লখনউতে একেবারে অবাক করা কাণ্ড! ২৭ বছর বয়সি এক ব্যক্তি। গোয়ালিয়রের ঠাটিপুরে একটি হোটেলে থাকাকালীন মৃত্যু হয়েছে তার। এমনটাই প্রাথমিকভাবে জানা গিয়েছে। সম্ভবত হার্ট অ্য়াটাকে তিনি মারা যান বলে খবর। সূত্রের খবর, যৌন ক্ষমতা বৃদ্ধির জন্য তিনি ওষুধ খেয়েছিলেন। তারপরই তিনি অসুস্থ হয়ে পড়েন।
পুলিশের ধারনা সম্ভবত মদের সঙ্গে ওই ওষুধের ওভারডোজ হয়ে গিয়েছিল। তার জেরেই মৃ্ত্যু হয় ওই ব্যক্তির। তবে সম্ভবত ওই ব্যক্তির হার্টের অবস্থা আগে থেকেই খারাপ ছিল। তার জেরেই আর চাপ নিতে পারেননি।
সূত্রের খবর, ওই ব্যক্তি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। সোমবার তিনি ভাড়াতে ওই রুম নিয়েছিলেন। সূত্রের খবর, মঙ্গলবার রাতে মদ খাওয়ার পরে তিনি দুটি ওষুধ খেয়েছিলেন। খবর টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে। এগুলি সাধারণত রক্তের চলাচলটা বাড়িয়ে দেয়। রাত ১১টা নাগাদ তার শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হতে শুরু করে। দিল্লি থেকে তার বান্ধবী এসেছিলেন। তার সঙ্গে দেখা করার পর থেকে তার শরীর আরও খারাপ হতে শুরু করে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়।
হোটেলের ঘর থেকে মদ ও ওষুধের প্যাকেট মিলেছে। চিকিৎসকদের মতে, ওষুধ আর মদ একসঙ্গে ওভারডোজ হয়ে গিয়েছিল। তবে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এলেই আসল ঘটনাটি জানা যাবে।
পুলিশ ওই যুবকের বান্ধবীর সঙ্গেও কথা বলছেন। তাকেও নজরে রাখা হচ্ছে। কারণ তিনি গোটা ঘটনার সময় উপস্থিত ছিলেন। সেক্ষেত্রে তার ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।