বাংলা নিউজ > ঘরে বাইরে > প্রধানমন্ত্রীর জন্য বিদেশ থেকে সাহায্য পাচ্ছে ভারত! মোদীর হয়ে ব্যাট ধরলেন অনুরাগ

প্রধানমন্ত্রীর জন্য বিদেশ থেকে সাহায্য পাচ্ছে ভারত! মোদীর হয়ে ব্যাট ধরলেন অনুরাগ

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (ছবি সৌজন্যে পিটিআই)

রাহুল গান্ধীর বিরুদ্ধে মোদীর হয়ে ব্যাট ধরতে ময়দানে নামলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর।

করোনা আবহে কেন্দ্রীয় সরকারের নীতিকে ঠিক প্রমাণ করতে এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে মোদীর হয়ে ব্যাট ধরতে ময়দানে নামলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। করোনা পরিস্থিতিতে বারংবারং কেন্দ্রীয় নীতির বিরোধিতায় সরব হয়েছে কংগ্রেস সহ বাকি বিরোধী দলগুলি। এদের মধ্যে সব থেকে বেশি সুর চড়িয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা বর্তমানে সে দলের সাংসদ রাহুল গান্ধী। এবার সেই রাহুল গান্ধীকেই জবাব দিলেন অনুরাগ ঠাকুর।

এদিন রাহুল গান্ধীকে আক্রমণ শানিয়ে অনুরাগ বলেন, 'এই সংকটের সময় রাহুল গান্ধী যদি রাজনীতি করতে চান, তাহলে তিনি তা করতেই পারেন।' পাশাপাশি অনুরাগ ঠাকুর দাবি করেন, এই পরিস্থিতিতে ভারত যে বিদেশ থেকে সাহায্য পাচ্ছে তা কেবলমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য।

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এদিন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানুষের প্রাণ বাঁচানোর লক্ষ্যে সকল সম্ভাব্য পদক্ষেপ নিচ্ছেন। আমরা করোনার প্রথম ধাক্কার সময় বহু দেশকে সাহায্য করেছিলাম। এর কারণেই এখন দ্বিতীয় ঢেউয়ের সময় সবাইকে ভারতকে সাহায্য করতে এগিয়ে এসেছে। বিভিন্ন দেশ এবং তাদের রাষ্ট্রপ্রধানরা ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।'

পাশাপাশি এদিন বিজেপি নেতা দাবি করেন যে তাঁর নিজের সংসদীয় কেন্দ্রে খুব শীঘ্রই তিনটি অক্সিজেন প্ল্যান্ট বসানো হবে। এর ফলে সেখানে প্রাণবায়ুর সংকট মিটে যাবে। আগামী ১০-১৫ দিনের মধ্যেই প্রথম অক্সিজেন প্ল্যান্টটি কাজ করা শুরু করে দেবে তিনি দাবি করেন। পাশাপাশি তাঁর বক্তব্য, আগামী এক মাসের মধ্যেই তাঁর কেন্দ্র হরিমপুরে তিনটি অক্সিজেন উৎপাদনকারী প্ল্যান্ট চালু হয়ে যাবে। এছাড়াও তাঁর রাজ্য হিমাচলপ্রদেশে পিএম কেয়ারের টাকায় অনেকগুলি অক্সিজেন প্ল্যান্ট বসানো হবে বলে জানান অনুরাগ ঠাকুর। এছাড়া হিমাচলপ্রদেশের স্বাস্থ্যকেন্দ্রগুলিতে খুব শীঘ্রই পিপিই কিট, অক্সিজেন কনসেন্ট্রেটর সহ একাধিক সরঞ্জাম সরবরাহ করা হবে বলে জানা তিনি।

ঘরে বাইরে খবর

Latest News

'এটা করা যায় না… ৬ মাসে…', এই রাজ্যের সরকারি কর্মীদের পক্ষে বড় রায় আদালতের মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল প্রথম দফায় সব বুথে কেন্দ্রীয় বাহিনী, মোতায়েন নিয়ে অনিশ্চিত নির্বাচন কমিশন মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল ধনু রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল বৃশ্চিক রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল তুলা রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল টিম মিটিংয়ের বক্তব্য চিরকুটে লিখে নিলেও,নিজের হাতের লেখা পড়তে পারেনি পন্ত- কাইফ কন্যা রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.