বিক্রির প্রক্রিয়ার মধ্যে রয়েছে রিলায়েন্স গ্রুপের বেশ কিছু সংস্থা। ঋণে জর্জরিত সংস্থাগুলি বাঁচানোর মরিয়া প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন গোষ্ঠীর প্রধান অনিল আম্বানি।
ঋণগ্রস্ত সংস্থাগুলির মধ্যেই একটি হল রিলায়েন্স ন্যাভাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। সংস্থাকে বাঁচাতে হরেক পন্থা অবলম্বন করছেন অনিল আম্বানি।
বিজনেস টুডের খবর অনুযায়ী, দেউলিয়া রিলায়েন্স ন্যাভাল শিপইয়ার্ডের জন্য রেজোলিউশন প্ল্যানে ভোট চলছে। দর হাঁকছে বড় বড় বিনিয়োগকারীরা। হ্যাজেল মার্কেন্টাইল ২,৭০০ কোটি টাকার দর হেঁকেছে। এটি শিল্পপতি নিখিল ভি মার্চেন্ট সমর্থিত একটি সংস্থা৷ গত ২৪ ফেব্রুয়ারি থেকে বিডের উপর ভোট চলছে। বৃহস্পতিবার, ১৭ মার্চ সম্পূর্ণ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।
অনিল আম্বানির পদক্ষেপ
উল্লেখযোগ্য বিষয় হল, অনিল আম্বানির রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এই বিডিং প্রক্রিয়া বন্ধ করার চেষ্টা করছে। হ্যাজেল মার্কেন্টাইলের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে সংস্থা। অনিল আম্বানির দরপত্রে অংশগ্রহণের যোগ্যতা নিয়েই সরাসরি প্রশ্ন তোলা হয়েছে।
রয়েছে অন্য প্রস্তাবও: রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার ঋণদাতাদের বকেয়া অর্থের একটি অংশ প্রদান এবং দেউলিয়া সত্তার নিয়ন্ত্রণ ফেরতের জন্য একটি প্রস্তাব জমা দিয়েছে। ২৫ কোটি টাকার টোকেন পরিমাণ থেকে শুরু করে ঋণদাতাদের মোট ২,৫২৫ কোটি টাকা ফিরিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে।
বিপুল দেনার বোঝা
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সহ অন্যান্য আর্থিক পাওনাদারদের পাওনা কত জানেন? ১২,৪২৯ কোটি টাকারও বেশি। সেই টাকা পুনরুদ্ধারের জন্যই রিলায়েন্স নেভালের রেজোলিউশন প্রক্রিয়া শুরু হয়। ২৬ মাস আগেই শুরু হয় সেই প্রক্রিয়া৷ দুই কোম্পানির একটি ইউনিট - হ্যাজেল মার্কেন্টাইল লিমিটেড এবং সোয়ান এনার্জি লিমিটেড - প্রায় ২,৭০০ কোটি টাকায় শিপইয়ার্ডের জন্য বিড করেছে৷ নবীন জিন্দালের কোম্পানিও দর হেঁকেছে।
রিলায়েন্স ন্যাভালের শেয়ারের দাম
রিলায়েন্স ন্যাভালের শেয়ার কেনা বেড়েছে।বিনিয়োগকারীরা আশা করছেন, দেনা মেটানোর প্রক্রিয়ার দিকে যদি বিষয়টি এগোয়, সেক্ষেত্রে শেয়ার চড়বে। অন্যদিকে হ্যাজেল মার্কেন্টাইল সেটা অধিগ্রহণ করলেও বাড়বে দর। ফলে আগেভাগেই বিনিয়োগ করে রাখতে চাইছেন অনেকে।