নয়ডার একটি ভিডিয়ো সামনে এসেছে। রিলস করার নাম করে এক যুবক রাস্তার মধ্য়েই একটা বন্দুক নিয়ে কায়দা দেখাচ্ছিলেন। গাড়ির সানরুফ থেকে মাথাটা বের করে তিনি সকলের দিকে বন্দুক তাক করছিলেন বলে খবর। এমনকী রীতিমতো হেসে হেসেই তিনি এই কাজ করছিলেন। সেই গাড়ির পেছনে থাকা অপর ব্যক্তি সেই ভিডিয়ো তুলছিলেন। এদিকে সেই ভিডিয়ো ভাইরাল হতেই নয়ডা পুলিশ সেই যুবকের খোঁজ শুরু করে।
২২ সেকেন্ডের একটা ভিডিয়ো। তাতে দেখা যাচ্ছে অনেক গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে। একেবারে ব্যস্ততম রাস্তা। সেখানেই বন্দুক নিয়ে কায়দা দেখাচ্ছেন তিনি। গাড়ির সানরুফ থেকে শরীরটা বের করে তিনি একহাতে মোবাইল ও অপর হাতে পিস্তল নিয়ে তিনি কায়দা দেখাতে শুরু করেন। এমনকী তিনি সকলের দিকে পিস্তল তাক করেন। রীতিমতো হেসে হেসে তিনি এই কাণ্ড করছিলেন।
তবে এভাবে রিল বানিয়ে তিনি হয়তো সোশ্য়াল মিডিয়ায় নজর কেড়েছেন। কিন্তু পুলিশের নজরেও পড়ে যান তিনি। নয়ডা পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। ট্রাফিক পুলিশ সেই চালানের একটি কপি পোস্ট করেছে। পুলিশ তাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে। এভাবে রাস্তার মধ্য়ে বিপজ্জনকভাবে পিস্তল দেখানোর জেরে বড় জরিমানা করা হল তাকে।
এদিকে অনেকেই নানারকম ঝুঁকি নিয়ে রিলস বানান। কিন্তু অনেক সময় তা থেকে বিপদও হয়। সেক্ষেত্রে এভাবে রাস্তায় পিস্তল দেখিয়ে রিলস বানানোর জেরে সমস্যাও হতে পারত। সামনে একটা অ্য়াম্বুল্যান্সও ছিল। সমস্য়ায় পড়তে পারত গাড়িগুলি। তবে পুলিশ মোটা টাকা জরিমানা করেছে।