রাধিকা মার্চেন্ট এনকোর হেলথকেয়ারের CEO বীরেন মার্চেন্ট এবং শায়লা মার্চেন্টের মেয়ে। একাধিক সূত্রে খবর অনন্ত ও রাধিকা বহুদিন ধরেই খুব ভাল বন্ধু।
1/7রোকার সময়কার ছবি প্রকাশ্যে। (Instagram)
2/7মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বাগদান হল। বৃহস্পতিবার রাজস্থানের নাথদ্বারার শ্রীনাথজি মন্দিরে রাধিকা মার্চেন্টের সঙ্গে তাঁর 'রোকা' অনুষ্ঠান ছিল। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড গোষ্ঠীর প্রেসিডেন্ট পরিমল নাথওয়ানি টুইটারে এই খবর জানান। ফাইল ছবি: ইনস্টাগ্রাম (Instagram)
3/7রাধিকা মার্চেন্ট এনকোর হেলথকেয়ারের CEO বীরেন মার্চেন্ট এবং শায়লা মার্চেন্টের মেয়ে। গত বেশ কিছুদিন ধরেই মার্চেন্ট পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে আম্বানি পরিবারে সদস্যদের উপস্থিতি নজর কেড়েছিল। ফলে অনন্তর সঙ্গে রাধিকার বাগনাদের বিষয়েও জল্পনা চলছিল। একাধিক সূত্রে খবর অনন্ত ও রাধিকা বহুদিন ধরেই খুব ভাল বন্ধু।ফাইল ছবি: টুইটার (Instagram)
4/7রাধিকা একজন সুপ্রশিক্ষিত ভরতনাট্যম নৃত্যশিল্পী। তিনি শ্রী নিভা আর্টসের গুরু ভাবনা ঠাকরের শিষ্য। আট বছর ধরে ভরতনাট্যমের তালিম নিয়েছেন। ফাইল ছবি: টুইটার (Instagram)
5/7২০২২ সালের জুনে, আম্বানি পরিবার রাধিকা মার্চেন্টের জন্য Jio ওয়ার্ল্ড সেন্টারে এক বিশাল 'আরঙ্গেত্রম' অনুষ্ঠানের আয়োজন করে। আরঙ্গেত্রম একটি তামিল শব্দ। আনুষ্ঠানিক প্রশিক্ষণ সমাপ্তির পর একজন নর্তকীর মঞ্চারোহণ করাকে আরঙ্গেত্রম বলে। ফাইল ছবি: টুইটার (Instagram)
6/7রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার করা কোম্পানির রিলিজে বলা হয়েছে, 'তরুণ যুগল তাঁদের আসন্ন পরিণয়ের আগে ভগবান শ্রীনাথজির আশীর্বাদ কামনা করে মন্দিরে সময় কাটিয়েছেন।' ফাইল ছবি: ইনস্টাগ্রাম (Instagram)