এবার লোকসভা নির্বাচনে প্রত্যাশিত ফলাফল হয়নি বিজেপির। ভোটের আগে বিজেপির নেতারা ‘৪০০ পার’ স্লোগান তুললেও শেষমেষ আসন ২৪০-এই আটকে যায়। এই অবস্থায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ না পাওয়ায় আবারও আত্মঘাতী হলেন এক বিজেপি কর্মী। এবার ঘটনাস্থল হরিয়ানার হিসার জেলা। মৃত বিজেপি কর্মীর নাম সুখখবিন্দর (৪৫)। মানসিক অবসাদে ওই বিজেপি কর্মী আত্মঘাতী হয়েছেন
আরও পড়ুন: ‘BJP কর্মীকে পিটিয়ে মেরেছে পুলিশ’ বলে অভিযোগ, স্ত্রীর সামনে ময়নাতদন্তের নির্দেশ
জানা গিয়েছে, সুখবিন্দর চরখি দাদরির নন্দা গ্রামের বাসিন্দা। তিনি ভিওয়ানি জেলায় পরিবহণ বিভাগে কাজ করতেন। সেই সঙ্গে গত দেশ কয়েক বছর ধরে তিনি বিজেপির সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। সুখবিন্দরের ভাই জুগবিন্দর জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল নিরঙ্কুশ সংখাগরিষ্ঠতা না পাওয়ার কারণে ফলাফলের পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সুখবিন্দর। কয়েকদিন আগেই তিনি হিসার জেলায় শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। সেখানেই তিনি বিষ খেয়ে আত্মহত্যা করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, নির্বাচনের ফলাফলের পরেই তিনি একেবারে চুপচাপ হয়ে গিয়েছিলেন। পরিবারের সদস্যদের সঙ্গে খুব বেশি কথা বলতেন না। ঘটনায় পরিবারের বাকি সদস্যরা তাকে অনেক বোঝানোর চেষ্টা করেন। তবে শেষমেষ শুক্রবার রাতে হিসারের মির্জাপুর রোড এলাকার শ্রীনগর কলোনিতে শ্বশুরবাড়িতে তিনি বিষ খান। ঘটনায় তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানেই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
প্রসঙ্গত, এবার বিজেপির খারাপ ফলের পরেই একাধিক কর্মী সমর্থক মানসিক অবসাদে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। এর আগে মহারাষ্ট্রের বিড় লোকসভা কেন্দ্রে বিজেপির ৪ কর্মী সমর্থক একইভাবে আত্মহত্যা করেছিলেন। এই লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী হয়েছিলেন পঙ্কজা মুন্ডে। তিনি নির্বাচনে হেরে গিয়েছিলেন। ৪ জুন ফলপ্রকাশের পর প্রথম কেন্দ্রটিতে আত্মহত্যার ঘটনা ঘটেছিল ৭ জুন। শচীন মুন্ডে নামে লাটুরের বাসিন্দা এক সমর্থক আত্মহত্যা করেছিলেন। এর পর ৯ জুন পাণ্ডুরাং সোনাওয়ানে নামে আরও এক সমর্থন আত্মহত্যা করেন। পরে পোপাট ভৈবাসে নামে আরও এক ব্যক্তি শোকে আত্মঘাতী হয়েছিলেন। পরে গত ১৭ জুন আত্মহত্যা করেছিলেন এর আরও এক বিজেপি সমর্থক। শিরুর কাসের এলাকায় গণেশ বাডে নামে এক ব্যক্তি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন। আর হিসারে এই ঘটনা ঘটল।