এক বছরে রিটার্ন মিলেছে ২৬০ শতাংশের বেশি। চলতি বছরের শুরু থেকে ১০৩ শতাংশের বেশি টাকা ফেরত পেযেছেন লগ্নিকারীরা। শেয়ার বাজারে এমনই দুরন্ত ছন্দ ধরে রেখেছে এপিএল অ্যাপোলো টিউব।
গত বছরের সেপ্টেম্বরে ভারতের অন্যতম শীর্ষ সংস্থা এপিএল অ্যাপোলো টিউবের প্রতিটি শেয়ারের দাম চিল ৪৮০ টাকা। যা এখন বেড়ে ১,১৭৫০ টাকায় ঠেকেছে। মঙ্গলবার ব্রোকারেজ মোতিলাল ওসওয়ালের তরফে জানানো হয়েছে, বিভিন্ন রকমের দ্রব্য এবং পুরো দেশে উপস্থিতির জেরে এপিএল অ্যাপোলো টিউবের ঝুঁকি কমেছে। ব্রোকারেজ সংস্থার মতে, আগামিদিনে আরও উত্থানের সাক্ষী থাকবে এপিএল অ্যাপোলো টিউবের শেয়ার।
তবে শুধু এপিএল অ্যাপোলো টিউব নয়, চলতি বছর শেয়ার বাজারে ব্যাপক লাভবান হয়েছেন একাধিক সংস্থা। তেমনই একটি সংস্থা হল রাঘব প্রোডাক্টিভিটি এনহানসার্স। রাকেশ ঝুনঝুনওয়ালার সংস্থায় লগ্নির ঘোষণার পর থেকেই সংস্থার চড়চড়িয়ে বাড়ছে। গত এক মাসে (চলতি মাসের গোড়ার দিকে পরিসংখ্যান অনুযায়ী) তা ১৪ শতাংশ রিটার্ন দিয়েছে। শুধু তাই নয়, সেই সংস্থায় পাঁচ বছর আগে এক লাখ টাকা বিনিয়োগ করলে এখন ২৮.৫ লাখ টাকার মতো মিলত।
রাঘব প্রোডাক্টিভিটি এনহানসার্সের শেয়ার বাজারের ইতিহাস অনুযায়ী, কেউ যদি এক লাখ টাকা বিনিয়োগ করেন, তাতে ১.০৫ লাখ টাকা ফেরত মিলবে। এক মাস আগে সেই অর্থ ঢাললে ১.৪ লাখ রিটার্ন পাবেন লগ্নিকারীরা। ছ'মাস আগে যদি এক লাখ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে ৩.৩ লাখ টাকা মিলবে। এক বছর আগে টাকা দিলে মিলবে ৭.৫ লাখ টাকা। যদি ২০১৬ সালের ১৩ এপ্রিলের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে বাজার বন্ধের সময় এক লাখ টাকা দিয়ে থাকেন, তাহলে ২৮.৬৬ লাখ টাকা ফেরত মিলবে।
(বিশেষ দ্রষ্টব্য বা সতর্কীকরণ : বিশেষজ্ঞের মতে একান্তভাবেই তারং নিজস্ব মত। তাতে হিন্দুস্তান টাইমস বাংলার কোনও মত নেই)।