হিমাচল প্রদেশ কংগ্রেস সোমবার বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াতকে একহাত নিয়েছে। সোনিয়া গান্ধীর বিরুদ্ধে তিনি ‘বোকা বোকা’ মন্তব্য করেছিলেন বলে দাবি কংগ্রেসের। প্রবীণ রাজনীতিবিদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ প্রমাণ করার জন্য চ্যালেঞ্জ জানিয়েছে কংগ্রেস। না হলে তাঁর তার মন্তব্যের জন্য আইনি ব্যবস্থা নেওয়া হবে। কঙ্গনার অভিযোগ, কংগ্রেস শাসিত হিমাচল প্রদেশ সরকার ঋণ নিয়ে সেই টাকা সোনিয়া গান্ধীর দিকে ঘুরিয়ে দিয়েছে।
হিমাচল প্রদেশের মন্ত্রী বিক্রমাদিত্য সিং সাংবাদিকদের বলেন, সোনিয়া গান্ধীকে নিয়ে কঙ্গনার মন্তব্য মান্ডি সাংসদের 'বৌদ্ধিক দেউলিয়াকেই ' সামনে এনেছে। তিনি আরও বলেছেন যে তিনি যদি তার বক্তব্যের পক্ষে প্রমাণ দিতে ব্যর্থ হন তবে কংগ্রেস তার বিরুদ্ধে মানহানির মামলা করবে।
তিনি বলেন, 'কেন্দ্র থেকে আসা অর্থ বা উন্নয়নের জন্য রাজ্যের তহবিল সোনিয়া গান্ধীকে দেওয়া হচ্ছে, এরকম কথার থেকে বড় বোকামির কথা আর হতে পারে না।
তিনি বলেন, ‘আমি বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াতকে খোলাখুলিভাবে চ্যালেঞ্জ করছি যে এ টাকা অন্যত্র সরানো হয়েছে তার প্রমাণ দেখান বা কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর কাছে ক্ষমা চাইতে হবে তাঁর বিরুদ্ধে এই ধরনের ভিত্তিহীন এবং অযাচিত অভিযোগ করার জন্য। অন্যথায়, কংগ্রেস তার বিরুদ্ধে মানহানির মামলা করবে,’ মান্ডি লোকসভা কেন্দ্রে অবশ্য় কঙ্গনার কাছে পরাজিত হয়েছিলেন তিনি।
এদিকে কঙ্গনা অভিযোগ করেছিলেন যে, হিমাচল সরকার তাদের কোষাগার ফাঁকা করে দিয়েছে, রাজ্য সরকারের কাছ থেকে দুর্যোগ ঋণ নিয়েছে এবং সেই অর্থ সোনিয়া গান্ধীর দিকে সরিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস সাংসদ কঙ্গনা রানাওয়াত।
'তারা ঋণ নিয়ে সোনিয়া গান্ধীকে দেয়, যার ফলে রাজ্যের কোষাগার ফাঁকা হয়ে গেছে। আমরা (কেন্দ্র) বিপর্যয় তহবিল দিলে তা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে যায়, কিন্তু সবাই জানে যে সেখান থেকে তা সোনিয়ার ত্রাণ তহবিলে যায়।
কঙ্গনাকে কটাক্ষ করে বিক্রমাদিত্য সিং বলেন, বিজেপি নেত্রী ভিত্তিহীন মন্তব্য করছেন কারণ তিনি হতাশ যে তাঁর ছবি 'ইমার্জেন্সি' মুক্তির জন্য সময়মতো সেন্সর বোর্ড ছাড়পত্র দেয়নি।
বিজেপি সাংসদ সচরাচর হিমাচল প্রদেশে যান না, কিন্তু সেন্সর বোর্ড তাঁর ছবি ব্লক করে দেওয়ায় তিনি হয়তো দুঃখ পেয়েছেন এবং মানালিতে তাঁর বাড়ি থেকে ভিত্তিহীন মন্তব্য করছেন।
কঙ্গনা সম্প্রতি বলেছিলেন যে সেন্সর বোর্ডে ‘জরুরি অবস্থা’ আটকে ছিল। প্রসঙ্গত ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন বিজেপি সাংসদ।
(পিটিআই থেকে ইনপুট সহ)