ভারতকে 'ল্যাবরেটরি'-র সঙ্গে তুলনা করে বিতর্কে জড়ালেন বিল গেটস। সেই মন্তব্যের জন্য ধনকুবেরের বিরুদ্ধে রীতিমতো উষ্মাপ্রকাশ করেছেন নেটিজেনদের একাংশ। প্রশ্ন তোলা হয়েছে সরকারের ভূমিকা নিয়েও। আইনজীবী প্রশান্ত ভূষণ বলেছেন, ‘বিল গেটস বলছেন যে নয়া ওষুধের পরীক্ষা করার জন্য উনি ভারতকে গবেষণাগার হিসেবে ব্যবহার করেন। আর আমাদের গিনিগিপ হিসেবে ব্যবহার করার জন্য সরকার এই ভয়ংকর মানুষ এবং তাঁর ফাউন্ডেশনকে অনুমতি দেয়। জঘন্য এবং লজ্জাজনক।’ যদিও সেই বিতর্কের প্রেক্ষিতে কোনও মন্তব্য করেননি ধনকুবের। ভারত সরকারের তরফেও কোনও মন্তব্য করা হয়নি।
ভারত নিয়ে ঠিক কী বলেছেন গেটস?
আর গেটসের যে মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে, সেটা বলেছেন রেইড হফম্যানের সঙ্গে একটি পডকাস্টে। ওই পডকাস্টে ধনকুবের বলেন, 'ভারত এমন একটা দেশের উদাহরণ যেখানে অনেক জিনিসপত্রে সমস্যা আছে - স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টির নিরিখে উন্নতি হচ্ছে। ওরা যথেষ্ট স্থিতিশীল। পর্যাপ্ত পরিমাণে রাজস্ব পাচ্ছে। যেটার কারণে ২০ বছরে (ওখানকার) মানুষের অবস্থা নাটকীয়ভাবে অনেক ভালো হয়ে যাবে। আর এটা কিছুটা পরীক্ষা করার ল্যাবরেটরির মতো। আপনি যখন ভারতে পরীক্ষা করে নেন, তখন আপনি সেটাকে অন্য জায়গায় নিয়ে যেতে পারেন।'
আরও পড়ুন: Health Tips: শীত পড়তেই হাঁটুর ব্যথায় কাতর? কোন খাবারগুলি নিয়মিত খেলে যন্ত্রণা কমবে
ওই পডকাস্টে গেটস আরও বলেন, 'তাই আমেরিকাকে বাদ দিয়ে আমাদের ফাউন্ডেশনের সবথেকে অফিস আছে ভারত। বিশ্বের যে কোনও প্রান্তেই আমরা যে অধিকাংশ পাইলট (প্রজেক্ট) নিয়ে আসি, সেটার সঙ্গে পার্টনার থাকে ভারতের।' সেইসঙ্গে তিনি বলেন, 'আপনি যদি ওখানে যান, তাহলে আপনার মনে হতে পারে যে বিশৃঙ্খলার জায়গা।' তবে ভারতে এলে একটা প্রাণবন্ততা অনুভব করা যায় বলে জানিয়েছেন গেটস।
আরও পড়ুন: Health Tips: খাবার খাওয়ার আগে না পরে, ফল খাওয়ার সঠিক সময় কখন? অনেকেই ভুলটি করেন
‘বিল গেটসের কাছে আমরা গিনিপিগ’, চটল নেটপাড়া
আর সেই মন্তব্য নিয়েই বিতর্ক শুরু হয়েছে। এক নেটিজেন বলেন, ‘বিভিন্ন জিনিস পরীক্ষা-নিরীক্ষার জন্য বিল গেটসের ল্যাবরেটরির কাছে স্যাম্পেল হলেন ভারতের মানুষ। সেটা সফল হলে আমেরিকায় নিয়ে যাওয়া হয়। আপনি যে পরিপ্রেক্ষিতেই এই ভিডিয়োটা শুনুন না কেন, এটা শুনতে মোটেও ভালো লাগবে না।' একইসুরে অপর এক নেটিজেন বলেন, 'ভারত হল ল্যাবরেটরি। আর বিল গেটসের কাছে আমরা গিনিপিগ।'
গেটসের পাশেও দাঁড়িয়েছেন কেউ-কেউ
যদিও কেউ-কেউ আবার ধনকুবেরের পাশেও দাঁড়িয়েছেন। তেমনই এক নেটিজেন বলেছেন, ‘ভারতে বিল গেটসের বিরুদ্ধে যে এই চক্রান্তমূলক তত্ত্ব চলছে, সেটা আমি সত্যিই বুঝতে পারছি না। ভারতে গিনিপিগের মতো কোনও টিকা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে না।'
আরও পড়ুন: Health Tips: রোজ ফলমূল, সবজি খেলেও সিজন চেঞ্জে সেই সর্দিকাশি জ্বর? কারণ হয়তো লুকিয়ে শরীরেই