একটি রাস্তায় ৭০টি বাঁক! ভারতের কোথায় বলুন দেখি?
১ মিনিটে পড়ুন . Updated: 10 Jan 2022, 07:34 PM IST- ছবিটি ফটোগ্রাফার অভিষেক নাথের তোলা। তিনি তাঁর ইনস্টাগ্রাম পেজে এই ধরনের ভ্রমণের ছবি শেয়ার করেন।
ভারতের বিভিন্ন দিকের সঙ্গে কতটুকু পরিচিত আমরা। দেশের এমন বহু স্থান রয়েছে, যা স্বপ্নের মতো সুন্দর। অথচ পর্যটনের দিক থেকে সেভাবে কেউ জানেন না। আনন্দ মাহিন্দ্রা তামিলনাড়ুর এমনই এক অসাধারণ রাস্তার ছবি রিটুইট করলেন। ছবিটি ফটোগ্রাফার অভিষেক নাথের তোলা। তিনি তাঁর ইনস্টাগ্রাম পেজে এই ধরনের ভ্রমণের ছবি শেয়ার করেন।
একটা রাস্তা। সবুজে ঘেরা। পাহাড়ের গা বেয়ে বেয়ে প্রায় ৭০টি হেয়ারপিন টার্ন নিয়েছে রাস্তাটি।
আরও পড়ুন : ‘শীঘ্রই বদলাতে পারে পরিস্থিতি’, ওমিক্রনকে গুরুত্ব দেওয়ার বার্তা স্বাস্থ্য সচিবের
সোশ্যাল মিডিয়ায় রাস্তার ছবিটি বেশ ভাইরাল হয়ে যায়। নরওয়ের কূটনীতিক এবং প্রাক্তন রাজনীতিবিদ এরিক সোলহেমও সেটি টুইটারে শেয়ার করেছেন।
সোলহেম ক্যাপশন দিয়েছেন, 'অবিশ্বাস্য ভারত! ৭০টি ক্রমাগত হেয়ারপিন বাঁক সহ ভারতের সবচেয়ে দুর্দান্ত পাহাড়ি রাস্তাগুলির মধ্যে একটি। কোল্লি হিলস রোড, নামাক্কাল, তামিলনাড়ু।'
আনন্দ মাহিন্দ্রা এরিকের টুইটটি শেয়ার করেছেন।
আরও পড়ুন : ‘মুসলিম মেয়েদের অসম্মানই উদ্দেশ্য’, সুল্লি ডিলসের মাস্টারমাইন্ডই ছড়িয়েছিল ‘কোড’
আপনার কাছে এরকম নাম না জানা কোনও স্থানের হদিশ আছে? থাকলে তা অবশ্যই শেয়ার করুন হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে। ফেসবুকে কমেন্টে দিন আপনার তোলা ছবি ও কাহিনী।