কিছুদিন আগেই খবরে প্রকাশিত হয়েছিল যে, ঢাকায়, পাকিস্তানের গুপ্তচর বিভাগ আইএসআই-র প্রথম সারির ৪ সদস্য পা রেখেছেন। সেই ঘটনা জানুয়ারির। পাকিস্তানের গুপ্তচরবিভাগের ডিরেক্টর মেজর জেনারেল শহিদ আমির আফসর বাংলাদেশে সফর করেছেন বলেও ছিল খবর। আর সেই প্রেক্ষিতেই এবার ভারতের সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদীকে প্রশ্ন করা হয়। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে ভারতের সেনা প্রধান, এই প্রসঙ্গে মুখ খোলেন।
রিপোর্টে দাবি করা হচ্ছে, সদ্য সীমান্তের ‘চিকেনস নেক’ এলাকার কাছে বাংলাদেশের বেশ কিছু এলাকায় পা পড়েছে পাকিস্তানের সেনা কর্তা ও সেদেশের গুপ্তচর বিভাগের সদস্যদের। এলাকায় তাঁরা পরিদর্শন করতে যান বলে ছিল খবর। বিষয়টি কতটা উদ্বেগের ভারতের জন্য? তা নিয়ে মুখ খোলেন ভারতের সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন,' একটি দেশের (পাকিস্তান) জন্য আমি একটা শব্দ ব্যবহার করেছিলাম, 'সন্ত্রাসের এপিসেন্টার'। এবার সেদেশের লোকজন অন্য দেশে যাচ্ছেন, এবং সেই অন্য দেশটি যদি আমাদের প্রতিবেশী দেশ হয়, যতদূর আমার মনে হচ্ছে, আমার উদ্বেগে থাকারই কথা… যাতে তারা সেদেশের মাটি ব্যবহার করে ভারতে সন্ত্রাসবাদী না পাঠায়, সেটা নিয়েই ভাবনা।' এক্ষেত্রে 'অন্য় প্রতিবেশী' দেশ হিসাবে জেনারেল দ্বিবেদী বাংলাদেশকে উল্লেখ করেছেন বলে মনে করা হচ্ছে। সেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে ভারতের সেনা প্রধান বলছেন, ‘যে সেট আপ সেখানে রয়েছে তা প্রশাসনিক, নির্বাচিত সরকার আসলে সম্পর্কের বিষয়ে বলা যাবে।’
( Yogi Adityanath: ‘সঙ্গমের জল পূণ্যস্নান ও আচমনের জন্য নিরাপদ’, গুণমান বিতর্কের মাঝে সরব যোগী)
তবে বাংলাদেশের সেনার সঙ্গে ভারতে সেনার সম্পর্ক অত্যন্ত মজবুত বলে তিনি জানান। তিনি বলেন, ‘যখন দরকার পড়ে আমরা নোট আদানপ্রজান করে নিই, আর এভাবেই চলে আসছে।’এদিকে পাকিস্তান সম্পর্কে বলতে গিয়ে জেনারেল দ্বিবেদী বলেন, পাকিস্তান শুধুমাত্র কাশ্মীর ইস্যু নিয়েই সীমিত নয়। তারা ভারত-বিরোধিতায় সরব। তারই সঙ্গে ‘কাশ্মীর নিয়ে তারা সব পয়েন্টে হাইপ করে যাবে’ বলে মন্তব্য করেন ভারতের সেনা প্রধান। তিনি পাকিস্তানের সেনার অবস্থা বোঝাতে দেব আনন্দ অভিনীত ‘গাইড’ ছবিটিতে এক ব্যক্তির প্রসঙ্গ তোলেন, যেখানে সেই চরিত্রটি দাবি করেছিল বৃষ্টি না হওয়া পর্যন্ত সে খাবার খাবে না।