বাংলা নিউজ > ঘরে বাইরে > Anubrata Mondal At Tihar Jail: বাংলা নববর্ষ তিহাড় জেলেই কাটবে কেষ্টর, বাড়ল হেফাজতের মেয়াদ

Anubrata Mondal At Tihar Jail: বাংলা নববর্ষ তিহাড় জেলেই কাটবে কেষ্টর, বাড়ল হেফাজতের মেয়াদ

অনুব্রত মণ্ডল

জেল বদলের আবেদনের শুনানিও এদিন হয়নি। আগামী ৫ মে কেষ্ট মণ্ডলের এই আবেদনের শুনানি করবে রাউস অ্যাভিনিউ আদালত। এদিন আদালত থেকে বের হওয়ার সময় শারীরিক অসুস্থতার কথা সংবাদমাধ্যমকে জানিয়ে অনুব্রত মণ্ডল বলেন, ‘‌আমার শ্বাসকষ্ট রয়েছে।’‌ দু’‌দফায় ইডি হেফাজতে থাকার পর অনুব্রত মণ্ডলকে তিহাড় জেলে নিয়ে যাওয়া হয়।

পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষে নয়াদিল্লির তিহাড় জেলেই থাকতে হবে অনুব্রত ওরফে কেষ্ট মণ্ডলকে। আজ, সোমবার আইনজীবীদের কর্মবিরতির জেরে হল না তাঁর আবেদনের শুনানি। বীরভূমের বেতাজ বাদশা কেষ্টকে আবার জেল হেফাজত পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। গরুপাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে নয়াদিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। ওইদিনই আদালতে তোলা হবে অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারিকেও।

এদিকে গত শনিবার নয়াদিল্লির রোহিণী এলাকায় খুন হন দ্বারকা আদালতের এক আইনজীবী। এই খুনের প্রতিবাদে আজ, সোমবার কর্মবিরতির ডাক দেন নয়াদিল্লির আইনজীবীরা। তাই আইনজীবীদের কর্মবিরতির জেরে আজ রাউস অ্যাভিনিউ আদালতে হয়নি অনুব্রত মণ্ডলের মামলার শুনানি। আইনজীবী না থাকায় বিচারকের ঘরেই পেশ করা হয় বীরভূম তৃণমূল কংগ্রেসের দোর্দণ্ডপ্রতাপ জেলা সভাপতিকে। তখন আগামী ১২ দিনের জন্য অনুব্রত মণ্ডলকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। চলতি বছরের ১৫ এপ্রিল আবার তাঁর মামলার শুনানি হবে।

অন্যদিকে আজ একেবারে অন্য রূপে দেখা দেন অনুব্রত মণ্ডল। এদিন হেঁটে নয়, বরং হুইলচেয়ারে বসে আদালতে ঢোকেন। পরনে ছিল টি–শার্ট এবং ট্রাউজার। আদালতে ঢোকার সময় সাংবাদিকদের দেখে এগিয়ে আসেন কেষ্ট নিজেই। আর কুশল বিনিময় করেন। জিজ্ঞাসা করেন সবাইকে, ‘‌ভাল আছো?’‌ সাংবাদিকরা প্রশ্ন করেন, আপনি কেমন আছেন?‌ তিনি উত্তর দেন, ‘‌আমার শরীর ভাল নেই। বুকে ব্যথা এবং শ্বাসকষ্টের সমস্যাও রয়েছে। জামিন পেলে ভাল হয়।’‌ তিহাড়ের বদলে আসানসোল জেলে যেতে চেয়ে আগেই আবেদন করেছিলেন অনুব্রত। আদালতে বলেছিলেন, ‘‌প্রয়োজন হলে কেন্দ্রীয় তদন্তকারীরা আসানসোল জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করুক। পরবর্তীকালে আবার নয়াদিল্লিতে আসার ক্ষেত্রেও কোনও সমস্যা নেই।’‌

আর কী জানা যাচ্ছে?‌ জেল বদলের আবেদনের শুনানিও এদিন হয়নি। আগামী ৫ মে কেষ্ট মণ্ডলের এই আবেদনের শুনানি করবে রাউস অ্যাভিনিউ আদালত। এদিন আদালত থেকে বের হওয়ার সময় শারীরিক অসুস্থতার কথা সংবাদমাধ্যমকে জানিয়ে অনুব্রত মণ্ডল বলেন, ‘‌আমার শ্বাসকষ্ট রয়েছে।’‌ দু’‌দফায় ইডি হেফাজতে থাকার পর অনুব্রত মণ্ডলকে তিহাড় জেলে নিয়ে যাওয়া হয়। নয়াদিল্লির সংশোধনাগারে নিয়ে যাওয়ার পরই বারবার অসুস্থ হয়ে পড়েন অনুব্রত মণ্ডল। এখন তাঁকে নিয়মিত ইনহেলার এবং নেবুলাইজার ব্যবহারের অনুমতি দিয়েছে জেল কর্তৃপক্ষ বলে সূত্রের খবর।

ঘরে বাইরে খবর

Latest News

নরকিয়ার গতিকে তাচ্ছিল্য করে একই ওভারে অবলীলায় ২টি ছক্কা হাঁকালেন অশ্বিন-ভিডিয়ো ঝড়গ্রামের মেয়ে, স্কুলে পড়াকালীন অডিশন দেন, কীভাবে পড়শোনা করেন আরাত্রিকা? জেলে হার্ট অ্যাটাক ৫ বারের বিধায়কের, মৃত্যু পূর্ব UP-র 'ত্রাস' মুখতার আনসারির 'তিনদিন বিছানা ছেড়ে উঠতেই পারিনি', RR-কে জিতিয়ে চমকে দেওয়া স্বীকারোক্তি রিয়ানের ধনু-মকর-কুম্ভ-মীনের শুক্রবার কেমন কাটবে? জানুন রাশিফল ধোনি ভালো ক্যাচ ধরেছে,তবে রাহানে আরও বেশি ফিট-বুড়োদের পারফরম্যান্সে মজেছেন বীরু সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.