অন্তাক্ষরী খেলছেন অন্নু কাপুর এবং রেণুকা শাহান। ফিনটেক সংস্থা ক্রেডের জন্য এই বিজ্ঞাপন করেছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। অ্যাডটি থেকে প্রচুর মিমেরও বন্যা অনলাইনে।
বিজ্ঞাপনটা অনেকটা ৯০-এর দশকের টেলিভিশন শোয়ের মতো করে বানানো হয়েছে। ভিডিয়োটির মধ্যে একটি নস্টালজিক ব্যাপার রয়েছে। বিজ্ঞাপনের নির্দিষ্ট কিছু দৃশ্য নিয়ে বেশি আলোচনা হচ্ছে। তাঁদের আশেপাশের ব্যক্তিরা নির্দিষ্ট পরিস্থিতিতে কীভাবে প্রতিক্রিয়া দেন, সেই নিয়েই মজা করছেন সকলে।
আপনাদের জন্য রইল সেই ভিডিয়ো। রইল ভিডিয়োটি নিয়ে বেশ কিছু হাস্যকর মিমও। নিজেই দেখুন ব্যাপারটা কী। ক্রেড টুইটারে ভিডিয়োটি শেয়ার করেছে। দেখুন সেই অ্যাড ভিডিয়ো:
এক ব্যক্তি শেয়ার করেছেন, 'কোনওদিন সকাল ৬ টায় হঠাৎ জেগে উঠলে আমার পরিবার যে প্রতিক্রিয়া দেবে।'
দুই দিনের জন্য বাড়ি ফাঁকা থাকলে যে রিঅ্যাকশন দিই।
সরোজিনী নগরে ২০০ টাকায় ৫০০ টাকার টপ কেনার পর।
৫ টাকা ক্যাশব্যাক পাওয়ার পর।
কলেজে সবাই মিলে বাঙ্ক করে বাড়ি ফেরার সময়।
আপনিও কি ক্রেডের এই ভাইরাল অ্যাডটিতে মজা পেয়েছেন? শেয়ার করুন আপনার অনুভূতি।