'নারী ও অন্তর্ভুক্তিকরণ, কর্মসংস্থান এবং জীবিকা নির্বাহের জন্য ভালো কাজ'-র জন্য 'ডুয়িং গুড ফর ভারত অ্যাওয়ার্ডস ২০২৫'-তে প্রথম রানার-আপেক পুরস্কার পেল আনাহত ফর চেঞ্জ ফাউন্ডেশন। যে সংস্থা 'উন্নতি' স্যানিটারি প্যাডের জন্য পরিচিত। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী সেই স্যানিটারি প্যাড তৈরি করে। মূলত আদিবাসী-সহ আর্থিকভাবে অনগ্রসর মহিলাদের নিয়ে কাজ করে ওই সংস্থা।
সেই স্বীকৃতি পেয়ে সহ-প্রতিষ্ঠাতা নম্রতা দত্ত করমচান্দানি এবং পূরবী তানওয়ানি বলেন, ‘সিএসআর বক্সের দ্বারা নারী, অন্তর্ভুক্তিকরণ এবং জীবিকা নির্বাহের বিভাগে ডুয়িং গুড ফর ভার অ্যাওয়ার্ডের প্রথম রানার-আপ হিসাবে স্বীকৃত হতে পেরে আমরা অত্যন্ত সম্মানিত। এই স্বীকৃতি আমাদের দলের সম্মিলিত চেতনা এবং অক্লান্ত প্রতিশ্রুতির প্রতিফলন—যাদের ৬০ শতাংশই আদিবাসী এবং সুবিধাবঞ্চিত পটভূমি থেকে এসেছেন এবং যাঁরা প্রতিদিন একটি আরও লিঙ্গ-সমতাভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরি করতে কাজ করে চলেছেন।’