সপ্তর্ষি দাস
ইউপিএসসি পরীক্ষায় প্রথম ২০জন প্রার্থীর রেজাল্ট পর্যালোচনা করে সামনে এসেছে চমকে দেওয়া তথ্য। দেখা যাচ্ছে এই পরীক্ষায় ৮জন ইঞ্জিনিয়ার ও ১জন মেডিক্যাল পড়ুয়া টপ ২০র তালিকায় রয়েছেন। বাকি ১১জনই সায়েন্স নিয়ে পড়েননি। তবুও ইউপিএসসিতে সেরা ২০তে জায়গা করে নিয়েছেন। সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল সেরা ২০জনের মধ্যে ১২জনই মহিলা। বাকি ৮জন পুরুষ প্রার্থী। আর সেরা চারজনই হলেন নারী। এককথায় ইউপিএসসিতে এবার নারীদের জয়জয়কার।
আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে তৃতীয়বারের চেষ্টায় সফল হয়েছেন অনেকেই। ২০জনের মধ্যে ৭জনই তৃতীয়বারের চেষ্টায় সফল হয়েছেন। বাকি ৫জন চতুর্থবারের চেষ্টায় সফল হয়েছেন। চারজন প্রথবারের চেষ্টায় সফল হয়েছেন। একজন পঞ্চমবারের চেষ্টায় সফল হয়েছেন।
এবার জেনে নিন ইউপিএসসির আইএএস ক্য়াটাগরিতে আপনি কতবার পরীক্ষা দিতে পারবেন?
সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের জন্য সর্বোচ্চ ৬বার, ওবিসিদের জন্য ৯বার, এসটি, এসসি প্রার্থীদের জন্য় যতবার খুশি পরীক্ষা দেওয়া যায়।
এবার যারা সেরা হলেন তাদের বয়সটা দেখে নেওয়া যাক। ২৫-২৭ এর মধ্যে বয়স এমন ১০ প্রার্থী সেরা হয়েছেন। ২১-২৪ ও ২৮-২৯ এর মধ্যে ৫জন প্রার্থী সেরা হয়েছেন।
সেরাদের মধ্যে ৫জন আর্টসের।( ১জন এমএ, ৪জন বিএ, একজি ব্যাচেলার অফ ল, ৬জন ব্যাচেলার অফ টেকনোলজি, ১জন এমটেক, ২জন বিই, ১জন বিএসসি, একজন এমএসসি, ১জন এমবিবিএস, একজন বিকম, একজন বিবিএর পড়ুয়া।
আর রাজ্যভিত্তিক পরিসংখ্যান অনুসারে এবার সেরা ২০র মধ্যে ৫জনই উত্তরপ্রদেশের, এরপরই বিহার, দিল্লির স্থান। সেখান থেকে ৩জন পাশ করেছেন। আর এরপর হরিয়ানা আর জম্মু ও কাশ্মীরের স্থান। সেখান থেকে দুজন করে টপার হয়েছেন। এছাড়া কেরল, মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা, অসম থেকেও ১জন করে সেরা রয়েছেন। তবে লক্ষ্যনীয়ভাবে এই তালিকায় বাংলার একজনও নেই।
প্রসঙ্গত গত ২৩ মে ইউপিএসসির ফলাফল বের হয়েছে। সব মিলিয়ে ৯৩৩জন পাশ করেছেন। তার মধ্যে ৬১৩জন পুরুষ ও ৩১০জন মহিলা রয়েছেন।