বাংলা নিউজ > ঘরে বাইরে > Anurag Thakur: 'টাকা, পেন্টিংয়ের বিনিময়ে' জাতীয় পুরস্কার? কে মিস্টার আর? প্রিয়ঙ্কাকে নিশানা করে বিস্ফোরক অভিযোগ অনুরাগের

Anurag Thakur: 'টাকা, পেন্টিংয়ের বিনিময়ে' জাতীয় পুরস্কার? কে মিস্টার আর? প্রিয়ঙ্কাকে নিশানা করে বিস্ফোরক অভিযোগ অনুরাগের

অনুরাগ ঠাকুর। (Photo by Sanjeev Verma/ Hindustan Times) (Hindustan Times)

অনুরাগ ঠাকুর বলেন, ' এবার কংগ্রেসের দুর্নীতির নতুন মডেল আসছে। এফএটিএফ একটি কেস স্টাডি পাবলিশ করেছে, যেখানে বলা হচ্ছে, কীভাবে প্রাক্তন ভারতীয় কেন্দ্রীয় মন্ত্রী ইউপিএ সরকারে থাকাকালীন চাপ দিয়েছিলেন এক ব্যক্তিকে যাতে তিনি প্রিয়াঙ্কা গান্ধী বঢরার মাঝারি মানের পেইন্টিং ২ কোটি টাকায় কেনেন।'

এবার এফএটিএফ (ফিনান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্স) এর কেস স্টাডি উল্লেখ করে এবার কংগ্রেসের দিকে আক্রমণ শানালেন। সদ্য এফএটিএফের একটি রিপোর্টে কেস স্টাডি হিসাবে তুলে ধরা হয়েছে ভারতের এক শিল্পীর পেন্টিং বিক্রির প্রসঙ্গ। এফএটিএফ-এর অভিযোগে বলা হচ্ছে, কোনও এক নামী ব্যাঙ্কার এক পার্টির সদস্যের ‘ঘনিষ্ঠ আত্মীয়’এর থেকে পেন্টিং কিনে নেন। অভিযোগ, জাতীয় পুরস্কার পাওয়ার বদলে ওই আঁকা কিনতে হয় তাঁকে।

এই ইস্যুতে মুখ খুলে সরাসরি কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভঢরার দিকে অভিযোগ তোলেন তিনি। অনুরাগ ঠাকুর বলেন, ' এবার কংগ্রেসের দুর্নীতির নতুন মডেল আসছে। এফএটিএফ একটি কেস স্টাডি পাবলিশ করেছে, যেখানে বলা হচ্ছে, কীভাবে প্রাক্তন ভারতীয় কেন্দ্রীয় মন্ত্রী ইউপিএ সরকারে থাকাকালীন চাপ দিয়েছিলেন এক ব্যক্তিকে যাতে তিনি প্রিয়াঙ্কা গান্ধী বঢরার মাঝারি মানের পেইন্টিং ২ কোটি টাকায় কেনেন।'উল্লেখ্য, এফএটিএফ-এর রিপোর্টে ‘ মানি লন্ডারিং অ্যান্ড টেররিস্ট ফিনান্সিং ইন দ্য আর্ট অ্যান্ড অ্যান্টিক মার্কেট’ সংক্রান্ত নথিতে এই অভিযোগ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, যে শিল্পকীর্তির কোনও দাম নেই, সেই শিল্পকীর্তি বেশি দামে কেনা হয়েছিল, আর তা কিনেছিলেন একজন ব্যাঙ্কার। তবে সেই রিপোর্টে কোনও রাজনীতিবিদ বা ব্যাঙ্কারের নাম উল্লেখ করা নেই। অনুরাগ ঠাকুর বলেন, যে এফএটিএফ পাকিস্তানের সন্ত্রাসের সঙ্গে ইসলামাবাদের আর্থিক যোগ খতিয়ে দেখে, সেই প্রতিষ্ঠানের নাম উঠে আসছে ভারতের এক প্রভাবশালী পরিবারের বিষয়ে আলোচনা করতে। ( 'ডিক্টেটরের মতো...' মোদীকে তোপ খাড়গের, উঠল দ.কোরিয়া, চিনে ভাষণ প্রসঙ্গ)

অনুরাদ ঠাকুর বলছেন,' এটা খুবই লজ্জার বিষয় যে, গান্ধী পরিবারের দুর্নীতির ঘটনা কেস স্টাডি হয়ে যাচ্ছে। তা বলা হচ্ছে গোটা বিশ্বকে। আর তা কে বলছে, না , এমন অক প্রতিষ্ঠান, যারা সারা বিশ্বে সন্ত্রাসে আর্থিক যোগের ওপর নজরদারি করে।'  অনুরাগ ঠাকুর বলছেন, এতদিন পর্যন্ত মিডিয়া ও সাধারণ মানুষ এফএটিএফ সম্পর্কে আলোচনা করতেন শুধুমাত্র পাকিস্তানকে সন্ত্রাসে আর্থিক মদত ইস্যুতে ধূসর তালিকায় রাখা নিয়ে। আর এখন গান্ধী পরিবার প্রসঙ্গে প্রতিষ্ঠান আলোচনায় আসছে। এরপরই প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে নিয়ে সরাসরি কয়েকটি প্রশ্ন তোলেন অনুরাগ ঠাকুর। তাঁর প্রশ্ন, ‘পদ্মভূষণ কি কোনও টাকা আর পেন্টিংয়ের বদলে দেওয়া হয়েছিল?.. কতগুলি জাতীয় পুরস্কার বিক্রি করা হয়েছে?’ এছাড়াও প্রিয়ঙ্কাকে জনৈকি ‘মিস্টার আর’কে নিয়ে প্রশ্ন করেন অনুরাগ। জানতে চান কে ওই মিস্টার আর? যিনি পেন্টিং কেনা ও টাকার লেনদেনের সঙ্গে ছিলেন জড়িত?

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup  

 

 

 

 

বন্ধ করুন