মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ধর্মান্তকরণ নিয়ে আবারও একবার কড়া বার্তা দিলেন। তিনি বলেন, ‘ধর্মান্তরকরণের মতো কাজ বন্ধ করতে ধর্মান্তর বিরোধী আইন করা উচিত। রবিবার ভোপালের এমপি নগরে একটি শিক্ষাগত এবং বহুমুখী দক্ষতা উন্নয়ন কেন্দ্রের উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী শিবরাজ এ কথা বলেন। মুখ্যমন্ত্রী চৌহান বলেন, ‘ধর্মান্তরের দুষ্টচক্র বন্ধ করার জন্য একটি কঠোর আইন প্রণয়ন করা উচিত। কারণ ধর্মান্তরের ঘটনা এখনও কোনও না কোনওভাবে ঘটে চলছে৷’
এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী গ্রাম সভাকে ক্ষমতা দেওয়ার কথাও বলেছেন তিনি বলেন, ‘ধর্মান্তরের ফাঁদ বন্ধ করতে একটি আইন করা উচিত। ভুল পদ্ধতিতে বা ফাঁদ পেতে অনেকেই বিয়ে করে জমি হাতিয়ে নেয়। সেই জমিটি প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়ার অধিকার গ্রামসভার থাকবে।’ তিনি আরও বলেন, ‘অন্য ধর্মের কিছু মানুষ শুধু জমি কেনার জন্য উপজাতীয় পরিবারের মেয়েকে বিয়ে করে। এটা প্রেম নয়, এটা প্রেমের নামে 'জিহাদ', আর আমি এগুলি হতে দেব না।’
চৌহান এর আগে দিল্লিতে শ্রদ্ধা ওয়াকারের জঘন্য হত্যাকাণ্ডের বিষয়ে মন্তব্য করতে গিয়ে লাভ জিহাদ নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন। এর বিরুদ্ধে একটি নতুন আইন প্রবর্তন করার কথাও জানিয়েছিলেন।মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিরোধীরা। তাঁদের বক্তব্য, রাজনৈতিক স্বার্থে কোনও দায়িত্বশীল নেতার এই ধরনের দায়িত্বহীন বিবৃতি দেওয়া উচিত নয়। কংগ্রেস নেতা গোবিন্দ সিং বলেন, ‘ রাজ্য সরকার মিথ্যা ছাড়া আর কিছুই বলে না। লাভ-জিহাদ সম্পূর্ণরূপে ভুয়ো। ভারতের সংবিধান যেকোনও ধর্মের মানুষের যে কোনও ধর্মের কাউকে বিয়ে করার অধিকারন্ডে। এটা দেশ বদলের ষড়যন্ত্র।’