বাংলা নিউজ > ঘরে বাইরে > Mud Attack on Spanish Royals: স্পেনে বন্যার বলি অন্তত ২১৭, রাজা-রানির মুখে কাদা ছুড়লেন দুর্গতরা!

Mud Attack on Spanish Royals: স্পেনে বন্যার বলি অন্তত ২১৭, রাজা-রানির মুখে কাদা ছুড়লেন দুর্গতরা!

বিক্ষোভের মুখে স্পেনের রানি লেতিজিয়া (AFP)

সোশালিস্ট পার্টির নেতা এই ঘটনা প্রসঙ্গে বলেন, যে দুর্যোগ ঘটেছে, তাতে মানুষের রাগ হওয়া খুবই স্বাভাবিক। তবে, স্বজনহারাদের অনুভূতির প্রতি সমবেদনা থাকলেও, তিনি 'সমস্ত রকমের হিংসা'র প্রতিবাদ জানিয়েছেন।

প্রকৃতির রোষে স্বজন হারিয়ে রাজ বংশের সদস্য ও প্রধানমন্ত্রীর প্রতি ক্ষোভে ফেটে পড়লেন স্পেনের ভ্যালেনসিয়ার পাইপোর্তা এলাকার বাসিন্দারা। দেশের রাজা, রানি ও প্রধানমন্ত্রী এলাকায় পৌঁছতেই তাঁদের মুখে কাদা ছুড়ে মারলেন ভুক্তভোগীরা। রবিবারের এই ঘটনায় স্বভাবতই বিব্রত স্প্যানিশ প্রশাসন।

উল্লেখ্য়, গত মঙ্গলবারের ভয়াবহ বন্যায় স্পেনে এখনও পর্যন্ত সরকারিভাবে অন্তত ২১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে কেবলমাত্র ভ্যালেনসিয়াতেই ৭০ জনের বেশি বাসিন্দার প্রাণ গিয়েছে। স্বজন হারানো মানুষের হাহাকার ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

এই প্রেক্ষাপটে রবিবার ভ্যালেনসিয়ার দুর্গত এলাকায় আসেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, রানি লেতিজিয়া এবং প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তখনই তাঁদের লক্ষ করে কাদা ছুড়তে শুরু করেন ক্ষুব্ধ বাসিন্দারা।

জনরোষের মুখে এলাকা ছাড়তে বাধ্য হন ওই তিনজন। সূত্রের খবর, এই ঘটনার পর আবারও একবার ওই এলাকায় ভারী বর্ষণ শুরু হয়।

সূত্রের খবর, এলাকায় পৌঁছেই জনরোষের আঁচ পেয়েছিলেন তিন ভিভিআইপি পরিদর্শক। তাঁরা আক্রান্তদের শান্ত করার চেষ্টাও করেন। কিন্তু, তাতে লাভ হয়নি। উলটে, বিক্ষুব্ধ বাসিন্দাদের ছোড়া কাদা রাজা ও রানি মুখে, পোশাকে এসে লাগে!

এই সময় বিক্ষোভকারীদের রাজা-রানি ও প্রধানমন্ত্রীকে চেঁচিয়ে 'খুনি' বলে সম্বোধন করতেও শোনা যায়। নিরাপত্তা আধিকারিকরা দ্রুত তিন বিশিষ্টকে ঘিরে সুরক্ষাবেষ্টনী তৈরি করে ফেলেন এবং কাদা হামলা থেকে তাঁদের বাঁচাতে ছাতা খুলে আড়াল করেন।

তবে, এই ঘটনার পরও কোনও বিরূপ প্রতিক্রিয়া দেননি রাজা ষষ্ঠ ফিলিপ। উলটে তিনি বলেন, যাঁরা এই দুর্যোগে স্বজন হারিয়েছেন, তাঁদের এই 'রাগ ও হতাশা যথেষ্ট যুক্তিযুক্ত'। তাঁর আশা, স্পেনের মানুষও এই ক্ষোভের কারণ নিশ্চয় বুঝতে পারবে।

স্থানীয় সূত্রের দাবি, ক্ষতিগ্রস্ত বাসিন্দারা সবথেকে বেশি ক্ষুব্ধ প্রধানমন্ত্রী সানচেজ এবং ভ্যালেনসিয়ার প্রাদেশিক সরকারের প্রধান কার্লোস ম্যাজনের উপর।

উল্লেখ্য, এই ঘটনার পর ম্যাজন তাঁর এক্স হ্য়ান্ডেলের লিখেছেন, 'আমি অবশ্য়ই এই সামাজিক রাগের কারণ বুঝতে পারছি। আমি এই ক্ষোভ গ্রহণ করছি। এটা আমার রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব।'

সূত্রের দাবি, এই ঘটনায় প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের গাড়ির একটি রেয়ার উইন্ডোও ভেঙে গিয়েছে। আর তারপরই স্থানীয় রাজনীতিকরা এই এলাকা ছেড়ে চলে যান।

সোশালিস্ট পার্টির নেতা এই ঘটনা প্রসঙ্গে বলেন, যে দুর্যোগ ঘটেছে, তাতে মানুষের রাগ হওয়া খুবই স্বাভাবিক। তবে, স্বজনহারাদের অনুভূতির প্রতি সমবেদনা থাকলেও, তিনি 'সমস্ত রকমের হিংসা'র প্রতিবাদ জানিয়েছেন।

পরবর্তী খবর

Latest News

আগামিকাল রাজকুমারের উদয়, তিন রাশির ভাগ্য হবে উজ্জ্বল, কর্মজীবনে আসবে পরিবর্তন টানটান থ্রিলারে শেষ ওভারে জিম্বাবোয়েকে হারাল আফগানরা! নবির ব্যাটিংয়ে সিরিজ জয়… আগামিকাল শুভ যোগে মোক্ষদা একাদশী, করুন এই কাজ, জীবনে খুলবে উন্নতির রাস্তা এবার শুক্র প্রদোষে ৩ বিশেষ শুভ সংযোগ, এইভাবে শিবের উপাসনায় কাটবে সমস্ত দুর্ভোগ রেফারির ভুলে বাঁচল মোহনবাগান? পেনাল্টি দেওয়া হল না? নেটপাড়া বলল ‘সার্কাস লিগ’ ৯০ বছরে পা শ্যাম বেনেগালের, এই বয়সেও একসঙ্গে ২-৩ টি প্রজেক্টে কাজ করছেন! স্বামী বিবেকানন্দ-মাদার টেরেজার টিফো যুবভারতীতে! বাংলাদেশকে ভদ্রতা শেখাল বাগান হাসিনা ‘মা’ হলে ইউনুস ‘বাবা’! পাল্টি খেতে চাপ নেই জয়ের সাহায্য করতে গিয়ে বিপত্তি!অ্যাডিলেডে লোডশেডিংকাণ্ডে গার্ডের ভুলের দায় নিলেন লিয়ন বাংলাদেশে আয়নাঘরে আটক, গুমের নেপথ্যে ‘নির্দেশদাতা’ হাসিনা! এল নয়া রিপোর্ট

IPL 2025 News in Bangla

তাঁর নেতৃত্বে SMAT 2024-র ফাইনালে MP, এবার কি RCB-র দায়িত্ব নেবেন রজত পতিদার? IPL-এ দল না পাওয়া তারকা ক্রিকেটাররা PSL-এ খেলতে চাইছেন না! কারণ জানলে অবাক হবেন রাজস্থানে যোগ দিয়েই গুরু দ্রাবিড়ের কাছে আর্জি নীতীশের! ‘জাতীয় দলে ফিরতে চাই…’ অধিনায়কত্ব থেকে ছাঁটাই করেছিলেন ধোনিকে! এখন গোয়েঙ্কার মুখেই মাহি স্তুতি! বিতর্ক ও বড্ড ভদ্র...রাহুলের সঙ্গে মন কষাকষির দিন শেষ, ভালো কথাই বললেন সঞ্জীব গোয়েঙ্কা KKR অধিনায়কের দৌড়ে রাহানে,বেঙ্কি,রিঙ্কুরা! SMATতে কেমন পারফরমেন্স? নজর রাখা যাক ২৭ কোটিতে LSGতে পন্ত…তবু কিসের আক্ষেপ গোয়েঙ্কার? কেন টানলেন মোহনবাগানের উদাহরণ? ১৭ বছরেও জেতা হয়নি IPL… খরা কাটাতে সবার আগে মাঠে নামল RCB! মাঠে ক্রুণাল,জিতেশরা… ধোনির সঙ্গে খেলতে চাই: CSK-কে ষষ্ঠবার চ্যাম্পিয়ন করতে চান KKR এর প্রাক্তনী আমায় KKR-এ ফেরাতে যা দরকার করবেন…CEO বেঙ্কিকে ফোনে বলেছিলেন বেঙ্কি!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.