ধনকুবের শিল্পপতি আনন্দ মহিন্দ্রা যে দিনের নানান ব্যস্ততার ফাঁকেও টুইটারে বেশ মনোনিবেশ করেন, সেকথা সকল নেটিজেনই জানেন! তাঁর নানান ধরনের মজাদার পোস্ট, কিম্বা নজরকাড়া লেখা নিয়ে বিভিন্ন সময়ই আলোচনা হয়েছে। অনেক সময়ই নেটিজেনরা তাঁকে নানান প্রশ্ন করেন। সেই প্রশ্ন ধৈর্য ধরে শুনে তার জবাবও দেন আনন্দ মহিন্দ্রা। এমনই একটি আজব প্রশ্নের মুখে তিনি সদ্য পড়ে যান। যার জবাবে তিনি মন জয় করে নেন।
ঘটনার সূত্রপাত আনন্দ মহিন্দ্রারই একটি পোস্ট ঘিরে। সেখানে তিনি সেখানে ‘কওসঁ’ নিয়ে একটি পোস্ট করেন। লেখেনে, ‘আমার ফরাসী জামাই এটাতে সহমত পোষণ করেছে যে, কওসঁ সমস্ত রকমের ব্যথা বেদনায় কার্যকরি উপশম করে দেয়।’ তিনি মজা করে ওই খাবারটির নামের উচ্চারণের একটি তালিকাও প্রকাশ করেন। এর আগে, তিনি লেখেন,'আর আমরা ভারতীয়রা সফ্টওয়্য়ার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সংকোচনে দাপট অর্জন করেছি, তাহলে কেন নয়?' এদিকে, আনন্দ মহিন্দ্রার ওই টুইটার পোস্ট নিয়ে সেভাবে কোনও মতেই পোস্টের মজা থেকে রস আস্বাদন থেকেও বেশি এক নেটিজেন পাল্টা মন দেন প্রশ্নবাণে। তিনি প্রশ্ন করেন আনন্দ মহিন্দ্রাকে যে, কেন তাঁর জামাই ফরাসী, জামাই কেন ভারতীয় নন? এই ব্যক্তিগত বিষয়ের প্রশ্নে আনন্দ মহিন্দ্রা সরাসরি জবাব দেন। সেখানে তিনি লেখেন, ‘কারণ এটা আমার ব্যাপার নয়। আমার মেয়েরা নিজেদের ওপর নির্ভর করেন নিজের জীবনসঙ্গী খুঁজতে। আর আমি তার জন্য গর্বিত।’
একজন প্রাপ্তবয়স্ক পুরুষ কিম্বা মহিলা যে সত্যিই নিজের পছন্দ মতো জীবন সঙ্গী বেছে নেওয়ার উপযোগী হন তা ফের একবার মনে করিয়ে দিলেন আনন্দ মহিন্দ্রা। তিনি যে সেই মানসিকতাকে সঙ্গে নিয়ে নিজের মেয়েদের স্বাধীনতাকে সম্পূর্ণ সহযোগিতা করে গিয়েছেন, তাও জানান দেন আনন্দ মহিন্দ্রা।