পুরোদমে রাশিয়ার স্পুটনিক ভি টিকাকরণ শুরু হল দেশে। এই টিকাকরণের জন্য অ্যাপোলো হাসপাতালের সঙ্গে চুক্তিবদ্ধ হল ডঃ রেড্ডি'স ল্যাবোরেটরিজ। আজকে থেকেই হায়দরাবাদে শুরু হয়ে গেল স্পুটনিক ভি-এর টিকাকরণ। মঙ্গলবার থেকে বিশাখাপট্টনমে শুরু হবে স্পুটনিক ভি-এর টিকাকরণ। এই টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করা যাবে কোউইনের মাধ্যমেই।
উল্লেখ্য, একদিন আগেই দ্বিতীয় দফায় রাশিয়ার কোভিড-১৯ টিকা স্পুটনিক-ভি এসে পৌঁছায় হায়দরাবাদের বিমান বন্দরে। এর আগে প্রথম দফার স্পুটনিক-ভি দেশে এসেছিল ১ মে। ১৪ মে, ডঃ রেড্ডি'স ল্যাবরেটরিজ ভারতের বাজারে স্পুটনিক-ভি ভ্যাকসিনের বাণিজ্যিকীকরণ প্রক্রিয়া শুরু করে। ওই দিনই প্রথম ডোজ দেওয়া হয় হায়দরাবাদে।
রেড্ডি কর্তৃপক্ষ জানিয়েছে, আমদানিকৃত এই ভ্যাকসিনের প্রতি ডোজের দাম হবে ৯৪৮ টাকা যোগ ৫ শতাংশ জিএসটি। অর্থাত্ টিকার প্রতি ডোজ়ের দাম পড়বে ৯৯৫.৪ টাকা। তবে এখানে উৎপাদন শুরু হলে দাম কমার সম্ভাবনা আছে।
এই টিকার আগমনে বর্তমানে দেশে মিলবে তিন ধরনের কোভিড টিকা। কোভিশিল্ড, কোভ্যাক্সিন ও স্পুটনিক ভি। অ্যাডিনোভাইরাস সম্বলিত টিকা স্পুটনিক ভি দিয়েই রাশিয়ায় গণ টিকাকরণ হয়েছে। এই টিকাকে স্বীকৃতি দিয়েছে বিশ্বের ৫৯টিরও বেশি দেশ। এই টিকা গ্যাম-কোভিড-ভ্যাক নামেও পরিচিত। মূলত দুটি অ্যাডিনোভাইরাস দিয়ে তৈরি স্পুটনিক ভি।