বাংলা নিউজ > ঘরে বাইরে > Tim Cook Salary: 'বড্ড বেশি পাই,' নিজের বেতন অর্ধেক কমিয়ে দিলেন Apple-এর CEO

Tim Cook Salary: 'বড্ড বেশি পাই,' নিজের বেতন অর্ধেক কমিয়ে দিলেন Apple-এর CEO

আইফোন হাতে অ্যাপেলের CEO টিম কুক। ফাইল ছবি: রয়টার্স (Reuters)

Tim Cook Salary: অ্যাপলের সিইও টিম কুক জানিয়েছেন, বেতন প্রায় ৫০% কমিয়ে দেবেন। কেন? যুক্তি দেখিয়ে টিম কুক বলেন, তাঁর মতে, বর্তমানে বড্ড বেশি বেতন পান তিনি। সেই কারণেই এই সিদ্ধান্ত। তাঁর বিশ্বাস, এর মাধ্যমে সংস্থার অন্য উর্ধ্বতন কর্মকর্তাদের জন্যও একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন তিনি।

Tim Pay Cut: সবাই সাধারণত বেতন আরও বাড়াতে চান। কিন্তু সেই স্রোতের বিপরীতে গিয়ে নিজের বেতন হ্রাসের ঘোষণা করলেন অ্যাপলের সিইও টিম কুক। তিনি জানিয়েছেন, বেতন প্রায় ৫০% কমিয়ে দেবেন। কেন? যুক্তি দেখিয়ে টিম কুক বলেন, তাঁর মতে, বর্তমানে বড্ড বেশি বেতন পান তিনি। সেই কারণেই এই সিদ্ধান্ত। তাঁর বিশ্বাস, এর মাধ্যমে সংস্থার অন্য উর্ধ্বতন কর্মকর্তাদের জন্যও একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন তিনি। আরও পড়ুন:  'এবার শুধু সমুদ্রের ধারে বসে ল্যাদ খাব,' কোটি কোটি টাকার চাকরি ছাড়লেন CEO

টিম কুক এক সাম্প্রতিক বিবৃতিতে বলেন, 'আমি বরাবরই দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে নেতৃত্ব দেওয়াতে বিশ্বাসী। আমার মতে, নেতৃত্ব প্রদানকারী অবস্থানে থাকা ব্যক্তিদের প্রয়োজনের অতিরিক্ত বেতন নেওয়া উচিত নয়।' টিম কুক বলেন তাঁর বিশ্বাস, একজন সিইও-র বেতন সংস্থার কার্যক্ষমতা এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত্।

অবিলম্বেই টিম কুকের বেতনে এই হ্রাস কার্যকর হবে। কিন্তু তাঁর জন্য যে টাকাটা বরাদ্দ ছিল সেটার কী হবে? তিনি জানালেন, এই বাড়তি টাকা সংস্থার কর্মচারীদের উদ্দেশে বিনিয়োগে এবং দাতব্য কাজে ব্যবহার করা হবে। এর পাশাপাশি তিনি বলেন, আমি এটুকু নিশ্চিত করতে চাই, যাতে অ্যাপলের কর্মীরা প্রত্যেকে ভাল পারিশ্রমিক পান। তিনি ব্যাখা করেন, এই বেতন হ্রাসের বিষয়টি খুবই ছোট একটি পদক্ষেপ মাত্র। অ্যাপেলের বৃহত্তর লক্ষ্য অর্জনের প্রচেষ্টার একটি ক্ষুদ্র অংশ এটি।

অ্যাপেলের কর্মী এবং শেয়ারহোল্ডাররা টিম কুকের এই সিদ্ধান্তের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। অনেকেই টিম কুকের নেতৃত্ব প্রদানের পদ্ধতি এবং কর্মীদের মধ্যে সমতা বজায় রাখার এই ভাবনাকে স্বাগত জানিয়েছেন।

এই বিষয়ে অ্যাপলের এক কর্মী বলেন, এর থেকেই প্রমাণিত হয় যে টিম কুক সত্যিই অ্যাপলের প্রত্যেকের মঙ্গল চান। সংস্থা যাতে সফল হয়, তার জন্য ব্যক্তিগত ত্যাগস্বীকার করতেও তিনি পিছপা হন না।

এখন কত বেতন পাবেন অ্যাপেলের CEO?

এই বেতন হ্রাসের ফলে এবার প্রায় ৪৯ মিলিয়ন মার্কিন ডলার বেতন পাবেন অ্যাপেলের CEO । ভারতীয় মুদ্রায় যা ৩৯৮ কোটি টাকারও বেশি।

এর আগে ২০২২ সালে টিম কুক ৯৯.৪ মিলিয়ন মার্কিন ডলার বেতন নিয়েছেন। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮১১ কোটি টাকা। এর মধ্যে ৩ মিলিয়ন ডলার বেস বেতন। বাকি প্রায় ৮৩ মিলিয়ন ডলার অ্যাপেলের শেয়ার ও বোনাসের মাধ্যমে পেয়েছেন। আরও পড়ুন: জীবনের প্রথম বেতনই বছরে ২.৪ কোটি টাকা! ক্যাম্পাসিংয়ে বাজিমাত IIT গুয়াহাটির পড়ুয়ার

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

বন্ধ করুন