সোমবার রাতে তিহাড় জেল থেকে বেরিয়ে গেলেন অনুব্রত মণ্ডল। মুক্তি পেলেন কেষ্ট। তিহাড় জেলের ৩ নম্বর গেট থেকে বের হলেন অনুব্রত ওরফে কেষ্ট মণ্ডল। ফুল দিয়ে স্বাগত জানানো হল তাঁকে। গরু পাচার মামলায় ইডির মামলাতেও জামিন পেয়েছেন তিনি। মেয়ে সুকন্যা মণ্ডলও অপেক্ষা করছিলেন তিহাড় জেলের বাইরে। এদিকে সোমবারই কলকাতায় ফিরতে পারেন কেষ্ট মণ্ডল। আইনজীবীদের গাড়িও রয়েছে তাঁদের সঙ্গে। মেয়ে একটি হাওয়াই চটি নিয়ে এসেছিলেন। জেলের চটি ফেলে দিয়ে সেটা অনুব্রত পরে নেন।
জেল থেকে বেরিয়ে দিল্লি বিমানবন্দরের দিকে রওনা দিয়েছেন কেষ্ট মণ্ডল। ১৮ মাস পরে মুক্তি পেলেন তিনি। সিবিআইয়ের পর ইডির মামলাতেও জামিন পেয়েছেন তিনি। তিহাড় থেকে বেরিয়েই তিনি এয়ারপোর্টের দিকে রওনা দেন।
এদিকে তিহাড় থেকে বেরিয়ে আসার পরে বাবাকে দেখেই চোখে জল সুকন্যার। এক পুজোর আগে তাকে গ্রেফতার করা হয়েছিল। আর এক পুজোর আগে মুক্তি পেলেন অনুব্রত।
অনুব্রতর আইনজীবী দাবি করেছিলেন গরু পাচারের টাকা যে সরাসরি অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্টে এসেছে তার কোনও প্রমাণ দেখাতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে অনুব্রতর জামিন পাওয়ার খবরে স্বাভাবিকভাবেই স্বস্তিতে তৃণমূল।
এবার অনুব্রত বীরভূমে ফিরলে ঠিক কী ধরনের অভ্যর্থনা দেওয়া হয় তাকে সেটাও দেখার। সব মিলিয়ে সিউড়িতে শুরু হয়েছে মিষ্টিমুখ। বীরভূমের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে আবীর খেলা। উচ্ছাস প্রকাশ করছে তৃণমূল। গত কয়েকদিন ধরেই এই ছবি।
এদিকে অনুব্রতর জামিনের পেছনে একাধিক শর্ত আরোপ করেছে আদালত। তাকে পাসপোর্ট জমা রাখতে হবে। তিনি সাক্ষীদের প্রভাবিত করতে পারবেন না। দিল্লি ও বীরভূমে অনুব্রতর বসবাসের ঠিকানা আগাম জানিয়ে রাখতে হবে অনুব্রত মণ্ডলকে।
২০২২ সালের ১১ অগস্ট গরু পাচার মামলায় গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতার করেছিল সিবিআই। একই মামলায় ১৬ নভেম্বর তাকে গ্রেফতার করেছিল ইডি। সেবার একেবারে বীরভূমের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। সিবিআইয়ের পর এবার ইডির মামলাতেও জামিন পেলেন অনুব্রত মণ্ডল।
বাবা ও মেয়ে উভয়েই থাকতেন তিহাড় জেলে। কন্যা ১০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছেন। এবার মুক্তি পেলেন বাবাও। এদিকে অনুব্রতর মুক্তির ঘটনা কার্যত রাজ্য রাজনীতিতেও শোরগোল ফেলে দিয়েছে। তিহাড় থেকে মুক্তি পেলেন অনুব্রত। ঢাক বাজবে বীরভূমে। তার আগেই বীরভূমের পথে কেষ্ট মণ্ডল। এবার অনুব্রতর ভূমিকা রাজনীতিতে কী হয় সেটাও দেখার। অনেকেরই এনিয়ে আগ্রহ রয়েছে।