আর্জেন্তিনার জার্সির মতোই এর রঙ। লিওনেল মেসির দল ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে। আর তার ঠিক পরেই হঠাত্ ট্রেন্ডিং হতে শুরু করে এই ছবি। ভারতে মেসির লক্ষ লক্ষ ভক্ত রয়েছেন।
1/5সোশ্যাল মিডিয়ায় সবসময়েই কিছু না কিছু চলছে। অদ্ভুত, অকল্পনীয় বিষয়ও হঠাত্ই ভাইরাল হয়ে যায়। আর সেই তালিকায় নবতম সংযোজন আর্জেন্তিনা-SBI যোগ। আর্জেন্তিনা বনাম ফ্রান্সের বিশ্বকাপ ফাইনালের আগে ফুটবলপ্রেমীদের উন্মাদনা চরমে। আর সেই আবহেই ভাইরাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) পাসবইয়ের একটি ফটো। কেন? ফাইল ছবি: টুইটার (Twitter)
2/5 কারণ আর্জেন্টিনার জার্সির মতোই এর রঙ। লিওনেল মেসির দল ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে। আর তার ঠিক পরেই হঠাত্ ট্রেন্ডিং হতে শুরু করে এই ছবি। ভারতে মেসির লক্ষ লক্ষ ভক্ত রয়েছেন। ফাইল ছবি: টুইটার (Twitter)
3/5তাঁরাও এই মজার কাণ্ডে মেতেছেন। সবাই এসবিআই পাসবুকের ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নাচানাচি শুরু করেছেন। যেন আর্জেন্তিনার জার্সির কথা মাথায় রেখেই এর নীল-সাদা রঙ। ফাইল ছবি: টুইটার (Twitter)
4/5অনেকে আবার মজা করে বলতে শুরু করেন, ঠিক যেমন ভারতের সেরা ব্যাঙ্ক SBI, তেমনই বিশ্বের সেরা ফুটবল দল আর্জেন্তিনা। ফাইল ছবি: এএফপি (Twitter)
5/5মস্করা করে কেউ কেউ বলেন, এই কারণেই স্টেট ব্যাঙ্কের পাসবইয়ের রঙ ও তাদের জার্সির রঙ এক। স্টেট ব্যাঙ্কের পাসবইয়ের সঙ্গে আর্জেন্টিনার পতাকারও তুলনা করতে শুরু করেন অনেকে। ফাইল ছবি: টুইটার (Twitter)