সিমরান সিং
ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। অত্যন্ত অদ্ভূত এই ভিডিয়ো। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে দুজন চা তৈরি করছেন রান্নাঘরে। গ্যাসের উপর সসপ্যান বসানো রয়েছে। সেখানে চা পাতা দিলেন এক ব্যক্তি। এরপর অপর ব্যক্তি গ্যাসের আগুনে ডিয়োড্রান্ট স্প্রে করলেন। আর তারপরই দপ করে জ্বলে উঠল আগুন।
সেই ভিডিয়োতে একটি টেক্সট ভেসে ওঠে। সেখানে উল্লেখ করা হয়েছে, গ্য়াস কম ছিল। আসলে কেন তিনি ডিয়োড্রান্ট দিলেন তার কারণ হল এটা। আসলে ডিয়োড্রান্টে অ্য়ালকোহল থাকে। এর জেরে আগুন দপ করে জ্বলে ওঠে। যার জেরে চা তাড়াতাড়ি হয়ে যাবে। তবে এভাবে আগুনের তীব্রতা বৃদ্ধি করার ঘটনা যথেষ্ট উদ্বেগের। এর মাধ্যমে বিরাট বিপদ হয়ে যেতে পারে। আর আগুন নিয়ে এভাবে খেলা করাটা একেবারেই ঠিক নয়।
এদিকে এই ভিডিয়ো দেখে হতবাক অনেকেই। অনেকেই এটাকে হাস্যকর বলে উল্লেখ করেছেন। তবে অনেকে আবার উদ্বেগও প্রকাশ করেছেন। কারণ এভাবে আগুনের তীব্রতা বৃদ্ধি করা চেষ্টা কখনও সঠিক নয়। এর মাধ্য়মে বিপদ হতে পারে।
এই ভিডিয়ো দেখে একজন লিখেছেন, এটা ভয়াবহ হতে পারে। সুরক্ষার সঙ্গে কখনও আপোস করাটা ঠিক নয়। অপর একজন লিখেছেন, কে যেন বলেছিলেন ভারত বিগিনার্সদের জন্য নয়।
অপর একজন লিখেছেন, যমরাজের সঙ্গে কথাবার্তা হয়।
তবে এভাবে আগুনের তীব্রতা বৃদ্ধির ঘটনা থেকে মারাত্মক বিপদ হতে পারে। সেকারণে এনিয়ে সতর্ক হওয়াটা অত্যন্ত জরুরী। অবিলম্বে এনিয়ে সতর্কতা প্রয়োজন।