বাংলা নিউজ > ঘরে বাইরে > Anand Sharma: ’৫১ বছর আগে কংগ্রেসে যোগদান করেছিলাম...’, অভিমান ঝরে পড়ল ‘অপমানিত’ আনন্দের গলায়

Anand Sharma: ’৫১ বছর আগে কংগ্রেসে যোগদান করেছিলাম...’, অভিমান ঝরে পড়ল ‘অপমানিত’ আনন্দের গলায়

আনন্দ শর্মা  (PTI)

সম্প্রতি হিমাচলপ্রদেশের নির্বাচনী স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন আনন্দ শর্মা। তিনি অভিযোগ করেন, দলের কোর কমিটির বৈঠকে তাঁকে ডাকা হয় না।

সুনেত্রা চৌধুরী

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা জি-২৩ গোষ্ঠীর অন্যতম নেতা আনন্দ শর্মা কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের প্রতি নিজের অসন্তোষ ব্যক্ত করলেন। সম্প্রতি হিমাচলপ্রদেশের নির্বাচনী স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন আনন্দ শর্মা। তিনি অভিযোগ করেন, দলের কোর কমিটির বৈঠকে তাঁকে ডাকা হয় না। এবং তার মাধ্যমে তাঁকে অপমান করা হয়েছে। উল্লেখ্য, এর একদিনআগে জম্মু ও কাশ্মীরের গুলাম নবি আজাদ কংগ্রেসের প্যানেল থেকে পদত্যাগ করেছিলেন। এরপরই এবার আনন্দ শর্মার এই পদক্ষেপ।

হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাতকারে আনন্দ শর্মা বলেন, ‘আমি স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান হতে চাইনি। কেউ আমাকে জিজ্ঞেস করেনি। কেউ আমার সঙ্গে কথা বলেনি। আমি স্পষ্ট বার্তা চেয়েছিলাম। আমি কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য। আমি দলের রাজনৈতিক কমিটির ও সদস্য। তবে এরই মাঝএ দলের একটি কোর কমিটির বৈঠক হয় দিল্লি ও শিমলায়। এটা কোন কোর কমিটি, তা আমার জানা নেই। কিন্তু আমি অপমানিত বোধ করছি।’

আনন্দ শর্মা আরও বলেন, ‘আমি ৫১ বছর আগে কংগ্রেসে যোগ দিয়েছিলাম এবং আপনি আমাকে অপমান করেছেন। আমি এবং গুলাম নবি আজাদ কিছু বিষয় উত্থাপিত করেছিলাম, শুধুমাত্র এই কারণে আমাকে অপমান করা হচ্ছে? কংগ্রেসের পুনর্নবীকরণ এবং পুনরুজ্জীবনের জন্য মৌলিক ছিল আমাদের উত্থাপিত ইস্যুগুলো। আমি তৃণমূল স্তরের নেতা, তাই আমি হিমাচল ফিরে যাচ্ছি।’

আনন্দ শর্মা আরও বলেন, ‘আমি একজন কংগ্রেসম্যান। আজীবন কংগ্রেসেই থাকব আমি। কিন্তু আমার মতো একজন সিনিয়র নেতার সঙ্গে কেউ কথা বলবে না? এখনও কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি। আমি সোনিয়া গান্ধীকে চিঠি পাঠিয়েছিলাম। আমার তাঁকে সম্মান করি। আমি তাঁর জবাবের অপেক্ষায় রয়েছি।’

বন্ধ করুন