে মহিলা চিকিৎসকদের সুরক্ষা অত্যন্ত প্রয়োজন। অপর একজন লিখেছেন , ওরে বাবা বাংলায় তো মহিলা চিকিৎসকরাও নিরাপদ নন।
এদিকে এবার আরজি কর কাণ্ড নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর আরজি কর কাণ্ড নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘পতাকা টতাকা মারুন গুলি। একটা পয়েন্ট দাবিতে নবান্ন চলুন। আপনারা ডাকুন। আমি নাগরিক হিসাবে আসবই। নবান্ন থেকে তাড়াতেই হবে। আপনি স্বাধীনতা দিবসের পতাকা তুলুন শেষবারের জন্য এরপর আপনি রাজ্যপালের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিন। আপনি এটা থামাতে পারবেন না। আগামীকালই বিজেপি বিধায়করা ওয়ান পয়েন্ট দাবিতে ধর্নায় বসব। ’