
কর্নাটক-অন্ধ্রপ্রদেশে করোনা আক্রান্ত ছাড়াল ১ লাখ, উদ্বেগ কমছে না বেঙ্গালুরুতে
১ মিনিটে পড়ুন . Updated: 28 Jul 2020, 08:56 AM IST- সক্রিয় আক্রান্তের নিরিখে মহারাষ্ট্রের পর কর্নাটকেই সবথেকে বেশিসংখ্যক মানুষ এখনও করোনার কবলে আছেন।
একইদিনে উদ্বেগজনক মাইলস্টোন পার করল কর্নাটক এবং অন্ধ্রপ্রদেশ। দক্ষিণ ভারতের দুই রাজ্যে মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেল। ফলে আক্রান্তের নিরিখে দেশের সর্বাধিক করোনা-কবলিত রাজ্যের তালিকায় যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম স্থানে আছে অন্ধ্রপ্রদেশ এবং কর্নাটক।
আরও পড়ুন : অগস্ট থেকে সস্তা হচ্ছে গাড়ি ও টু হুইলার, ছাড় মোটর বিমা নীতিতে
স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, সোমবার আরও ৬,০৫১ জন নয়া আক্রান্তের হদিশ পাওয়ায় অন্ধ্রপ্রদেশে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০২,৩৪৯। ওই সময়ের মধ্যে ৪৯ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,০৯০। আক্রান্তের নিরিখে রাজ্যগুলির মধ্যে চতুর্থ স্থানে থাকলেও সর্বাধিক মৃতের তালিকায় সপ্তম স্থানে আছে অন্ধ্রপ্রদেশ। করোনায় সবথেকে বিপর্যস্ত জেলার তালিকায় আছে পূর্ব গোদাবরী (১৪,৬৯৬), কুর্নুল (১২,২৩৪), গুন্টুর (১০,৭৪৭), অনন্তপুর (১০,২৪৭) এবং পশ্চিম গোদাবরী (৮,৮২০)।
আরও পড়ুন : কীসের ভিত্তিতে মিটার রিডিং না নিয়ে বিল পাঠিয়েছে CESC, জবাবদিহি চাইল হাইকোর্ট
অন্যদিকে, সোমবার কর্নাটকে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০১,৪৬৫। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় ৫,৩২৪ জন নয়া আক্রান্তের হদিশ মিলেছে। যা একদিনে সর্বোচ্চ। ওই সময়ের মধ্যে আরও ৭৫ জনের মৃত্যুর ফলে মোট মৃতের সংখ্যা প্রায় ২,০০০-এর কাছাকাছি পৌঁছে গিয়েছে। আপাতত রাজ্যে মোট ১,৯৫৩ জনের করোনায় মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ৩৭,৬৮৫। সক্রিয় আক্রান্তের নিরিখে আবার মহারাষ্ট্রের পর কর্নাটকেই সবথেকে বেশিসংখ্যক মানুষ (৬১,১৮৯ জন) এখনও করোনার কবলে আছেন।
আরও পড়ুন : ‘আইনি লড়াই থেকে শিক্ষা’, রাম মন্দিরের ২,০০০ ফুট নীচে থাকছে টাইম ক্যাপসুল!
কর্নাটকের মধ্যে সবথেকে শোচনীয় অবস্থা বেঙ্গালুরুর। রাজ্যের সক্রিয় করোনা আক্রান্তের ৫০ শতাংশ রাজধানীর হাসপাতালে ভরতি। সেই উদ্বেগজনক ছবির মধ্যে কিছুটা আশার আলো দেখিয়েছে গত ২৪ ঘণ্টায় নয়া আক্রান্তের সংখ্যা। ওই ২৪ ঘণ্টায় বেঙ্গালুরুতে ১,৪৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যা গত ১৪ দিনের তুলনায় খানিকটা কম। ওই সময়ে গড়ে দৈনিক নয়া সংক্রমিতের সংখ্যা ২,০০০-র আশপাশে থাকছিল। এদিকে রাজ্যে রেকর্ড সংক্রমিতের হদিশ পাওয়া গেলেও মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা জানিয়েছেন, নয়া লকডাউনের ঘোষণা করা হবে না।